ঢাকা ০৮:০৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৪ অগাস্ট ২০২৫

রাশিয়া মানবতাবিরোধী অপরাধ করেছে: কমলা হ্যারিস

  • আপডেট সময় : ০১:৩৯:১৬ অপরাহ্ন, সোমবার, ২০ ফেব্রুয়ারী ২০২৩
  • ৮৬ বার পড়া হয়েছে

বিবিসি : ইউক্রেনে রাশিয়া মানবতাবিরোধী অপরাধ করেছে। বিষয়টি ‘আনুষ্ঠানিকভাবে চিহ্নিত’ করেছে যুক্তরাষ্ট্র। মিউনিখে অনুষ্ঠিত নিরাপত্তা সম্মেলনে অংশ নিয়ে মার্কিন ভাইস-প্রেসিডেন্ট কমলা হ্যারিস এ তথ্য জানিয়েছেন।
আক্রমণের পর থেকে ‘হত্যা, নির্যাতন, ধর্ষণ ও নির্বাসনের মতো জঘন্য কাজ’ করার জন্য রাশিয়াকে অভিযুক্ত করেছেন কমলা হ্যারিস। নিরাপত্তা সম্মেলনে অংশ নেওয়া বিভিন্ন দেশের প্রতিনিধিদের উদ্দেশ্যে কমলা হ্যারিস বলেছিলেন, ইউক্রেনে অভিযুক্ত রাশিয়ান অপরাধীদের অবশ্যই জবাবদিহি করতে হবে। তারা আমাদের সাধারণ মূল্যবোধ ও সাধারণ মানবতার উপর আক্রমণ করেছে। তিনি বলেন, ইউক্রেনে রাশিয়ার কর্মকা-ের প্রমাণগুলো আমরা পরীক্ষা করেছি। আমরা আইন জানি এবং এতে কোনো সন্দেহ নেই। এগুলো মানবতার বিরুদ্ধে অপরাধ।
যদিও এসব অভিযোগ প্রত্যাখ্যান করেছেন যুক্তরাষ্ট্রে নিযুক্ত রুশ রাষ্ট্রদূত আনাতোলি আন্তোনোভ। তিনি অভিযোগগুলোকে রাশিয়ার বিরুদ্ধে ‘চক্রান্ত’ বলে দাবি করেছেন।কিয়েভকে মার্কিন অস্ত্র সরবরাহের কথা উল্লেখ করে তিনি বলেছেন, ইউক্রেনীয় সংকটকে ইন্ধন দেওয়ার জন্য ওয়াশিংটন নিজেই দায়ী।
এদিকে নিরাপত্তা সম্মেলনে বিশ্ব নেতারা ইউক্রেনকে দীর্ঘমেয়াদী সমর্থনের আহ্বান জানিয়েছেন। যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী ঋষি সুনাক বলেছেন, এখন সময় এসেছে সামরিক সহায়তা ‘দিগুণ করার’। প্রধানমন্ত্রী যুক্তি দিয়ে বলেছেন, ইউক্রেনের ভবিষ্যৎ সুরক্ষার জন্য পশ্চিমা মিত্রদের অবশ্যই পরিকল্পনা শুরু করতে হবে। সেইসঙ্গে আত্মরক্ষার জন্য তাদের কাছে এখনই প্রয়োজনীয় অস্ত্র পাঠাতে হবে।

ট্যাগস :

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : [email protected]
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

পাকিস্তানের সঙ্গে যুদ্ধবিরতিতে ‘অবদান’ অস্বীকারেই নাখোশ ট্রাম্প

রাশিয়া মানবতাবিরোধী অপরাধ করেছে: কমলা হ্যারিস

আপডেট সময় : ০১:৩৯:১৬ অপরাহ্ন, সোমবার, ২০ ফেব্রুয়ারী ২০২৩

বিবিসি : ইউক্রেনে রাশিয়া মানবতাবিরোধী অপরাধ করেছে। বিষয়টি ‘আনুষ্ঠানিকভাবে চিহ্নিত’ করেছে যুক্তরাষ্ট্র। মিউনিখে অনুষ্ঠিত নিরাপত্তা সম্মেলনে অংশ নিয়ে মার্কিন ভাইস-প্রেসিডেন্ট কমলা হ্যারিস এ তথ্য জানিয়েছেন।
আক্রমণের পর থেকে ‘হত্যা, নির্যাতন, ধর্ষণ ও নির্বাসনের মতো জঘন্য কাজ’ করার জন্য রাশিয়াকে অভিযুক্ত করেছেন কমলা হ্যারিস। নিরাপত্তা সম্মেলনে অংশ নেওয়া বিভিন্ন দেশের প্রতিনিধিদের উদ্দেশ্যে কমলা হ্যারিস বলেছিলেন, ইউক্রেনে অভিযুক্ত রাশিয়ান অপরাধীদের অবশ্যই জবাবদিহি করতে হবে। তারা আমাদের সাধারণ মূল্যবোধ ও সাধারণ মানবতার উপর আক্রমণ করেছে। তিনি বলেন, ইউক্রেনে রাশিয়ার কর্মকা-ের প্রমাণগুলো আমরা পরীক্ষা করেছি। আমরা আইন জানি এবং এতে কোনো সন্দেহ নেই। এগুলো মানবতার বিরুদ্ধে অপরাধ।
যদিও এসব অভিযোগ প্রত্যাখ্যান করেছেন যুক্তরাষ্ট্রে নিযুক্ত রুশ রাষ্ট্রদূত আনাতোলি আন্তোনোভ। তিনি অভিযোগগুলোকে রাশিয়ার বিরুদ্ধে ‘চক্রান্ত’ বলে দাবি করেছেন।কিয়েভকে মার্কিন অস্ত্র সরবরাহের কথা উল্লেখ করে তিনি বলেছেন, ইউক্রেনীয় সংকটকে ইন্ধন দেওয়ার জন্য ওয়াশিংটন নিজেই দায়ী।
এদিকে নিরাপত্তা সম্মেলনে বিশ্ব নেতারা ইউক্রেনকে দীর্ঘমেয়াদী সমর্থনের আহ্বান জানিয়েছেন। যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী ঋষি সুনাক বলেছেন, এখন সময় এসেছে সামরিক সহায়তা ‘দিগুণ করার’। প্রধানমন্ত্রী যুক্তি দিয়ে বলেছেন, ইউক্রেনের ভবিষ্যৎ সুরক্ষার জন্য পশ্চিমা মিত্রদের অবশ্যই পরিকল্পনা শুরু করতে হবে। সেইসঙ্গে আত্মরক্ষার জন্য তাদের কাছে এখনই প্রয়োজনীয় অস্ত্র পাঠাতে হবে।