আল জাজিরা : রাশিয়া ও ইউক্রেনের মধ্যকার যুদ্ধ শুধুমাত্র আপস বা সমঝোতায় শেষ হতে পারে। ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রোঁ এই কথা বলেছেন। লে ফিগারো ও লে জার্নাল দু ডিমাঞ্চেকে দেওয়া এক সাক্ষাৎকারে ম্যাক্রোঁ বলেন, আমি চাই, ইউক্রেনে রাশিয়া পরাজয় বরণ করুক, ইউক্রেন প্রতিরোধ গড়ে তুলুক। আমার বিশ্বাস, সামরিকভাবে এই সংঘাতের শেষে পৌঁছানো সম্ভব নয়। তিনি বলেন, কোনো পক্ষই পুরোপুরি জয়ী হতে পারে না। সংহতকরণের প্রভাব যতটা আশা করা হয়েছিল, ততটা বিশাল হয়নি। ম্যাক্রোঁ বলেন, রাশিয়াকে পুনরায় আলোচনার টেবিলে আনতে ইউক্রেনের প্রয়োজন সামরিক প্রতিরোধ। তিনি বিশ্বাস করেন না, রাশিয়া নিজ ভূমিতে হামলার শিকার হওয়া উচিত, যা অনেকেই বলেছেন। ম্যাক্রোঁ বলেন, সর্বোপরি এই পর্যবেক্ষণকারীরা চান রাশিয়া চূর্ণ-বিচূর্ণ হয়ে যাক। ফ্রান্সের অবস্থান কখনো এমনটি ছিল না, হবেও না। মস্কো বলেছে, পশ্চিমা দেশগুলো এখন পর্যন্ত এটি দেখায়নি যে, তারা ইউক্রেন সংকট নিয়ে আলোচনায় যোগ দিতে চায়। ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভের বরাত দিয়ে বার্তাসংস্থা তাস এই খবর জানিয়েছে। তিনি বলেন, সংঘবদ্ধ পশ্চিমাদের পক্ষ থেকে শান্তি উদ্যোগের কোনো প্রস্তুতি নেই।