ঢাকা ০৫:৩০ পূর্বাহ্ন, সোমবার, ১৫ সেপ্টেম্বর ২০২৫

দেশে চশমার উৎপাদন বাড়ানোর আহ্বান এফবিসিসিআই’র

  • আপডেট সময় : ০২:১২:০৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৩
  • ১১০ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক : আমদানি নির্ভরতা কমিয়ে দেশেই চশমা উৎপাদন বাড়ানোর আহ্বান জানিয়েছেন ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআই সভাপতি মো. জসিম উদ্দিন। গতকাল বৃহস্পতিবার অপটিক্যাল মেলা ‘বাংলা অপটিকা-২০২৩’ উদ্বোধন অনুষ্ঠানে এ আহ্বান জানান তিনি। রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে বাংলাদেশ চশমাশিল্প ও বণিক সমিতি এই অনুষ্ঠানের আয়োজন করে।
এফবিসিসিআই সভাপতি বলেন, অবৈধভাবে চশমা আমদানি প্রতিরোধে ব্যবস্থা নিতে হবে। চশমা একটি জরুরি পণ্য, এর চাহিদাও বেশি। কিন্তু চাহিদার পুরোটাই আমদানি করতে হচ্ছে বাংলাদেশকে। অথচ চশমার উৎপাদন প্রক্রিয়া কঠিন কোনো কাজ নয়। প্রয়োজনে কাঁচামাল আমদানি করে দেশেই চশমা উৎপাদন করতে হবে উদ্যোক্তাদের। চশমাশিল্পের প্রসার ও সংকট নিরসনে আগামী বাজেটের আগেই ব্যবসায়ী প্রতিনিধিদের নিয়ে অর্থমন্ত্রণালয়সহ জাতীয় রাজস্ব বোর্ডের সঙ্গে আলোচনা করা হবে বলেন জানান এফবিসিসিআই সভাপতি। এছাড়া চশমাশিল্পের উন্নয়নে এফবিসিসিআই সব ধরনের সহযোগিতা করবে বলে আশ্বস্ত করেন তিনি।
মো. জসিম উদ্দিন বলেন, বর্তমান সরকার ব্যবসাবান্ধব সরকার। এই সুযোগ ব্যবসায়ীদের কাজে লাগাতে হবে। দেশে দক্ষ জনশক্তি রয়েছে, উন্নত প্রযুক্তি রয়েছে। সরকারও সহযোগিতা দিচ্ছে। তাই দেশে চশমাশিল্প গড়ে না ওঠার কোনো কারণ নেই। বাংলাদেশ চশমাশিল্প ও বণিক সমিতির সভাপতি শেখ নুরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন- এফবিসিসিআই’র পরিচালক নিজাম উদ্দিন রাজেশ, হাফেজ হারুন, বাংলাদেশ অপটিক্যাল ইন্ডাস্ট্রিজ অ্যান্ড ট্রেডার্স অ্যাসোসিয়েশনের (বোটা) সভাপতি সানাউল্লাহ খান, মেলা কমিটির চেয়ারম্যান মো. বাবুল হোসেন, সিনিয়র ভাইস প্রেসিডেন্ট (বোটা) মো. মিজানুর রহমান, ভাইস প্রেসিডেন্ট আনোয়ার হোসেন খান, মেলা কমিটির উপদেষ্টা প্রমুখ।

ট্যাগস :

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : [email protected]
আপলোডকারীর তথ্য

দেশে চশমার উৎপাদন বাড়ানোর আহ্বান এফবিসিসিআই’র

আপডেট সময় : ০২:১২:০৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৩

নিজস্ব প্রতিবেদক : আমদানি নির্ভরতা কমিয়ে দেশেই চশমা উৎপাদন বাড়ানোর আহ্বান জানিয়েছেন ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআই সভাপতি মো. জসিম উদ্দিন। গতকাল বৃহস্পতিবার অপটিক্যাল মেলা ‘বাংলা অপটিকা-২০২৩’ উদ্বোধন অনুষ্ঠানে এ আহ্বান জানান তিনি। রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে বাংলাদেশ চশমাশিল্প ও বণিক সমিতি এই অনুষ্ঠানের আয়োজন করে।
এফবিসিসিআই সভাপতি বলেন, অবৈধভাবে চশমা আমদানি প্রতিরোধে ব্যবস্থা নিতে হবে। চশমা একটি জরুরি পণ্য, এর চাহিদাও বেশি। কিন্তু চাহিদার পুরোটাই আমদানি করতে হচ্ছে বাংলাদেশকে। অথচ চশমার উৎপাদন প্রক্রিয়া কঠিন কোনো কাজ নয়। প্রয়োজনে কাঁচামাল আমদানি করে দেশেই চশমা উৎপাদন করতে হবে উদ্যোক্তাদের। চশমাশিল্পের প্রসার ও সংকট নিরসনে আগামী বাজেটের আগেই ব্যবসায়ী প্রতিনিধিদের নিয়ে অর্থমন্ত্রণালয়সহ জাতীয় রাজস্ব বোর্ডের সঙ্গে আলোচনা করা হবে বলেন জানান এফবিসিসিআই সভাপতি। এছাড়া চশমাশিল্পের উন্নয়নে এফবিসিসিআই সব ধরনের সহযোগিতা করবে বলে আশ্বস্ত করেন তিনি।
মো. জসিম উদ্দিন বলেন, বর্তমান সরকার ব্যবসাবান্ধব সরকার। এই সুযোগ ব্যবসায়ীদের কাজে লাগাতে হবে। দেশে দক্ষ জনশক্তি রয়েছে, উন্নত প্রযুক্তি রয়েছে। সরকারও সহযোগিতা দিচ্ছে। তাই দেশে চশমাশিল্প গড়ে না ওঠার কোনো কারণ নেই। বাংলাদেশ চশমাশিল্প ও বণিক সমিতির সভাপতি শেখ নুরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন- এফবিসিসিআই’র পরিচালক নিজাম উদ্দিন রাজেশ, হাফেজ হারুন, বাংলাদেশ অপটিক্যাল ইন্ডাস্ট্রিজ অ্যান্ড ট্রেডার্স অ্যাসোসিয়েশনের (বোটা) সভাপতি সানাউল্লাহ খান, মেলা কমিটির চেয়ারম্যান মো. বাবুল হোসেন, সিনিয়র ভাইস প্রেসিডেন্ট (বোটা) মো. মিজানুর রহমান, ভাইস প্রেসিডেন্ট আনোয়ার হোসেন খান, মেলা কমিটির উপদেষ্টা প্রমুখ।