ঢাকা ০৪:১৫ পূর্বাহ্ন, রবিবার, ২৫ মে ২০২৫

দু’হাতে সমানতালে ১১ রকমভাবে লিখতে পারে আদি

  • আপডেট সময় : ১১:১৫:৫৫ পূর্বাহ্ন, বুধবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৩
  • ৮৭ বার পড়া হয়েছে

নারী ও শিশু ডেস্ক : মানুষ স্বাভাবিকভাবে ডান বা বাম হাতে লেখে। তবে দুই হাতে সমানতালে লিখতে পারা বিরল ঘটনা। সম্প্রতি ভাইরাল হয়েছে এমন একটি ভিডিও। যেখানে দেখা যাচ্ছে, এক কিশোরী দুই হাতে লিখছে সমানতালে। ওই তরুণীর নাম আদি স্বরূপা। সে ভারতের ম্যাঙ্গালুরুর বাসিন্দা। ১৭ বছর বয়সী এ তরুণী লিখতে পারে ১১ রকম ভঙ্গিতে। ভিডিওতে দেখা যায়, দেয়ালে ঝোলানো একটি বোর্ডে ওই কিশোরী চক দিয়ে অনায়াসে দুই হাতে লিখে চলেছে। সে ইংরেজি ও কন্নড় দুই ভাষাতেই সাবলীল লিখতে পারে। এমনকি বিপরীত দুটি দিক থেকেও সে লিখতে সক্ষম। ভিডিওটি টুইটারে পোস্ট করেছেন রবি কারকারা নামে এক ব্যবহারকারী। ক্যাপশনে তিনি লেখেন, আদি ১১ রকম ভঙ্গিতে লিখতে পারে। মস্তিষ্কের দুটি ভাগকে একসঙ্গে সমানভাবে কাজ লাগানোর এই ক্ষমতা ১০ লাখের মধ্যে একজনের দেখা যায়। এ দক্ষতা অ্যাম্বিডেক্সটেরিটি নামে পরিচিত। সূত্র: নিউজ ১৮

ট্যাগস :

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : [email protected]
আপলোডকারীর তথ্য

দু’হাতে সমানতালে ১১ রকমভাবে লিখতে পারে আদি

আপডেট সময় : ১১:১৫:৫৫ পূর্বাহ্ন, বুধবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৩

নারী ও শিশু ডেস্ক : মানুষ স্বাভাবিকভাবে ডান বা বাম হাতে লেখে। তবে দুই হাতে সমানতালে লিখতে পারা বিরল ঘটনা। সম্প্রতি ভাইরাল হয়েছে এমন একটি ভিডিও। যেখানে দেখা যাচ্ছে, এক কিশোরী দুই হাতে লিখছে সমানতালে। ওই তরুণীর নাম আদি স্বরূপা। সে ভারতের ম্যাঙ্গালুরুর বাসিন্দা। ১৭ বছর বয়সী এ তরুণী লিখতে পারে ১১ রকম ভঙ্গিতে। ভিডিওতে দেখা যায়, দেয়ালে ঝোলানো একটি বোর্ডে ওই কিশোরী চক দিয়ে অনায়াসে দুই হাতে লিখে চলেছে। সে ইংরেজি ও কন্নড় দুই ভাষাতেই সাবলীল লিখতে পারে। এমনকি বিপরীত দুটি দিক থেকেও সে লিখতে সক্ষম। ভিডিওটি টুইটারে পোস্ট করেছেন রবি কারকারা নামে এক ব্যবহারকারী। ক্যাপশনে তিনি লেখেন, আদি ১১ রকম ভঙ্গিতে লিখতে পারে। মস্তিষ্কের দুটি ভাগকে একসঙ্গে সমানভাবে কাজ লাগানোর এই ক্ষমতা ১০ লাখের মধ্যে একজনের দেখা যায়। এ দক্ষতা অ্যাম্বিডেক্সটেরিটি নামে পরিচিত। সূত্র: নিউজ ১৮