ঢাকা ১১:৩৫ পূর্বাহ্ন, শনিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৫

রক্ত পরীক্ষায় মিলবে ক্যানসারের পূর্বাভাস

  • আপডেট সময় : ১২:৩১:০৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৮ জুলাই ২০২১
  • ১৭০ বার পড়া হয়েছে

প্রত্যাশা ডেস্ক : রক্তপরীক্ষা করেই এবার ৫০ রকমের ক্যানসারের পূর্বাভাস দেওয়া সম্ভব হবে। আর সেটা করা যাবে মানবদেহে রোগটি বাসা বাঁধার প্রায় সঙ্গে সঙ্গেই। এই অভিনব রোগ নির্ণয় পদ্ধতির কার্যকারিতা বুঝতে বড় ধরনের ক্লিনিক্যাল ট্রায়ালে যাচ্ছে যুক্তরাজ্যের ন্যাশনাল হেলথ সার্ভিস (এনএইচএস)।
এনএইচএস-এর তরফে সম্প্রতি জানানো হয়েছে, ইংল্যান্ডে এই ক্লিনিক্যাল ট্রায়াল শুরু হবে আগস্টের মাঝামাঝি। ক্যানসারের ঝুঁকি থাকতে পারে বলে প্রাথমিকভাবে সন্দেহ করা হচ্ছে, এমন ৫০ বছর ও তদুর্ধ্ব ব্যক্তিদের ওপর চালানো হবে এই ট্রায়াল।
মার্কিন প্রতিষ্ঠান গ্রেল-এর বানানো এই অভিনব রক্তপরীক্ষার পদ্ধতির কার্যকারিতা যাচাইয়ে ইতোমধ্যেই কয়েক দফায় ক্লিনিক্যাল ট্রায়াল চালানো হয়েছে যুক্তরাষ্ট্রের কয়েক অঙ্গরাজ্যে। তাতে ভালো সাড়া মিলেছে বলেই এবার ইংল্যান্ডে এই ট্রায়াল শুরুর উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছে এনএইচএস।
গ্রেল-এর তরফে জানানো হয়েছে, যুক্তরাষ্ট্রে এরইমধ্যে এই অভিনব পদ্ধতির ক্লিনিক্যাল ট্রায়াল চালানো হয়েছে ক্যানসারে আক্রান্ত দুই হাজার ৮২৩ জন নারী-পুরুষের ওপর। একইসঙ্গে এখনও ক্যানসার ধরা পড়েনি এমন এক হাজার ২৫৪ জনের ওপরও ট্রায়ালটি চালানো হয়। সূত্র: আনন্দবাজার।

ট্যাগস :

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : [email protected]
আপলোডকারীর তথ্য

ভ্যাপসা গরমে ঢাকায় অস্বস্তি, বৃষ্টির সম্ভাবনা

রক্ত পরীক্ষায় মিলবে ক্যানসারের পূর্বাভাস

আপডেট সময় : ১২:৩১:০৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৮ জুলাই ২০২১

প্রত্যাশা ডেস্ক : রক্তপরীক্ষা করেই এবার ৫০ রকমের ক্যানসারের পূর্বাভাস দেওয়া সম্ভব হবে। আর সেটা করা যাবে মানবদেহে রোগটি বাসা বাঁধার প্রায় সঙ্গে সঙ্গেই। এই অভিনব রোগ নির্ণয় পদ্ধতির কার্যকারিতা বুঝতে বড় ধরনের ক্লিনিক্যাল ট্রায়ালে যাচ্ছে যুক্তরাজ্যের ন্যাশনাল হেলথ সার্ভিস (এনএইচএস)।
এনএইচএস-এর তরফে সম্প্রতি জানানো হয়েছে, ইংল্যান্ডে এই ক্লিনিক্যাল ট্রায়াল শুরু হবে আগস্টের মাঝামাঝি। ক্যানসারের ঝুঁকি থাকতে পারে বলে প্রাথমিকভাবে সন্দেহ করা হচ্ছে, এমন ৫০ বছর ও তদুর্ধ্ব ব্যক্তিদের ওপর চালানো হবে এই ট্রায়াল।
মার্কিন প্রতিষ্ঠান গ্রেল-এর বানানো এই অভিনব রক্তপরীক্ষার পদ্ধতির কার্যকারিতা যাচাইয়ে ইতোমধ্যেই কয়েক দফায় ক্লিনিক্যাল ট্রায়াল চালানো হয়েছে যুক্তরাষ্ট্রের কয়েক অঙ্গরাজ্যে। তাতে ভালো সাড়া মিলেছে বলেই এবার ইংল্যান্ডে এই ট্রায়াল শুরুর উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছে এনএইচএস।
গ্রেল-এর তরফে জানানো হয়েছে, যুক্তরাষ্ট্রে এরইমধ্যে এই অভিনব পদ্ধতির ক্লিনিক্যাল ট্রায়াল চালানো হয়েছে ক্যানসারে আক্রান্ত দুই হাজার ৮২৩ জন নারী-পুরুষের ওপর। একইসঙ্গে এখনও ক্যানসার ধরা পড়েনি এমন এক হাজার ২৫৪ জনের ওপরও ট্রায়ালটি চালানো হয়। সূত্র: আনন্দবাজার।