ঢাকা ০৫:৪৫ অপরাহ্ন, রবিবার, ২৪ অগাস্ট ২০২৫

পিএসএলে খেলতে যাচ্ছেন সাকিব

  • আপডেট সময় : ১১:৫৩:৩৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৩
  • ৮৯ বার পড়া হয়েছে

ক্রীড়া ডেস্ক : বিপিএল থেকে দলের বিদায়ের পর পাকিস্তান সুপার লিগে (পিএসএল) খেলতে যাচ্ছেন সাকিব আল হাসান। পেশাওয়ার জালমির হয়ে খেলবেন বাংলাদেশের টেস্ট ও টি-টোয়েন্টি অধিনায়ক। ‘রিজার্ভ সাপ্লিমেন্টারি’ হিসেবে সাকিবকে দলে নিয়েছে পেশাওয়ার। সোমবার রাতে টুইট করে এই অলরাউন্ডারের দলে যোগ দিতে যাওয়ার কথা জানায় দলটি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে সাকিব নিজেও নিশ্চিত করেন বিষয়টি। পিএসএল শুরু হয়েছে সোমবার। পেশাওয়ার তাদের প্রথম ম্যাচ খেলবে মঙ্গলবার করাচি কিংসের বিপক্ষে। সেই ম্যাচের জন্য সাকিব ‘অ্যাভেইলেবল’ থাকবেন বলে জানিয়েছে পিসিবি। ২৬ ফেব্রুয়ারি পর্যন্ত টুর্নামেন্টটিতে তাকে পাওয়া যাবে বলেও জানানো হয়েছে। আগামী ১ মার্চ ঘরের মাঠে ইংল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজ শুরু হবে বাংলাদেশ দলের। তার আগেই পাকিস্তান থেকে ফিরে আসবেন সাকিব। বিপিএলের এলিমিনেটরে রোববার রংপুর রাইডার্সের বিপক্ষে হেরে বিদায় নেয় সাকিবের দল ফরচুন বরিশাল। ওই ম্যাচে ব্যাটিংয়ে না নেমে বিতর্কের মুখে পড়েন বরিশাল অধিনায়ক সাকিব। এবারের বিপিএল ব্যক্তিগতভাবে দারুণ কাটে সাকিবের। ১৩ ম্যাচে তিন ফিফটিতে ১৭৪.৪১ স্ট্রাইক রেট ও ৪১.৬৬ গড়ে তিনি করেন ৩৭৫ রান। হাত ঘুরিয়ে উইকেট নেন ১০টি। পিএসএলে এর আগে দুই আসরে খেলেছেন সাকিব। সবশেষ ২০১৭ সালে খেলেছিলেন পেশাওয়ারের হয়েই। তার আগে করাচি কিংসের হয়ে। করাচির হয়ে ৮ ম্যাচে ব্যাট হাতে ১২৬ রানের পাশাপাশি সাকিবের উইকেট ৩টি। পিএসএল ক্যারিয়ারের একমাত্র ফিফটি দলটির হয়েই। আর পেশাওয়ারের হয়ে ৫ ম্যাচে ৫৪ রান ও ৫ উইকেট তার।

ট্যাগস :

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : [email protected]
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

রাশিয়ায় ড্রোন হামলা চালিয়ে স্বাধীনতা দিবস উদযাপন করল ইউক্রেন

পিএসএলে খেলতে যাচ্ছেন সাকিব

আপডেট সময় : ১১:৫৩:৩৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৩

ক্রীড়া ডেস্ক : বিপিএল থেকে দলের বিদায়ের পর পাকিস্তান সুপার লিগে (পিএসএল) খেলতে যাচ্ছেন সাকিব আল হাসান। পেশাওয়ার জালমির হয়ে খেলবেন বাংলাদেশের টেস্ট ও টি-টোয়েন্টি অধিনায়ক। ‘রিজার্ভ সাপ্লিমেন্টারি’ হিসেবে সাকিবকে দলে নিয়েছে পেশাওয়ার। সোমবার রাতে টুইট করে এই অলরাউন্ডারের দলে যোগ দিতে যাওয়ার কথা জানায় দলটি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে সাকিব নিজেও নিশ্চিত করেন বিষয়টি। পিএসএল শুরু হয়েছে সোমবার। পেশাওয়ার তাদের প্রথম ম্যাচ খেলবে মঙ্গলবার করাচি কিংসের বিপক্ষে। সেই ম্যাচের জন্য সাকিব ‘অ্যাভেইলেবল’ থাকবেন বলে জানিয়েছে পিসিবি। ২৬ ফেব্রুয়ারি পর্যন্ত টুর্নামেন্টটিতে তাকে পাওয়া যাবে বলেও জানানো হয়েছে। আগামী ১ মার্চ ঘরের মাঠে ইংল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজ শুরু হবে বাংলাদেশ দলের। তার আগেই পাকিস্তান থেকে ফিরে আসবেন সাকিব। বিপিএলের এলিমিনেটরে রোববার রংপুর রাইডার্সের বিপক্ষে হেরে বিদায় নেয় সাকিবের দল ফরচুন বরিশাল। ওই ম্যাচে ব্যাটিংয়ে না নেমে বিতর্কের মুখে পড়েন বরিশাল অধিনায়ক সাকিব। এবারের বিপিএল ব্যক্তিগতভাবে দারুণ কাটে সাকিবের। ১৩ ম্যাচে তিন ফিফটিতে ১৭৪.৪১ স্ট্রাইক রেট ও ৪১.৬৬ গড়ে তিনি করেন ৩৭৫ রান। হাত ঘুরিয়ে উইকেট নেন ১০টি। পিএসএলে এর আগে দুই আসরে খেলেছেন সাকিব। সবশেষ ২০১৭ সালে খেলেছিলেন পেশাওয়ারের হয়েই। তার আগে করাচি কিংসের হয়ে। করাচির হয়ে ৮ ম্যাচে ব্যাট হাতে ১২৬ রানের পাশাপাশি সাকিবের উইকেট ৩টি। পিএসএল ক্যারিয়ারের একমাত্র ফিফটি দলটির হয়েই। আর পেশাওয়ারের হয়ে ৫ ম্যাচে ৫৪ রান ও ৫ উইকেট তার।