ঢাকা ১০:৪৮ অপরাহ্ন, সোমবার, ১১ অগাস্ট ২০২৫

যেসব সিনেমার জন্য কালজয়ী দিলীপ কুমার

  • আপডেট সময় : ১২:১৩:৫২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৮ জুলাই ২০২১
  • ১০৭ বার পড়া হয়েছে

বিনোদন ডেস্ক : ছয় দশকের অভিনয় জীবন সদ্য প্রয়াত দিলীপ কুমারের। ১৯৪৪ সালে ‘জোয়ার ভাটা’ সিনেমার মধ্য দিয়ে তিনি চলচ্চিত্রে আসেন। বলিউডে দিলীপ কুমার পরিচিত ছিলেন ‘ট্রাজেডি কিং’ নামে। ৬৫টিরও বেশি চলচ্চিত্রে অভিনয় করেছেন তিনি। তার অভিনীত আইকনিক সিনেমার তালিকায় বেশ কিছু সিনেমা। এক নজরে দেখে নেওয়া যাক সেগুলো।
দাগ (১৯৫২) : অমিয় চক্রবর্তী পরিচালিত ও প্রযোজিত দিলীপ কুমারের ‘দাগ’ ছবিটি ছিল তার চলচ্চিত্র জীবনের অনন্য এক প্রাপ্তি। ছবিটিতে শঙ্কর নামক যেই চরিত্রে তিনি অভিনয় করেছিলেন সেটি দর্শকদের মতে ছুঁয়ে গিয়েছিল। একই সাথে এই ‘দাগ’ সিনেমাতে অভিনয় করেই প্রথমবারের মত ফিল্মফেয়ারে সেরা অভিনেতা অ্যাওয়ার্ড জিতেছিলেন দিলীপ কুমার।
নয়া ডৌর (১৯৫৭) : বিআর চোপড়া পরিচালিত ও প্রযোজিত ‘নয়া ডৌর’ এ অভিনয় করেছিলেন দিলীপ কুমার। ভারতের সেই সময়কালে এই ছবিটির কাহিনী ছিল বেশ নতুন ঘরানার। পাশাপাশি দিলীপ কুমারের অভিনয় ছিল অনন্য। এই ছবিটির জন্যও সেরা অভিনেতার ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড জিতেছিলেন দিলীপ কুমার।
মধুমতি (১৯৫৮) : দিলীপ কুমার ও বৈজয়ন্তীমালা অভিনীত বিমল রায়ের এই ‘মধুমতি’ সিনেমাটি ছিল ক্লাসিক একটি চলচ্চিত্র।
মোগল-এ-আজম (১৯৬০) : কে আসিফ পরিচালিত ও দিলীপ কুমার অভিনীত ঐতিহাসিক জনরার ছবি ‘মোগল-এ-আজম’। ছবিটিতে দিলীপ কুমারের পাশাপাশি অভিনয় করেছিলেন পৃথ্বীরাজ কাপুর, মধুবালা, দুর্গা খোতের মত তারকারা। সেইসময়ে এই ছবিটি বক্স অফিসের সকল রেকর্ড ভেঙ্গে ফেলেছিল, পাশাপাশি জিতেছিল জাতীয় পুরস্কার এবং ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডও।
গঙ্গা যমুনা (১৯৬১) : দিলীপ কুমার প্রযোজিত এবং একই সাথে অভিনীত সিনেমা ছিল ‘গঙ্গা যমুনা’। এটি এমন একটি সিনেমা ছিল যেখানে দিলীপ কুমারের অভিনয় দেখে অনুপ্রাণিত হয়েছিলেন অমিতাভ বচ্চনের মত অভিনেতাও।
রাম অর শ্যাম (১৯৬৭) : চলচ্চিত্রে বরাবরই ট্রাজিক ভূমিকায় দেখা গিয়েছিল দিলীপ কুমারকে। কিন্তু ‘রাম অর শ্যাম’ সিনেমাতে অনবদ্য হাস্যরস্যক চরিত্রে অভিনয় করে দর্শকদের অবাক করেছিলেন এই অভিনেতা।
দেবদাস (১৯৫৫) : শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের উপন্যাস অবলম্বনে ‘দেবদাস’ চলচ্চিত্রটি পরিচালনা করেছিলেন বিমল রায়। ছবিটির প্রধান চরিত্রে দিলীপ কুমারের পাশাপাশি অভিনয় করেছিলেন বৈজয়ন্তীমালা এবং সুচিত্রা সেন।
শক্তি (১৯৮২) : এই ছবিতে দিলীপ কুমারের পাশাপাশি অমিতাভ বচ্চনকেও কেন্দ্রীয় চরিত্রে দেখা গিয়েছিল। ভারতীয় সিনেমার ইতিহাসে অন্যতম সেরা চলচ্চিত্র হিসাবে বিবেচনা করা হয় এই সিনেমাকে। এই সিনেমার মাধ্যমেও ফিল্মফেয়ারে সেরা অভিনেতার পুরস্কার জিতেছিলেন দিলীপ কুমার।
মশাল (১৯৮৪) : যশ চোপড়া পরিচালিত এই ছবিটিতে অভিনয় করেছিলেন অনিল কাপুর ও ওয়াহিদা রেহমান। এছাড়াও এতে দিলীপ কুমারকে দেখা গিয়েছিল।
কর্ম (১৯৮৬) : ‘কর্ম’ ছবিতে জুটি বেধে অভিনয় করেছিলেন সুভাষ ঘাই এবং দিলীপ কুমার। যেখানে প্রথমবারের মত এক সাথে কাজ করার পরও তাদের দুজনের জুটি ব্যাপক প্রসংশিত হয়েছিল।

ট্যাগস :

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : [email protected]
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ইসির নির্বাচন বাতিলের ক্ষমতা বৃদ্ধিসহ আসছে কয়েকটি গুরুত্বপূর্ণ পরিবর্তন

যেসব সিনেমার জন্য কালজয়ী দিলীপ কুমার

আপডেট সময় : ১২:১৩:৫২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৮ জুলাই ২০২১

বিনোদন ডেস্ক : ছয় দশকের অভিনয় জীবন সদ্য প্রয়াত দিলীপ কুমারের। ১৯৪৪ সালে ‘জোয়ার ভাটা’ সিনেমার মধ্য দিয়ে তিনি চলচ্চিত্রে আসেন। বলিউডে দিলীপ কুমার পরিচিত ছিলেন ‘ট্রাজেডি কিং’ নামে। ৬৫টিরও বেশি চলচ্চিত্রে অভিনয় করেছেন তিনি। তার অভিনীত আইকনিক সিনেমার তালিকায় বেশ কিছু সিনেমা। এক নজরে দেখে নেওয়া যাক সেগুলো।
দাগ (১৯৫২) : অমিয় চক্রবর্তী পরিচালিত ও প্রযোজিত দিলীপ কুমারের ‘দাগ’ ছবিটি ছিল তার চলচ্চিত্র জীবনের অনন্য এক প্রাপ্তি। ছবিটিতে শঙ্কর নামক যেই চরিত্রে তিনি অভিনয় করেছিলেন সেটি দর্শকদের মতে ছুঁয়ে গিয়েছিল। একই সাথে এই ‘দাগ’ সিনেমাতে অভিনয় করেই প্রথমবারের মত ফিল্মফেয়ারে সেরা অভিনেতা অ্যাওয়ার্ড জিতেছিলেন দিলীপ কুমার।
নয়া ডৌর (১৯৫৭) : বিআর চোপড়া পরিচালিত ও প্রযোজিত ‘নয়া ডৌর’ এ অভিনয় করেছিলেন দিলীপ কুমার। ভারতের সেই সময়কালে এই ছবিটির কাহিনী ছিল বেশ নতুন ঘরানার। পাশাপাশি দিলীপ কুমারের অভিনয় ছিল অনন্য। এই ছবিটির জন্যও সেরা অভিনেতার ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড জিতেছিলেন দিলীপ কুমার।
মধুমতি (১৯৫৮) : দিলীপ কুমার ও বৈজয়ন্তীমালা অভিনীত বিমল রায়ের এই ‘মধুমতি’ সিনেমাটি ছিল ক্লাসিক একটি চলচ্চিত্র।
মোগল-এ-আজম (১৯৬০) : কে আসিফ পরিচালিত ও দিলীপ কুমার অভিনীত ঐতিহাসিক জনরার ছবি ‘মোগল-এ-আজম’। ছবিটিতে দিলীপ কুমারের পাশাপাশি অভিনয় করেছিলেন পৃথ্বীরাজ কাপুর, মধুবালা, দুর্গা খোতের মত তারকারা। সেইসময়ে এই ছবিটি বক্স অফিসের সকল রেকর্ড ভেঙ্গে ফেলেছিল, পাশাপাশি জিতেছিল জাতীয় পুরস্কার এবং ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডও।
গঙ্গা যমুনা (১৯৬১) : দিলীপ কুমার প্রযোজিত এবং একই সাথে অভিনীত সিনেমা ছিল ‘গঙ্গা যমুনা’। এটি এমন একটি সিনেমা ছিল যেখানে দিলীপ কুমারের অভিনয় দেখে অনুপ্রাণিত হয়েছিলেন অমিতাভ বচ্চনের মত অভিনেতাও।
রাম অর শ্যাম (১৯৬৭) : চলচ্চিত্রে বরাবরই ট্রাজিক ভূমিকায় দেখা গিয়েছিল দিলীপ কুমারকে। কিন্তু ‘রাম অর শ্যাম’ সিনেমাতে অনবদ্য হাস্যরস্যক চরিত্রে অভিনয় করে দর্শকদের অবাক করেছিলেন এই অভিনেতা।
দেবদাস (১৯৫৫) : শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের উপন্যাস অবলম্বনে ‘দেবদাস’ চলচ্চিত্রটি পরিচালনা করেছিলেন বিমল রায়। ছবিটির প্রধান চরিত্রে দিলীপ কুমারের পাশাপাশি অভিনয় করেছিলেন বৈজয়ন্তীমালা এবং সুচিত্রা সেন।
শক্তি (১৯৮২) : এই ছবিতে দিলীপ কুমারের পাশাপাশি অমিতাভ বচ্চনকেও কেন্দ্রীয় চরিত্রে দেখা গিয়েছিল। ভারতীয় সিনেমার ইতিহাসে অন্যতম সেরা চলচ্চিত্র হিসাবে বিবেচনা করা হয় এই সিনেমাকে। এই সিনেমার মাধ্যমেও ফিল্মফেয়ারে সেরা অভিনেতার পুরস্কার জিতেছিলেন দিলীপ কুমার।
মশাল (১৯৮৪) : যশ চোপড়া পরিচালিত এই ছবিটিতে অভিনয় করেছিলেন অনিল কাপুর ও ওয়াহিদা রেহমান। এছাড়াও এতে দিলীপ কুমারকে দেখা গিয়েছিল।
কর্ম (১৯৮৬) : ‘কর্ম’ ছবিতে জুটি বেধে অভিনয় করেছিলেন সুভাষ ঘাই এবং দিলীপ কুমার। যেখানে প্রথমবারের মত এক সাথে কাজ করার পরও তাদের দুজনের জুটি ব্যাপক প্রসংশিত হয়েছিল।