ঢাকা ০৪:০৫ অপরাহ্ন, সোমবার, ১৯ মে ২০২৫

ডেলের ড্রাইভারে ত্রুটি, আক্রান্ত কোটি পিসি

  • আপডেট সময় : ১০:০০:৫০ পূর্বাহ্ন, শনিবার, ৮ মে ২০২১
  • ১০৭ বার পড়া হয়েছে


প্রযুক্তি ডেস্ক : ডেল ২০০৯ সাল থেকে এক ফার্মওয়্যার আপডেট ড্রাইভার দিচ্ছিল গ্রাহকদের। সেনটিনেল ল্যাবসের নিরাপত্তা গবেষকদের মতে ওই আপডেটে ‘পাঁচটি উচ্চ মাত্রার ত্রুটি’ ছিল।
ত্রুটির কারণে আক্রান্ত হয়েছে কোটি কোটি পিসি। ডেল অবশ্য কিছুদিন আগে নিরাপত্তা প্যাচ নিয়ে এসেছে ওই সমস্যা সারাইয়ে। নিরাপত্তা প্যাচ আনার খবরটি উঠে এসেছে এক ডেল সুরক্ষা উপদেশ আপডেটে। এনগ্যাজেটের প্রতিবেদন বলছে, ত্রুটিটি মূলত পাঁচটি ত্রুটির একটি সংযোগ। ডিবিইউটিল নামের এক ফাইলে ছিল ত্রুটিটি। চারটি ত্রুটি অব্যাহতি বৃদ্ধি এবং একটি ডিনায়াল অফ সার্ভিসের সমস্যা তৈরি করত। ত্রুটির কারণে ডেলের ৩৮০টি মডেল আক্রান্ত হয়েছে। প্রতিষ্ঠানটির সর্বশেষ অ্যালিয়েনওয়্যার ডেস্কটপ এবং ডেল ল্যাপটপও আক্রান্ত ডিভাইসের তালিকায় রয়েছে। সমর্থন ছাড়া যে কোনো ডেল কম্পিউটার এ তালিকায় থাকতে পারে বলে উঠে এসেছে এনগ্যাজেটের প্রতিবেদনে। হ্যাকাররা ত্রুটিটির সুযোগ নিয়েছে এমন কোনো প্রমাণ মেলেনি এখনও। ডেলের এফএকিউ বলছে, ত্রুটিটির সুযোগ নেওয়ার জন্য আক্রান্ত ডিভাইসে ফিশিং বা অন্য কোনো পন্থায় স্থানীয় প্রবেশাধিকারের প্রয়োজন পড়বে হ্যাকার বা আক্রমণকারীর। এ ছাড়াও ত্রুটিযুক্ত ফার্মওয়্যারটিতে আপডেট করা না হয়ে থাকলে পিসি আক্রান্ত হবে না। সেনটিনেল ল্যাবসের গবেষকরা ত্রুটির ব্যাপারে কারিগরি তথ্য দিলেও এ ব্যাপারে বিস্তারিত জানাননি। মূলত ব্যবহারকারীদের নিরাপত্তা প্যাচ ব্যবহারের সময় দিচ্ছেন তারা।

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : [email protected]
আপলোডকারীর তথ্য

ডেলের ড্রাইভারে ত্রুটি, আক্রান্ত কোটি পিসি

আপডেট সময় : ১০:০০:৫০ পূর্বাহ্ন, শনিবার, ৮ মে ২০২১


প্রযুক্তি ডেস্ক : ডেল ২০০৯ সাল থেকে এক ফার্মওয়্যার আপডেট ড্রাইভার দিচ্ছিল গ্রাহকদের। সেনটিনেল ল্যাবসের নিরাপত্তা গবেষকদের মতে ওই আপডেটে ‘পাঁচটি উচ্চ মাত্রার ত্রুটি’ ছিল।
ত্রুটির কারণে আক্রান্ত হয়েছে কোটি কোটি পিসি। ডেল অবশ্য কিছুদিন আগে নিরাপত্তা প্যাচ নিয়ে এসেছে ওই সমস্যা সারাইয়ে। নিরাপত্তা প্যাচ আনার খবরটি উঠে এসেছে এক ডেল সুরক্ষা উপদেশ আপডেটে। এনগ্যাজেটের প্রতিবেদন বলছে, ত্রুটিটি মূলত পাঁচটি ত্রুটির একটি সংযোগ। ডিবিইউটিল নামের এক ফাইলে ছিল ত্রুটিটি। চারটি ত্রুটি অব্যাহতি বৃদ্ধি এবং একটি ডিনায়াল অফ সার্ভিসের সমস্যা তৈরি করত। ত্রুটির কারণে ডেলের ৩৮০টি মডেল আক্রান্ত হয়েছে। প্রতিষ্ঠানটির সর্বশেষ অ্যালিয়েনওয়্যার ডেস্কটপ এবং ডেল ল্যাপটপও আক্রান্ত ডিভাইসের তালিকায় রয়েছে। সমর্থন ছাড়া যে কোনো ডেল কম্পিউটার এ তালিকায় থাকতে পারে বলে উঠে এসেছে এনগ্যাজেটের প্রতিবেদনে। হ্যাকাররা ত্রুটিটির সুযোগ নিয়েছে এমন কোনো প্রমাণ মেলেনি এখনও। ডেলের এফএকিউ বলছে, ত্রুটিটির সুযোগ নেওয়ার জন্য আক্রান্ত ডিভাইসে ফিশিং বা অন্য কোনো পন্থায় স্থানীয় প্রবেশাধিকারের প্রয়োজন পড়বে হ্যাকার বা আক্রমণকারীর। এ ছাড়াও ত্রুটিযুক্ত ফার্মওয়্যারটিতে আপডেট করা না হয়ে থাকলে পিসি আক্রান্ত হবে না। সেনটিনেল ল্যাবসের গবেষকরা ত্রুটির ব্যাপারে কারিগরি তথ্য দিলেও এ ব্যাপারে বিস্তারিত জানাননি। মূলত ব্যবহারকারীদের নিরাপত্তা প্যাচ ব্যবহারের সময় দিচ্ছেন তারা।