স্বাস্থ্য ও পরিচর্যা ডেস্ক : অতিরিক্ত কোলেস্টেরল শরীরের জন্য ভালো নয়। একথা সত্য, আমাদের শরীরের শরীরে ভালো ও খারাপ দু ধরনের কোলেস্টেরল পাওয়া যায়। খারাপ কোলেস্টেরল রক্তনালির মধ্যে জমে হৃদরোগের কারণ হয়ে দাঁড়াতে পারে। কিন্তু ভালো ও খারাপ কোলেস্টেরল শনাক্ত করার পদ্ধতি বুঝতে পারলে সমস্যা হওয়ার কথা না। চলুন জেনে নেই রক্তে কোলেস্টেরল বাড়লে যেসব সমস্যা হতে পারে:
- পায়ের ধমনিতে কোলেস্টেরল জমলে রক্ত চলাচলে নানা সমস্যা হতে পারে। এজন্য পায়ের পেশিতে টান লাগে এবং হাঁটাচলাতেও সমস্যা হয়।
- বিশ্রাম নিলে ব্যথা বাড়ে। চলতে গেলে পায়ের পেশিতে টান বাড়ে। আবার পায়ের লোমও উঠে যেতে পারে।
- ত্বকের রঙ গাঢ় হয়ে যেতে শুরু করে।
- চোখের পাতায় হলদেটে ভাব দেখা দিতে শুরু করে।