ঢাকা ০১:২৪ অপরাহ্ন, শুক্রবার, ২৮ নভেম্বর ২০২৫

তুরস্ক ও সিরিয়ার জন্য মন পুড়ছে মাশরাফিদের

  • আপডেট সময় : ০১:৩৫:৪৯ অপরাহ্ন, বুধবার, ৮ ফেব্রুয়ারী ২০২৩
  • ১৪৩ বার পড়া হয়েছে

ক্রীড়া ডেস্ক : সিরিয়া ও তুরস্কে থামছে না মৃত্যুর মিছিল। দুই দেশে প্রাণঘাতী ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে প্রায় ৮ হাজার। ভূমিকম্পে বিপর্যস্ত দুটি দেশের বিপদগ্রস্ত মানুষের জন্য প্রার্থনায় বিপিএলে এক মিনিট নীরবতা পালন করেছেন সিলেট ও খুলনার ক্রিকেটাররা। গতকাল বুধবার (৮ ফেব্রুয়ারি) দুপুর দেড়টায় সিলেট স্ট্রাইকার্স ও খুলনা টাইগার্স বিপিএলের ৩৯তম ম্যাচে মাঠে নেমেছে। ম্যাচ শুরুর আগে দুই দলের ক্রিকেটার, ম্যাচ অফিসিয়াল ও দর্শকরা দাঁড়িয়ে এক মিনিট নীরবতা পালন করেন। জায়ান্ট স্ক্রিনে ভেসে ওঠে হৃদয়স্পর্শী সেসব ঘটনার ছবি। আরও ভেসে ভেসে ওঠে, ‘তুরস্ক ও সিরিয়ার জন্য আমাদের মন পুড়ছে।’ গত সোমবার (৬ ফেব্রুয়ারি) ভোর ৪টা ১৭ মিনিটে তুরস্ক ও সিরিয়া সীমান্তবর্তী অঞ্চলে আঘাত হানে শক্তিশালী ভূমিকম্প। রিখটার স্কেলে ভূমিকম্পটির মাত্রা ছিল ৭ দশমিক ৮। এরপর থেকে দফায় দফায় আরও কয়েকবার ভূমিকম্প হয়েছে। প্রায় ৮ হাজার মানুষ মারা যাওয়ার পাশাপাশি আড়াই কোটিরও বেশি মানুষ এতে ক্ষতিগ্রস্ত হয়েছে। ভূমিকম্পে দুটি দেশেই হাজার হাজার ভবন ধসে পড়েছে এবং ধ্বংসস্তূপের নিচে আটকে পড়া মানুষদের বাঁচাতে উদ্ধারকর্মীরা প্রাণপণ প্রচেষ্টা চালাচ্ছেন। বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলেছে, ভূমিকম্পে উভয় দেশে ক্ষতিগ্রস্ত মানুষের সংখ্যা ২৩ মিলিয়ন ছাড়িয়ে যেতে পারে। এছাড়া সংস্থাটির পূর্বাভাসে সতর্ক করে বলা হয়েছে, নিহতের সংখ্যা ২০ হাজার ছাড়ানোর আশঙ্কা রয়েছে। ভূমিকম্পে উদ্ধার কাজে সহযোগিতার জন্য তুরস্ক ও সিরিয়ার পাশে দাঁড়িয়েছে বিশ্বের বিভিন্ন দেশ ও সংস্থা।

ট্যাগস :

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : prottashasmf@yahoo.com
আপলোডকারীর তথ্য

তুরস্ক ও সিরিয়ার জন্য মন পুড়ছে মাশরাফিদের

আপডেট সময় : ০১:৩৫:৪৯ অপরাহ্ন, বুধবার, ৮ ফেব্রুয়ারী ২০২৩

ক্রীড়া ডেস্ক : সিরিয়া ও তুরস্কে থামছে না মৃত্যুর মিছিল। দুই দেশে প্রাণঘাতী ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে প্রায় ৮ হাজার। ভূমিকম্পে বিপর্যস্ত দুটি দেশের বিপদগ্রস্ত মানুষের জন্য প্রার্থনায় বিপিএলে এক মিনিট নীরবতা পালন করেছেন সিলেট ও খুলনার ক্রিকেটাররা। গতকাল বুধবার (৮ ফেব্রুয়ারি) দুপুর দেড়টায় সিলেট স্ট্রাইকার্স ও খুলনা টাইগার্স বিপিএলের ৩৯তম ম্যাচে মাঠে নেমেছে। ম্যাচ শুরুর আগে দুই দলের ক্রিকেটার, ম্যাচ অফিসিয়াল ও দর্শকরা দাঁড়িয়ে এক মিনিট নীরবতা পালন করেন। জায়ান্ট স্ক্রিনে ভেসে ওঠে হৃদয়স্পর্শী সেসব ঘটনার ছবি। আরও ভেসে ভেসে ওঠে, ‘তুরস্ক ও সিরিয়ার জন্য আমাদের মন পুড়ছে।’ গত সোমবার (৬ ফেব্রুয়ারি) ভোর ৪টা ১৭ মিনিটে তুরস্ক ও সিরিয়া সীমান্তবর্তী অঞ্চলে আঘাত হানে শক্তিশালী ভূমিকম্প। রিখটার স্কেলে ভূমিকম্পটির মাত্রা ছিল ৭ দশমিক ৮। এরপর থেকে দফায় দফায় আরও কয়েকবার ভূমিকম্প হয়েছে। প্রায় ৮ হাজার মানুষ মারা যাওয়ার পাশাপাশি আড়াই কোটিরও বেশি মানুষ এতে ক্ষতিগ্রস্ত হয়েছে। ভূমিকম্পে দুটি দেশেই হাজার হাজার ভবন ধসে পড়েছে এবং ধ্বংসস্তূপের নিচে আটকে পড়া মানুষদের বাঁচাতে উদ্ধারকর্মীরা প্রাণপণ প্রচেষ্টা চালাচ্ছেন। বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলেছে, ভূমিকম্পে উভয় দেশে ক্ষতিগ্রস্ত মানুষের সংখ্যা ২৩ মিলিয়ন ছাড়িয়ে যেতে পারে। এছাড়া সংস্থাটির পূর্বাভাসে সতর্ক করে বলা হয়েছে, নিহতের সংখ্যা ২০ হাজার ছাড়ানোর আশঙ্কা রয়েছে। ভূমিকম্পে উদ্ধার কাজে সহযোগিতার জন্য তুরস্ক ও সিরিয়ার পাশে দাঁড়িয়েছে বিশ্বের বিভিন্ন দেশ ও সংস্থা।