প্রত্যাশা ডেস্ক : মার্কিন প্রযুক্তি প্রতিষ্ঠান অ্যাপলের তৈরি প্রথম প্রজন্মের আইফোন বাজারে এসেছিল ২০০৭ সালে। ওই সময়কার আনকোরা একটি আইফোন আজ বৃহস্পতিবার নিলামে তুলতে যাচ্ছে মার্কিন নিলামকারী প্রতিষ্ঠান এলসিজি অকশনস। ধারণা করা হচ্ছে, আইফোনটির দাম হতে পারে প্রায় ৫৪ লাখ ১৭ হাজার টাকা (৫০ হাজার মার্কিন ডলার)।
অ্যাপলের প্রথম প্রজন্মের আইফোন যখন বাজারে এসেছিল, এর দাম ছিল ৫৯৯ মার্কিন ডলার। সাড়ে তিন ইঞ্চি মাপের ডিসপ্লেযুক্ত ফোনটিতে ২ মেগাপিক্সেল ক্যামেরা, মডেলভেদে ৪ বা ৮ গিগাবাইট তথ্য রাখার সুবিধা, ইন্টারনেট ও আইটিউনস ব্যবহারের সুবিধা ছিল। তবে এতে কোনো অ্যাপ স্টোর ছিল না। টুজি নেটওয়ার্ক সমর্থন করত এটি।
কসমেটিক ট্যাটু শিল্পী ক্যারেন গ্রিন ৮ গিগাবাইট মডেলের একটি আইফোন উপহার পেয়েছিলেন। ২০১৯ সালের ‘দ্য ডক্টর অ্যান্ড দ্য ডিভা’ অনুষ্ঠানে তাঁর দেওয়া তথ্য অনুযায়ী, আইফোনটি উপহার পাওয়ার পর তিনি এত দিনেও এর প্যাকেট খোলেননি। ওই সময় টেলিভিশন অনুষ্ঠানে আইফোনটির দাম পাঁচ হাজার মার্কিন ডলার হতে পারে বলে তথ্য দেওয়া হয়। এরপর গত অক্টোবরে অন্য আরেকটি আনকোরা আইফোন এলসিজি নিলামে তোলে। সেটি ৩৯ হাজার মার্কিন ডলারে বিক্রি হয়েছিল। এবার এলসিজি গ্রিনের আইফোনটি নিলামে তুলছে। নিলামের দাম শুরু হচ্ছে ২ হাজার ৫০০ মার্কিন ডলার থেকে। সিএনএন জানায়, বিশ্বের কোটি কোটি মানুষের যোগাযোগ, অর্থ লেনদেন, কাজের ধরন, ছবি তোলা, সকালে ঘুম থেকে ওঠার মতো জীবনধারা বদলে দিয়েছে আইফোন। অ্যাপলের এই যন্ত্রটি কয়েক ডজন শিল্পের ইতি টেনেছে। এর মধ্যে রয়েছে ক্যামকর্ডার, এমপিথ্রি প্লেয়ার, ফ্লিপ ফোন।
আজ নিলামে উঠছে প্রথম প্রজন্মের আইফোন
ট্যাগস :
জনপ্রিয় সংবাদ


























