ঢাকা ০৩:৪৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৭ নভেম্বর ২০২৫

শবনম ফারিয়া একজন ফুর্তিবাজ শিল্পী

  • আপডেট সময় : ১২:০২:১৫ অপরাহ্ন, বুধবার, ৮ ফেব্রুয়ারী ২০২৩
  • ১২৫ বার পড়া হয়েছে

বিনোদন প্রতিবেদক : নাগরিক জীবনের চেনা-অচেনা গল্পের ভিড় থেকে কয়েক টুকরো খুঁজে নিলেন নির্মাতা গৌতম কৈরী। এরপর বানালেন ‘আন্তঃনগর’ নামের সিনেমা। গত মঙ্গলবার (৭ ফেব্রুয়ারি) পোস্টার প্রকাশের মধ্য দিয়ে ছবিটির ঘোষণা দেওয়া হয়েছে। এই ‘আন্তঃনগর’-এ যাত্রী হয়েছেন শ্যামল মাওলা, রুনা খান, সোহেল ম-ল, শবনম ফারিয়া, আশীষ খন্দকার, প্রান্তর দস্তিদার, নিদ্রা নেহা প্রমুখ। ইতোমধ্যে ছবিটির শুটিং শেষ। সম্পাদনা শেষে শিগগিরই দেখা যাবে ওটিটি প্ল্যাটফর্ম চরকিতে। এতে একজন সিএনজি চালকের ভূমিকায় অভিনয় করেছেন শ্যামল মাওলা। তিনি বলেন, “আন্তঃনগর’-এ কাজ অভিনয় করাটা একটু কঠিন ছিল আমার জন্য। কেননা প্রতিদিন সিএনজি চালাতে হয়েছে। সিএনজি চালাতে চালাতে হাতে ফোসকা পরে গেছে। সেই সঙ্গে অভিনয়; সব মিলিয়ে একটা মিশ্র পরিস্থিতি। এই সিনেমার গল্প বলার থেকে দেখতে বেশি ভালো লাগবে। কারণ কাজটা বেশ মৌলিক।” ছবিটিতে স্বামী-স্ত্রীর ভূমিকায় থাকছেন সোহেল ম-ল ও শবনম ফারিয়া। একে-অপরের সঙ্গে কাজের অভিজ্ঞতা শেয়ার করলেন আনন্দচিত্তে। ম-লের ভাষ্য, ‘শবনম ফারিয়া একজন ফুর্তিবাজ শিল্পী, তাই দারুণ কেটেছে কাজের সময়টা। আর এটা আমাদের চারপাশের মানুষের গল্প। প্রেম, দ্রোহ, থ্রিল সব বিষয় আছে। দারুণ একটি গল্প।’ শবনম ফারিয়া অনুভূতি এরকম, ‘এই সিনেমায় যারা আছেন, সবার সঙ্গেই আগে কাজের অভিজ্ঞতা ছিলো। রুনা আপার সঙ্গে সিরিয়ালে দীর্ঘ সময় কাজ করেছি। শ্যামল দা, সোহল ভাই সবাই পছন্দের মানুষ। তাই তাদের সঙ্গে কাজের অভিজ্ঞতা দারুণ। তা ছাড়া ছবিটির গল্প নারীদের জীবন যুদ্ধ নিয়ে। এটা আমাদের খুব কাছের। কাজটা নিয়ে আমার অনেক প্রত্যাশা।’ নির্মাতা গৌতম কৈরী জানান, ‘আন্তঃনগর’ তার প্রথম সিনেমা। তাই প্রত্যাশার পারদও উঁচুতে। বললেন, “প্রথম সিনেমা, সেজন্য মিশ্র অনুভূতির মধ্যে আছি। ‘আন্তঃনগর’-এ সকল অভিনয়শিল্পী নিজেদের সর্বোচ্চটুকু দিয়ে কাজ করেছেন। গল্পের মধ্যে আমরা এক শহর থেকে অন্য শহরে, এক জীবন থেকে অন্য জীবনে প্রবেশ করেছি। আশা করছি ভিন্ন কিছুই পাবেন দর্শক।’

ট্যাগস :

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : prottashasmf@yahoo.com
আপলোডকারীর তথ্য

শবনম ফারিয়া একজন ফুর্তিবাজ শিল্পী

আপডেট সময় : ১২:০২:১৫ অপরাহ্ন, বুধবার, ৮ ফেব্রুয়ারী ২০২৩

বিনোদন প্রতিবেদক : নাগরিক জীবনের চেনা-অচেনা গল্পের ভিড় থেকে কয়েক টুকরো খুঁজে নিলেন নির্মাতা গৌতম কৈরী। এরপর বানালেন ‘আন্তঃনগর’ নামের সিনেমা। গত মঙ্গলবার (৭ ফেব্রুয়ারি) পোস্টার প্রকাশের মধ্য দিয়ে ছবিটির ঘোষণা দেওয়া হয়েছে। এই ‘আন্তঃনগর’-এ যাত্রী হয়েছেন শ্যামল মাওলা, রুনা খান, সোহেল ম-ল, শবনম ফারিয়া, আশীষ খন্দকার, প্রান্তর দস্তিদার, নিদ্রা নেহা প্রমুখ। ইতোমধ্যে ছবিটির শুটিং শেষ। সম্পাদনা শেষে শিগগিরই দেখা যাবে ওটিটি প্ল্যাটফর্ম চরকিতে। এতে একজন সিএনজি চালকের ভূমিকায় অভিনয় করেছেন শ্যামল মাওলা। তিনি বলেন, “আন্তঃনগর’-এ কাজ অভিনয় করাটা একটু কঠিন ছিল আমার জন্য। কেননা প্রতিদিন সিএনজি চালাতে হয়েছে। সিএনজি চালাতে চালাতে হাতে ফোসকা পরে গেছে। সেই সঙ্গে অভিনয়; সব মিলিয়ে একটা মিশ্র পরিস্থিতি। এই সিনেমার গল্প বলার থেকে দেখতে বেশি ভালো লাগবে। কারণ কাজটা বেশ মৌলিক।” ছবিটিতে স্বামী-স্ত্রীর ভূমিকায় থাকছেন সোহেল ম-ল ও শবনম ফারিয়া। একে-অপরের সঙ্গে কাজের অভিজ্ঞতা শেয়ার করলেন আনন্দচিত্তে। ম-লের ভাষ্য, ‘শবনম ফারিয়া একজন ফুর্তিবাজ শিল্পী, তাই দারুণ কেটেছে কাজের সময়টা। আর এটা আমাদের চারপাশের মানুষের গল্প। প্রেম, দ্রোহ, থ্রিল সব বিষয় আছে। দারুণ একটি গল্প।’ শবনম ফারিয়া অনুভূতি এরকম, ‘এই সিনেমায় যারা আছেন, সবার সঙ্গেই আগে কাজের অভিজ্ঞতা ছিলো। রুনা আপার সঙ্গে সিরিয়ালে দীর্ঘ সময় কাজ করেছি। শ্যামল দা, সোহল ভাই সবাই পছন্দের মানুষ। তাই তাদের সঙ্গে কাজের অভিজ্ঞতা দারুণ। তা ছাড়া ছবিটির গল্প নারীদের জীবন যুদ্ধ নিয়ে। এটা আমাদের খুব কাছের। কাজটা নিয়ে আমার অনেক প্রত্যাশা।’ নির্মাতা গৌতম কৈরী জানান, ‘আন্তঃনগর’ তার প্রথম সিনেমা। তাই প্রত্যাশার পারদও উঁচুতে। বললেন, “প্রথম সিনেমা, সেজন্য মিশ্র অনুভূতির মধ্যে আছি। ‘আন্তঃনগর’-এ সকল অভিনয়শিল্পী নিজেদের সর্বোচ্চটুকু দিয়ে কাজ করেছেন। গল্পের মধ্যে আমরা এক শহর থেকে অন্য শহরে, এক জীবন থেকে অন্য জীবনে প্রবেশ করেছি। আশা করছি ভিন্ন কিছুই পাবেন দর্শক।’