ঢাকা ০৯:১৮ পূর্বাহ্ন, বুধবার, ২৬ নভেম্বর ২০২৫

মরদেহ বা কাউকে জীবিত পেলেই আল্লাহু আকবার ধ্বনি

  • আপডেট সময় : ০১:৫৮:৪২ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ ফেব্রুয়ারী ২০২৩
  • ১৩০ বার পড়া হয়েছে

বিদেশের খবর ডেস্ক : শক্তিশালী ভূমিকম্পে বিধ্বস্ত তুরস্ক ও সিরিয়া। হাজার হাজার ভবন ধসে পড়েছে। ধ্বংসস্তূপে পরিণত হয়েছে দুই দেশের কয়েকটি শহর। একের পর এক মরদেহ উদ্ধার করা হচ্ছে। জীবিতও উদ্ধার পাচ্ছেন অনেকে। ভূমিকম্পে ক্ষয়ক্ষতির শিকার হয়েছে আদানা নামে তুরস্কের একটি শহর। এই শহরে ভারী যন্ত্রাদি নিয়ে রাতভর উদ্ধারকর্মীরা উদ্ধারকাজ চালিয়ে যান। ফ্ল্যাশ লাইট নিয়ে ধসে পড়া ভবনের নিচে চাপা পড়া লোকজনকে খোঁজা হয়। উদ্ধারকারীরা জীবিত বা কারো মরদেহ উদ্ধার করতে পারলেই মাঝে মাঝে উদ্ধারকাজ বন্ধ থাকে কিছুক্ষণ। আল্লাহু আকবার ধ্বনিত হয় চারদিকে। দক্ষিণাঞ্চলের এই শহরে তুরস্কের পাশাপাশি আন্তর্জাতিক বিভিন্ন দল উদ্ধারচেষ্টা চালিয়ে যাচ্ছে। এই শহর আশ্রয়হীন লোকজনে ভর্তি হয়ে গেছে। যারা বাড়ি ছেড়েছেন, তারা ভূমিকম্পের পর কম্পনের ভয়ে ফিরে যেতে ভয় পাচ্ছেন। সোমবার ভোরের দিকে ৭ দশমিক ৮ মাত্রার ভূমিকম্পটি আঘাত হানে। পরে দুপুরের দিকে ৭ দশমিক ৬ মাত্রার আরও একটি ভূমিকম্প আঘাত হানে। প্রথম ভূমিকম্পের পর তুরস্ক ও সিরিয়ায় কয়েক হাজার মানুষ হতাহত হয়। ভূমিকম্পের পর লোকজন তাড়াহুড়ো করে বাড়ি ছাড়তে শুরু করে। সঙ্গে শুধু জুতা, কোট আর ফোনের চার্জার নিয়েই অনেকে বের হয়ে যান। হিমশীতল তাপমাত্রায় ঘরছাড়া লোকজন কষ্টে দিনযাপন করছেন।

ট্যাগস :

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : prottashasmf@yahoo.com
আপলোডকারীর তথ্য

আগুনে সব হারিয়ে আহাজারি কড়াইলে বস্তিবাসীর, খোলা মাঠে আশ্রয়

মরদেহ বা কাউকে জীবিত পেলেই আল্লাহু আকবার ধ্বনি

আপডেট সময় : ০১:৫৮:৪২ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ ফেব্রুয়ারী ২০২৩

বিদেশের খবর ডেস্ক : শক্তিশালী ভূমিকম্পে বিধ্বস্ত তুরস্ক ও সিরিয়া। হাজার হাজার ভবন ধসে পড়েছে। ধ্বংসস্তূপে পরিণত হয়েছে দুই দেশের কয়েকটি শহর। একের পর এক মরদেহ উদ্ধার করা হচ্ছে। জীবিতও উদ্ধার পাচ্ছেন অনেকে। ভূমিকম্পে ক্ষয়ক্ষতির শিকার হয়েছে আদানা নামে তুরস্কের একটি শহর। এই শহরে ভারী যন্ত্রাদি নিয়ে রাতভর উদ্ধারকর্মীরা উদ্ধারকাজ চালিয়ে যান। ফ্ল্যাশ লাইট নিয়ে ধসে পড়া ভবনের নিচে চাপা পড়া লোকজনকে খোঁজা হয়। উদ্ধারকারীরা জীবিত বা কারো মরদেহ উদ্ধার করতে পারলেই মাঝে মাঝে উদ্ধারকাজ বন্ধ থাকে কিছুক্ষণ। আল্লাহু আকবার ধ্বনিত হয় চারদিকে। দক্ষিণাঞ্চলের এই শহরে তুরস্কের পাশাপাশি আন্তর্জাতিক বিভিন্ন দল উদ্ধারচেষ্টা চালিয়ে যাচ্ছে। এই শহর আশ্রয়হীন লোকজনে ভর্তি হয়ে গেছে। যারা বাড়ি ছেড়েছেন, তারা ভূমিকম্পের পর কম্পনের ভয়ে ফিরে যেতে ভয় পাচ্ছেন। সোমবার ভোরের দিকে ৭ দশমিক ৮ মাত্রার ভূমিকম্পটি আঘাত হানে। পরে দুপুরের দিকে ৭ দশমিক ৬ মাত্রার আরও একটি ভূমিকম্প আঘাত হানে। প্রথম ভূমিকম্পের পর তুরস্ক ও সিরিয়ায় কয়েক হাজার মানুষ হতাহত হয়। ভূমিকম্পের পর লোকজন তাড়াহুড়ো করে বাড়ি ছাড়তে শুরু করে। সঙ্গে শুধু জুতা, কোট আর ফোনের চার্জার নিয়েই অনেকে বের হয়ে যান। হিমশীতল তাপমাত্রায় ঘরছাড়া লোকজন কষ্টে দিনযাপন করছেন।