বিদেশের খবর ডেস্ক : ভূমিকম্পে তুরস্ক ও সিরিয়ায় কয়েক হাজার শিশু নিহত হওয়ার আশঙ্কা রয়েছে বলে জানিয়েছে জাতিসংঘের শিশু সংস্থা। গতকাল মঙ্গলবার জেনেভায় সাংবাদিকদের এক ব্রিফিংয়ে ইউনিসেফের মুখপাত্র জেমস এল্ডার এ তথ্য জানান। তিনি বলেন, সংস্থাটি বর্তমানে নিহত শিশুদের নির্দিষ্ট সংখ্যা নির্ধারণ করতে সক্ষম হয়নি। সিরিয়া ও তুরস্ক উভয় জায়গায় অনেক পরিবার তাদের সন্তানদের খোঁজ করছে। আবার এমন অনেক শিশুকে ধ্বংসস্তূপ থেকে বের করে আনা হয়েছে, যাদের পরিবারের অন্যান্য সদস্যরা মারা গেছে।
এদিকে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) জানিয়েছে, ভূমিকম্পের বিপর্যয়ে দুই কোটি ৩০ লাখ মানুষ ক্ষতিগ্রস্ত হতে পারে। ডব্লিউএইচওর জ্যেষ্ঠ জরুরি কর্মকর্তা অ্যাডেলহেইড মার্শাং বলেছেন, ‘ক্ষতিগ্রস্ত এসব মানুষের মধ্য প্রায় ৫০ লাখ দুর্বল জনগোষ্ঠী রয়েছে। ’ ‘বিশাল অঞ্চলের বেসামরিক অবকাঠামো ও সম্ভাব্য স্বাস্থ্য অবকাঠামো ক্ষতিগ্রস্ত হয়েছে। প্রধানত তুরস্ক ও উত্তর-পশ্চিম সিরিয়ায়’- যোগ করেন মার্শাং।
ভূমিকম্পে কয়েক হাজার শিশু নিহত হওয়ার আশঙ্কা: ইউনিসেফ
ট্যাগস :
জনপ্রিয় সংবাদ