ঢাকা ১১:২৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৪ অগাস্ট ২০২৫

নারী আইপিএলের নিলাম ১৩ ফেব্রুয়ারি, টুর্নামেন্ট শুরু ৪ মার্চ

  • আপডেট সময় : ১০:৫৭:৩১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৭ ফেব্রুয়ারী ২০২৩
  • ৯৪ বার পড়া হয়েছে

ক্রীড়া ডেস্ক : বহুল কাঙ্ক্ষিত ওমেন্স প্রিমিয়ার লিগের (নারী আইপিএল) নিলাম হবে ১৩ ফেব্রুয়ারি। আর টুর্নামেন্ট শুরু হবে ৪ মার্চ, শেষ হবে ২৬ মার্চ ফাইনালের মধ্য দিয়ে। আইপিএলের চেয়ারম্যান অরুন ধুমাল টুর্নামেন্টের সূচির বিষয়ে নিশ্চিত করেছেন। ভারতীয় গণমাধ্যম ইন্ডিয়া টুডে এক প্রতিবেদনে বিষয়টি জানিয়েছে। ৫টি ফ্র্যাঞ্চাইজি নিয়ে অনুষ্ঠিত হবে ২২ দিনের এই টুর্নামেন্ট। এর আগে নিলামে ৫টি কোম্পানির কাছে ফ্রাঞ্চাইজি স্বত্ব বিক্রি করে ভারতীয় ক্রিকেট বোর্ড। এই নিলাম থেকে মোট ৪,৬৬৯.৯৯ কোটি টাকা পেয়েছে বিসিসিআই। সবচেয়ে বেশি টাকা দিয়ে দল কিনেছে আদানি স্পোর্টসলাইন। আহমেদাবাদ ফ্র্যাঞ্চাইজির মালিকানা নেওয়ার জন্য ১,২৮৯ কোটি টাকা খরচ করেছে আদানি স্পোর্টসলাইন। বাকি ৪ দলের মধ্যে ৩টির মালিকানা পেয়েছে আইপিএল ফ্র্যাঞ্চাইজি মুম্বাই ইন্ডিয়ান্স (৯১২.৯৯ কোটি টাকা), রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর (৯০১ কোটি টাকা) ও দিল্লি ক্যাপিটালস (৮১০ কোটি টাকা )। আর ৭৫৭ কোটি টাকা দিয়ে লখনউ ফ্র্যাঞ্চাইজি কিনেছে কেপ্রি গ্লোবাল হোল্ডিংস। নারী প্রিমিয়ার লিগের মিডিয়া স্বত্ব বিক্রি হয়েছে চওড়া দামে। মিডিয়া স্বত্ব থেকে ৯৫১ কোটি টাকা পেয়েছে বিসিসিআই।

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : [email protected]
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

নারী আইপিএলের নিলাম ১৩ ফেব্রুয়ারি, টুর্নামেন্ট শুরু ৪ মার্চ

আপডেট সময় : ১০:৫৭:৩১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৭ ফেব্রুয়ারী ২০২৩

ক্রীড়া ডেস্ক : বহুল কাঙ্ক্ষিত ওমেন্স প্রিমিয়ার লিগের (নারী আইপিএল) নিলাম হবে ১৩ ফেব্রুয়ারি। আর টুর্নামেন্ট শুরু হবে ৪ মার্চ, শেষ হবে ২৬ মার্চ ফাইনালের মধ্য দিয়ে। আইপিএলের চেয়ারম্যান অরুন ধুমাল টুর্নামেন্টের সূচির বিষয়ে নিশ্চিত করেছেন। ভারতীয় গণমাধ্যম ইন্ডিয়া টুডে এক প্রতিবেদনে বিষয়টি জানিয়েছে। ৫টি ফ্র্যাঞ্চাইজি নিয়ে অনুষ্ঠিত হবে ২২ দিনের এই টুর্নামেন্ট। এর আগে নিলামে ৫টি কোম্পানির কাছে ফ্রাঞ্চাইজি স্বত্ব বিক্রি করে ভারতীয় ক্রিকেট বোর্ড। এই নিলাম থেকে মোট ৪,৬৬৯.৯৯ কোটি টাকা পেয়েছে বিসিসিআই। সবচেয়ে বেশি টাকা দিয়ে দল কিনেছে আদানি স্পোর্টসলাইন। আহমেদাবাদ ফ্র্যাঞ্চাইজির মালিকানা নেওয়ার জন্য ১,২৮৯ কোটি টাকা খরচ করেছে আদানি স্পোর্টসলাইন। বাকি ৪ দলের মধ্যে ৩টির মালিকানা পেয়েছে আইপিএল ফ্র্যাঞ্চাইজি মুম্বাই ইন্ডিয়ান্স (৯১২.৯৯ কোটি টাকা), রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর (৯০১ কোটি টাকা) ও দিল্লি ক্যাপিটালস (৮১০ কোটি টাকা )। আর ৭৫৭ কোটি টাকা দিয়ে লখনউ ফ্র্যাঞ্চাইজি কিনেছে কেপ্রি গ্লোবাল হোল্ডিংস। নারী প্রিমিয়ার লিগের মিডিয়া স্বত্ব বিক্রি হয়েছে চওড়া দামে। মিডিয়া স্বত্ব থেকে ৯৫১ কোটি টাকা পেয়েছে বিসিসিআই।