ঢাকা ০৯:৪২ অপরাহ্ন, মঙ্গলবার, ০৮ জুলাই ২০২৫

বোথামের মতে- আইপিএল বেশিদিন টিকবে না!

  • আপডেট সময় : ১০:৪৭:৫৬ পূর্বাহ্ন, শনিবার, ৪ ফেব্রুয়ারী ২০২৩
  • ৯২ বার পড়া হয়েছে

ক্রীড়া ডেস্ক : ফ্র্যাঞ্চাইজি টি-টোয়েন্টি লিগগুলোর মাঝে নিঃসন্দেহে বিশ্বসেরা আইপিএল। জাঁকজমক আয়োজন, তারকাদের সমাবেশ আর প্রচুর টাকার ওড়াওড়ির কারণে এই লিগ খুবই জনপ্রিয়। অনেক ক্রিকেটার তো আইপিএলে খেলার জন্য জাতীয় দল ছাড়তেও রাজি। তবে আইপিএলের ভবিষ্যত নিয়ে সংশয় প্রকাশ করেছেন স্যার ইয়ান বোথাম। নতুন করে আবারও আইপিএলের বিরুদ্ধে মন্তব্য করলেন এই কিংবদন্তি ইংলিশ অল-রাউন্ডার। আইপিএলের কঠোর সমালোচকদের মধ্যে বোথাম অন্যতম। প্রায়ই তিনি এর সমালোচনা করেন। এবার তিনি টেস্ট ক্রিকেটের সঙ্গে আইপিএলের তুলনা টেনে বলেছেন, ‘ভারত সফরে যান, সেখানে টেস্ট ম্যাচ কেউ দেখতে আসে না, সেখানে ক্রিকেট মানেই আইপিএল। আইপিএলে সবাই প্রচুর অর্থ উপার্জন করছে, এটাও শুনতে বেশ লাগছে। কিন্তু এই আইপিএল কত দিন আবেদন ধরে রাখতে পারবে বলে সবাই মনে করে? টেস্ট ক্রিকেট শতবর্ষ ধরে আবেদন ধরে রেখেছে। কিন্তু আমি নিশ্চিত আইপিএল সেটা পারবে না।’ টেস্ট ক্রিকেটের ঐতিহ্য এখনো ধরে রেখেছে ইংল্যান্ড। সেখানকার মাঠগুলোতে টেস্ট ম্যাচ দেখতে এখনো প্রচুর দর্শক হয়। বোথাম আরও বলেন, ‘টেস্ট ক্রিকেট হারিয়ে গেলে ক্রিকেটই দুনিয়া থেকে হারিয়ে যাবে। ক্রিকেট খেলাটাই অর্থহীন হয়ে পড়বে। ক্রিকেটারদের উচিত, বেশি করে টেস্ট ম্যাচ খেলার স্বপ্ন দেখা। ইংল্যান্ডে আমরা অনেক বেশি ভাগ্যবান। কারণ, এখনো টেস্ট ম্যাচে স্টেডিয়ামের গ্যালারি ভরে যায়। অস্ট্রেলিয়াতে যান, সেখানেও ৭০–৮০ হাজার দর্শক টেস্ট ম্যাচ দেখে। এমনটা পৃথিবীর কোথাও পাবেন না।’

ট্যাগস :

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : [email protected]
আপলোডকারীর তথ্য

বোথামের মতে- আইপিএল বেশিদিন টিকবে না!

আপডেট সময় : ১০:৪৭:৫৬ পূর্বাহ্ন, শনিবার, ৪ ফেব্রুয়ারী ২০২৩

ক্রীড়া ডেস্ক : ফ্র্যাঞ্চাইজি টি-টোয়েন্টি লিগগুলোর মাঝে নিঃসন্দেহে বিশ্বসেরা আইপিএল। জাঁকজমক আয়োজন, তারকাদের সমাবেশ আর প্রচুর টাকার ওড়াওড়ির কারণে এই লিগ খুবই জনপ্রিয়। অনেক ক্রিকেটার তো আইপিএলে খেলার জন্য জাতীয় দল ছাড়তেও রাজি। তবে আইপিএলের ভবিষ্যত নিয়ে সংশয় প্রকাশ করেছেন স্যার ইয়ান বোথাম। নতুন করে আবারও আইপিএলের বিরুদ্ধে মন্তব্য করলেন এই কিংবদন্তি ইংলিশ অল-রাউন্ডার। আইপিএলের কঠোর সমালোচকদের মধ্যে বোথাম অন্যতম। প্রায়ই তিনি এর সমালোচনা করেন। এবার তিনি টেস্ট ক্রিকেটের সঙ্গে আইপিএলের তুলনা টেনে বলেছেন, ‘ভারত সফরে যান, সেখানে টেস্ট ম্যাচ কেউ দেখতে আসে না, সেখানে ক্রিকেট মানেই আইপিএল। আইপিএলে সবাই প্রচুর অর্থ উপার্জন করছে, এটাও শুনতে বেশ লাগছে। কিন্তু এই আইপিএল কত দিন আবেদন ধরে রাখতে পারবে বলে সবাই মনে করে? টেস্ট ক্রিকেট শতবর্ষ ধরে আবেদন ধরে রেখেছে। কিন্তু আমি নিশ্চিত আইপিএল সেটা পারবে না।’ টেস্ট ক্রিকেটের ঐতিহ্য এখনো ধরে রেখেছে ইংল্যান্ড। সেখানকার মাঠগুলোতে টেস্ট ম্যাচ দেখতে এখনো প্রচুর দর্শক হয়। বোথাম আরও বলেন, ‘টেস্ট ক্রিকেট হারিয়ে গেলে ক্রিকেটই দুনিয়া থেকে হারিয়ে যাবে। ক্রিকেট খেলাটাই অর্থহীন হয়ে পড়বে। ক্রিকেটারদের উচিত, বেশি করে টেস্ট ম্যাচ খেলার স্বপ্ন দেখা। ইংল্যান্ডে আমরা অনেক বেশি ভাগ্যবান। কারণ, এখনো টেস্ট ম্যাচে স্টেডিয়ামের গ্যালারি ভরে যায়। অস্ট্রেলিয়াতে যান, সেখানেও ৭০–৮০ হাজার দর্শক টেস্ট ম্যাচ দেখে। এমনটা পৃথিবীর কোথাও পাবেন না।’