ঢাকা ০১:৪৬ পূর্বাহ্ন, বুধবার, ৩০ জুলাই ২০২৫

রাজধানীতে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দম্পতির মৃত্যু

  • আপডেট সময় : ০১:২৩:৫৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ ফেব্রুয়ারী ২০২৩
  • ৮১ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক : রাজধানীর ভাটারায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে মারা গেছেন স্বামী-স্ত্রী। গতকাল বৃহস্পতিবার ভোরে এ বিস্ফোরণের ঘটনা ঘটে। মৃত দম্পতি হলেন- আব্দুল মজিদ শিকদার ও তাসলিমা বেগম। তাদের মরদেহ ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে রাখা হয়েছে।
ভাটারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল বাসার মোহাম্মদ আসাদুজ্জামান বলেন, ‘ভাটারা ১০০ ফিট সাইটনগর এলাকার ছয়তলা বিশিষ্ট নিজস্ব বাড়ির তৃতীয় তলায় এই দম্পতি বসবাস করতেন। ভোরে রান্নার জন্য গ্যাসের চুলা জ্বালাতে গিয়েছিলেন আব্দুল মজিদ। সিলিন্ডারে সম্ভবত লিকেজ ছিল। চুলা জ্বালানোর সময় আগুন ছড়িয়ে পড়ে সিলিন্ডার বিস্ফোরণ হয়। এতে আব্দুল মজিদ শিকদার দগ্ধ হন। এ সময় স্বামীকে বাঁচাতে গিয়ে তাসলিমা বেগমও দগ্ধ হন। এতে ঘটনাস্থলেই দুইজনের মৃত্যু হয়।’
মরদেহ শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে বলে জানান ওসি আবুল বাসার মোহাম্মদ আসাদুজ্জামান। এ ঘটনায় মামলা হবে বলেও জানান তিনি।

ট্যাগস :

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : [email protected]
আপলোডকারীর তথ্য

গভীর সংস্কার না করলে স্বৈরাচার ফিরে আসবে

রাজধানীতে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দম্পতির মৃত্যু

আপডেট সময় : ০১:২৩:৫৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ ফেব্রুয়ারী ২০২৩

নিজস্ব প্রতিবেদক : রাজধানীর ভাটারায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে মারা গেছেন স্বামী-স্ত্রী। গতকাল বৃহস্পতিবার ভোরে এ বিস্ফোরণের ঘটনা ঘটে। মৃত দম্পতি হলেন- আব্দুল মজিদ শিকদার ও তাসলিমা বেগম। তাদের মরদেহ ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে রাখা হয়েছে।
ভাটারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল বাসার মোহাম্মদ আসাদুজ্জামান বলেন, ‘ভাটারা ১০০ ফিট সাইটনগর এলাকার ছয়তলা বিশিষ্ট নিজস্ব বাড়ির তৃতীয় তলায় এই দম্পতি বসবাস করতেন। ভোরে রান্নার জন্য গ্যাসের চুলা জ্বালাতে গিয়েছিলেন আব্দুল মজিদ। সিলিন্ডারে সম্ভবত লিকেজ ছিল। চুলা জ্বালানোর সময় আগুন ছড়িয়ে পড়ে সিলিন্ডার বিস্ফোরণ হয়। এতে আব্দুল মজিদ শিকদার দগ্ধ হন। এ সময় স্বামীকে বাঁচাতে গিয়ে তাসলিমা বেগমও দগ্ধ হন। এতে ঘটনাস্থলেই দুইজনের মৃত্যু হয়।’
মরদেহ শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে বলে জানান ওসি আবুল বাসার মোহাম্মদ আসাদুজ্জামান। এ ঘটনায় মামলা হবে বলেও জানান তিনি।