ঢাকা ০২:১০ অপরাহ্ন, রবিবার, ০৩ অগাস্ট ২০২৫

সিঁধ কেটে মা ও দুই সন্তানকে কুপিয়েছে দুর্বৃত্তরা

  • আপডেট সময় : ১২:৫৩:০৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ ফেব্রুয়ারী ২০২৩
  • ১০৭ বার পড়া হয়েছে

ব্রাহ্মণবাড়িয়া সংবাদদাতা : ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে সিঁধ কেটে ঘরে ডুকে মা ও দুই শিশুকে এলোপাতাড়ি কুপিয়েছে দুর্বৃত্তরা। গতকাল বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টার দিকে আশুগঞ্জ উপজেলার শরীফপুর ইউনিয়নের খোলাপাড়া গ্রামের স্থানীয়রা অচেতন অবস্থায় তাদের উদ্ধার করে জেলা সদর হাসপাতালে পাঠায়। ইউনিয়ন পরিষদের ৬ নম্বর ওয়ার্ড সদস্য আব্দুর রউফ এ তথ্য জানান। আহতরা হলেন, ইটভাটা শ্রমিক মনির হোসেনের স্ত্রী আকলিমা (৩৫), তার দুই সন্তান মোহাম্মদ (৮) ও মারিয়া (৬)। ইউপি সদস্য আব্দুর রউফ জানান, গ্রামের অন্যান্য বাড়িঘর থেকে মনির মিয়ার বাড়িটি কিছুটা নীরব এলাকায় আলাদা জমিতে। বাড়িতে চারচালা টিনের ঘর ও কাচা মেঝে আছে। ইট তৈরির মৌসুম থাকায় মনির ইটভাটায়, আর বাড়িতে শুধু তার স্ত্রী ও দুই ছেলে মেয়ে ছিলেন। বুধবার রাতে কোনো এক সময় ঘরের সিঁধ কেটে ঘরে ডুকে দুর্বৃত্তরা। তারা মনিরের স্ত্রী ও দুই শিশু সন্তানকে এলোপাতাড়ি কুপিয়ে রেখে যায়। মেম্বার জানান, “সকালে এলাকাবাসীর কাছ খবর পেয়ে এসে দেখি তিনজন রক্তাক্ত ও অচেতন অবস্থায় বিছানায় পড়ে রয়েছে। স্থানীয়দের দিয়ে তাদের দ্রুত জেলা সদর হাসপাতালে পাঠানো হয়।” ইউপি সদস্য রউফ আরও বলেন, “ঘরে ডুকে তাদের কোপালেও ঘরের কোনো জিনিস খোয়া যায়নি। বিষয়টি রহস্যজনক মনে হচ্ছে। আমরা পুলিশকে খবর দিয়েছি।” আশুগঞ্জ থানার ওসি আজাদ রহমান বলেন, “খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

ট্যাগস :

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : [email protected]
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সিঁধ কেটে মা ও দুই সন্তানকে কুপিয়েছে দুর্বৃত্তরা

আপডেট সময় : ১২:৫৩:০৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ ফেব্রুয়ারী ২০২৩

ব্রাহ্মণবাড়িয়া সংবাদদাতা : ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে সিঁধ কেটে ঘরে ডুকে মা ও দুই শিশুকে এলোপাতাড়ি কুপিয়েছে দুর্বৃত্তরা। গতকাল বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টার দিকে আশুগঞ্জ উপজেলার শরীফপুর ইউনিয়নের খোলাপাড়া গ্রামের স্থানীয়রা অচেতন অবস্থায় তাদের উদ্ধার করে জেলা সদর হাসপাতালে পাঠায়। ইউনিয়ন পরিষদের ৬ নম্বর ওয়ার্ড সদস্য আব্দুর রউফ এ তথ্য জানান। আহতরা হলেন, ইটভাটা শ্রমিক মনির হোসেনের স্ত্রী আকলিমা (৩৫), তার দুই সন্তান মোহাম্মদ (৮) ও মারিয়া (৬)। ইউপি সদস্য আব্দুর রউফ জানান, গ্রামের অন্যান্য বাড়িঘর থেকে মনির মিয়ার বাড়িটি কিছুটা নীরব এলাকায় আলাদা জমিতে। বাড়িতে চারচালা টিনের ঘর ও কাচা মেঝে আছে। ইট তৈরির মৌসুম থাকায় মনির ইটভাটায়, আর বাড়িতে শুধু তার স্ত্রী ও দুই ছেলে মেয়ে ছিলেন। বুধবার রাতে কোনো এক সময় ঘরের সিঁধ কেটে ঘরে ডুকে দুর্বৃত্তরা। তারা মনিরের স্ত্রী ও দুই শিশু সন্তানকে এলোপাতাড়ি কুপিয়ে রেখে যায়। মেম্বার জানান, “সকালে এলাকাবাসীর কাছ খবর পেয়ে এসে দেখি তিনজন রক্তাক্ত ও অচেতন অবস্থায় বিছানায় পড়ে রয়েছে। স্থানীয়দের দিয়ে তাদের দ্রুত জেলা সদর হাসপাতালে পাঠানো হয়।” ইউপি সদস্য রউফ আরও বলেন, “ঘরে ডুকে তাদের কোপালেও ঘরের কোনো জিনিস খোয়া যায়নি। বিষয়টি রহস্যজনক মনে হচ্ছে। আমরা পুলিশকে খবর দিয়েছি।” আশুগঞ্জ থানার ওসি আজাদ রহমান বলেন, “খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।