ঢাকা ১১:৩৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ নভেম্বর ২০২৫

কেন্দ্রের পরিবেশ দেখে স্বামীকেও ভোট দেননি ‘নিখোঁজ’ স্বতন্ত্র প্রার্থীর স্ত্রী

  • আপডেট সময় : ০১:৪৩:২০ অপরাহ্ন, বুধবার, ১ ফেব্রুয়ারী ২০২৩
  • ১২৭ বার পড়া হয়েছে

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি : ভোটকেন্দ্রে ভোটাররা না এসে স্বতন্ত্র প্রার্থী আবু আসিফ আহমেদের নিখোঁজের ঘটনায় নীরব প্রতিবাদ করেছেন বলে মন্তব্য করেছেন ওই প্রার্থীর স্ত্রী মেহেরুন্নেছা মেহেরিন। গতকাল বুধবার বিকালে নির্বাচন শেষ হওয়ার কয়েক মিনিট আগে আশুগঞ্জ সদরে নিজ বাসভবনে এক সাংবাদিক সম্মেলনে এ কথা বলেন তিনি।
মেহেরিন দাবি করেন, ‘এখানে প্রধান প্রতিদ্বন্দ্বী প্রার্থী নিখোঁজ। কর্মীদের হয়রানি করে এলাকা থেকে দূরে রাখা হয়েছে। সাধারণ ভোটার ভোট দিতে এলেও সরকার দলীয় লোকজন বোতাম চেপে দিচ্ছে। কেন্দ্রের পরিবেশ এমন অবস্থা ছিল, আমি নিজের ভোটটিও দেওয়ারও ইচ্ছে পোষণ করিনি।’ পরে তিনি ভোট না দিয়ে আশুগঞ্জ সদরের শ্রম ও কল্যাণ কেন্দ্র থেকে ফিরে আসেন। এই অবস্থায় ভোট স্থগিতের দাবিও জানিয়েছিলেন তিনি। তিনি দাবি করেন, ‘আমি রিটার্নিং কর্মকর্তাকে জানিয়েছি, জোর করে ভোট দেওয়ার সময় সরকার দলীয় লোককে আটক করলেও প্রশাসন কোনও ব্যবস্থা নেয়নি। এজেন্ট দেওয়া হলেও তাদের দায়িত্ব পালন করতে দেওয়া হয়নি। এমতাবস্থায় ভোটের ফলাফল কী হবে তা সবারই জানা।’
নির্বাচনের ফলাফল নিয়ে আইনি কোনও পদক্ষেপ নেবেন কি না সাংবাদিকদের এমন জবাবে তিনি কোনও মন্তব্য করেননি। এ সময় তিনি তার স্বামী নিখোঁজ আবু আসিফ আহামেদর সন্ধানে প্রধানমন্ত্রীর সহযোগিতা কামনা করেছেন। উল্লেখ্য, ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের উপনির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে অংশ নেওয়া উকিল আব্দুস সাত্তার ভূঁইয়ার প্রতিদ্বন্দ্বী প্রার্থী আবু আসিফ আহমেদ গত শুক্রবার থেকে নিখোঁজ রয়েছেন।

ট্যাগস :

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : prottashasmf@yahoo.com
আপলোডকারীর তথ্য

কেন্দ্রের পরিবেশ দেখে স্বামীকেও ভোট দেননি ‘নিখোঁজ’ স্বতন্ত্র প্রার্থীর স্ত্রী

আপডেট সময় : ০১:৪৩:২০ অপরাহ্ন, বুধবার, ১ ফেব্রুয়ারী ২০২৩

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি : ভোটকেন্দ্রে ভোটাররা না এসে স্বতন্ত্র প্রার্থী আবু আসিফ আহমেদের নিখোঁজের ঘটনায় নীরব প্রতিবাদ করেছেন বলে মন্তব্য করেছেন ওই প্রার্থীর স্ত্রী মেহেরুন্নেছা মেহেরিন। গতকাল বুধবার বিকালে নির্বাচন শেষ হওয়ার কয়েক মিনিট আগে আশুগঞ্জ সদরে নিজ বাসভবনে এক সাংবাদিক সম্মেলনে এ কথা বলেন তিনি।
মেহেরিন দাবি করেন, ‘এখানে প্রধান প্রতিদ্বন্দ্বী প্রার্থী নিখোঁজ। কর্মীদের হয়রানি করে এলাকা থেকে দূরে রাখা হয়েছে। সাধারণ ভোটার ভোট দিতে এলেও সরকার দলীয় লোকজন বোতাম চেপে দিচ্ছে। কেন্দ্রের পরিবেশ এমন অবস্থা ছিল, আমি নিজের ভোটটিও দেওয়ারও ইচ্ছে পোষণ করিনি।’ পরে তিনি ভোট না দিয়ে আশুগঞ্জ সদরের শ্রম ও কল্যাণ কেন্দ্র থেকে ফিরে আসেন। এই অবস্থায় ভোট স্থগিতের দাবিও জানিয়েছিলেন তিনি। তিনি দাবি করেন, ‘আমি রিটার্নিং কর্মকর্তাকে জানিয়েছি, জোর করে ভোট দেওয়ার সময় সরকার দলীয় লোককে আটক করলেও প্রশাসন কোনও ব্যবস্থা নেয়নি। এজেন্ট দেওয়া হলেও তাদের দায়িত্ব পালন করতে দেওয়া হয়নি। এমতাবস্থায় ভোটের ফলাফল কী হবে তা সবারই জানা।’
নির্বাচনের ফলাফল নিয়ে আইনি কোনও পদক্ষেপ নেবেন কি না সাংবাদিকদের এমন জবাবে তিনি কোনও মন্তব্য করেননি। এ সময় তিনি তার স্বামী নিখোঁজ আবু আসিফ আহামেদর সন্ধানে প্রধানমন্ত্রীর সহযোগিতা কামনা করেছেন। উল্লেখ্য, ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের উপনির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে অংশ নেওয়া উকিল আব্দুস সাত্তার ভূঁইয়ার প্রতিদ্বন্দ্বী প্রার্থী আবু আসিফ আহমেদ গত শুক্রবার থেকে নিখোঁজ রয়েছেন।