ঢাকা ০৮:৪৪ অপরাহ্ন, শুক্রবার, ১৮ জুলাই ২০২৫

আরফান-ফারহানা মিলির ‘ব্লাড কানেকশন’

  • আপডেট সময় : ১২:২৩:৩৯ অপরাহ্ন, সোমবার, ৩০ জানুয়ারী ২০২৩
  • ৮৮ বার পড়া হয়েছে

বিনোদন প্রতিবেদক : তরুণ নির্মাতা এস আই সোহেল সম্প্রতি নির্মাণ করেন ‘ব্লাড কানেকশন’ নামের নাটক। গল্পটি রচনা করেছেন তরুণ নাট্যকার সজিবুর রহমান পিন্টু। নাটকটিতে অভিনয় করেছেন আরফান আহমেদ, ফারহানা মিলি, রোজি সিদ্দিকী, এথেনা অধিকারী, বাপ্পি আশরাফ, মাহফুজ এবং পিন্টু। নাটকটির গল্পে দেখা যাবে-আসিফ একজন ইঞ্জিনিয়ার। তার স্ত্রী রিমা। কোনোকিছুতেই কোনো অভাব নেই। তবুও আসিফ এবং রিমার জীবনে সুখ নেই কারণ তাদের সন্তান নেই। রিমা তার বৈবাহিক জীবনের পরপরই সন্তান নিতে চেয়েছিল কিন্তু আসিফ তখন রাজি ছিল না। এ নিয়ে পরপর তিনবার রিমার অকাল গর্ভপাত হয়েছে। ডাক্তার বলেছে, রিমা মা হওয়ার ক্ষমতা হারিয়ে ফেলেছে। তাই আসিফ সন্তানের স্বাদ পাবার জন্য টেস্টটিউবের মাধ্যমে সন্তান জন্ম দেয়। আর এ কারণে রিমা আসিফকে বেশি অপছন্দ করে। রিমা মনে করে, টেস্টটিউবের মাধ্যমে সন্তান জন্ম দেওয়া পাপ। তাই রিমা আসিফকে সম্পূর্ণ দোষারোপ করে। আসিফের সাংসারিক জীবনে অশান্তি বাড়তে থাকে। এরকমই এগিয়ে যাওয়া গল্পে নির্মাণ হয়েছে নাটক ‘ব্লাড কানেকশন’। এ নাটকে আসিফের চরিত্রে অভিনয় করেছেন আরফান আহমেদ এবং রিমার চরিত্রে অভিনয় করেছেন ফারহানা মিলি। নির্মাতা জানান, নাটকটি শিগগিরই একটি বেসরকারি টেলিভিশনে প্রচারিত হবে।

ট্যাগস :

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : [email protected]
আপলোডকারীর তথ্য

আরফান-ফারহানা মিলির ‘ব্লাড কানেকশন’

আপডেট সময় : ১২:২৩:৩৯ অপরাহ্ন, সোমবার, ৩০ জানুয়ারী ২০২৩

বিনোদন প্রতিবেদক : তরুণ নির্মাতা এস আই সোহেল সম্প্রতি নির্মাণ করেন ‘ব্লাড কানেকশন’ নামের নাটক। গল্পটি রচনা করেছেন তরুণ নাট্যকার সজিবুর রহমান পিন্টু। নাটকটিতে অভিনয় করেছেন আরফান আহমেদ, ফারহানা মিলি, রোজি সিদ্দিকী, এথেনা অধিকারী, বাপ্পি আশরাফ, মাহফুজ এবং পিন্টু। নাটকটির গল্পে দেখা যাবে-আসিফ একজন ইঞ্জিনিয়ার। তার স্ত্রী রিমা। কোনোকিছুতেই কোনো অভাব নেই। তবুও আসিফ এবং রিমার জীবনে সুখ নেই কারণ তাদের সন্তান নেই। রিমা তার বৈবাহিক জীবনের পরপরই সন্তান নিতে চেয়েছিল কিন্তু আসিফ তখন রাজি ছিল না। এ নিয়ে পরপর তিনবার রিমার অকাল গর্ভপাত হয়েছে। ডাক্তার বলেছে, রিমা মা হওয়ার ক্ষমতা হারিয়ে ফেলেছে। তাই আসিফ সন্তানের স্বাদ পাবার জন্য টেস্টটিউবের মাধ্যমে সন্তান জন্ম দেয়। আর এ কারণে রিমা আসিফকে বেশি অপছন্দ করে। রিমা মনে করে, টেস্টটিউবের মাধ্যমে সন্তান জন্ম দেওয়া পাপ। তাই রিমা আসিফকে সম্পূর্ণ দোষারোপ করে। আসিফের সাংসারিক জীবনে অশান্তি বাড়তে থাকে। এরকমই এগিয়ে যাওয়া গল্পে নির্মাণ হয়েছে নাটক ‘ব্লাড কানেকশন’। এ নাটকে আসিফের চরিত্রে অভিনয় করেছেন আরফান আহমেদ এবং রিমার চরিত্রে অভিনয় করেছেন ফারহানা মিলি। নির্মাতা জানান, নাটকটি শিগগিরই একটি বেসরকারি টেলিভিশনে প্রচারিত হবে।