ঢাকা ০২:৫৭ পূর্বাহ্ন, শুক্রবার, ২৩ মে ২০২৫

চায়ের দোকানে কাপ-প্লেট ধুয়ে ভাইরাল বানর

  • আপডেট সময় : ১০:৩৭:৫৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৬ জুলাই ২০২১
  • ৮৪ বার পড়া হয়েছে

প্রত্যাশা ডেস্ক : বানরের বাঁদরামির খবর কম বেশি আমরা সবাই জানি। কিন্তু কাজে পটু বানরের কথা কমই জানা আছে। এমনই এক বানরের কর্মদক্ষতার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। ভিডিওতে দেখা যাচ্ছে-চায়ের দোকানে অনায়াসে একের পর এক কাপ-প্লেট ধুয়ে চলেছে বানর।
অনায়াসে প্লেট ধুয়ে চলেছে সে। অন্য সাধারণ কর্মচারীর চেয়ে কম দক্ষ নয়। হুবহু সকলের মতো করেই চায়ের দোকানে কাপ প্লেট ধুতে দেখা গেল এক বাঁদরকে। আর তার এই কীর্তি দেখতে দোকানে ভিড় করতে শুরু করেছেন সকলে। ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে সেই ভিডিও।
ভিডিওটি দেখে অনেকেই নানান মন্তব্য করছেন। এর মধ্যে একটি মন্তব্য এমন- ‘এমপ্লোয়ি অব দ্য ইয়ার’।
জানা গেছে ভাইরাল হওয়া ভিডিওটি ভারতের। দেশটির একটি চায়ের দোকানদারের পোষ্য বানর। প্রায়ই নাকি মনিব বানরটিকে দিয়ে চায়ের কাপ-পিরিচ ধোয়ার কাজটি করান। তার কাজে কোনও গাফিলতি নেই। এক মনে কোনও রকম লাফাঝাঁপা না করেই প্লেট ধুচ্ছে সেই পোষ্য বানরটি। বানরের কীর্তি দেখে চমকে উঠেছেন এলাকার বাসিন্দারাও। প্রতিদিন সেই বানরের কীর্তি দেখেতে ভিড় করেছেন অনেকেই। বাদরের জন্য চায়ের দোকানের লাভও হচ্ছে দ্বিগুণ।

ট্যাগস :

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : [email protected]
আপলোডকারীর তথ্য

চায়ের দোকানে কাপ-প্লেট ধুয়ে ভাইরাল বানর

আপডেট সময় : ১০:৩৭:৫৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৬ জুলাই ২০২১

প্রত্যাশা ডেস্ক : বানরের বাঁদরামির খবর কম বেশি আমরা সবাই জানি। কিন্তু কাজে পটু বানরের কথা কমই জানা আছে। এমনই এক বানরের কর্মদক্ষতার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। ভিডিওতে দেখা যাচ্ছে-চায়ের দোকানে অনায়াসে একের পর এক কাপ-প্লেট ধুয়ে চলেছে বানর।
অনায়াসে প্লেট ধুয়ে চলেছে সে। অন্য সাধারণ কর্মচারীর চেয়ে কম দক্ষ নয়। হুবহু সকলের মতো করেই চায়ের দোকানে কাপ প্লেট ধুতে দেখা গেল এক বাঁদরকে। আর তার এই কীর্তি দেখতে দোকানে ভিড় করতে শুরু করেছেন সকলে। ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে সেই ভিডিও।
ভিডিওটি দেখে অনেকেই নানান মন্তব্য করছেন। এর মধ্যে একটি মন্তব্য এমন- ‘এমপ্লোয়ি অব দ্য ইয়ার’।
জানা গেছে ভাইরাল হওয়া ভিডিওটি ভারতের। দেশটির একটি চায়ের দোকানদারের পোষ্য বানর। প্রায়ই নাকি মনিব বানরটিকে দিয়ে চায়ের কাপ-পিরিচ ধোয়ার কাজটি করান। তার কাজে কোনও গাফিলতি নেই। এক মনে কোনও রকম লাফাঝাঁপা না করেই প্লেট ধুচ্ছে সেই পোষ্য বানরটি। বানরের কীর্তি দেখে চমকে উঠেছেন এলাকার বাসিন্দারাও। প্রতিদিন সেই বানরের কীর্তি দেখেতে ভিড় করেছেন অনেকেই। বাদরের জন্য চায়ের দোকানের লাভও হচ্ছে দ্বিগুণ।