ঢাকা ০১:৫৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৫ সেপ্টেম্বর ২০২৫

আওয়ামী লীগ হালাল রুজিতে রাজনীতি করে: মতিয়া চৌধুরী

  • আপডেট সময় : ০১:৫২:৫৪ অপরাহ্ন, বুধবার, ১৮ জানুয়ারী ২০২৩
  • ৯৮ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক : আওয়ামী লীগ হালাল রুজিতে রাজনীতি করে বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের উপনেতা ও আওয়ামী লীগের সভাপতিম-লীর সদস্য বেগম মতিয়া চৌধুরী। তিনি বলেছেন, আওয়ামী লীগ কোটি টাকা দিয়ে রাজনীতি করে না। সবাই হালাল রুজিতে, পরিশ্রম করে চলে ও পার্টি করে। পার্টিকে দিন দিন এগিয়ে নিয়ে যায়। মা-বোনরা যদি উৎসাহ না দেয়, বাড়িতে তারা সহযোগিতা না করে, তাহলে আমার ভাইয়েরা ও চাচারা কি শান্তিতে রাজনীতি করতে পারবে? কাজেই মা-বোনদেরও সালাম জানাই। শেখ হাসিনার পক্ষ থেকে শুভেচ্ছা জানাই।
গতকাল বুধবার দুপুরে লালবাগ শহীদনগর খেলার মাঠে কম্বল বিতরণ কর্মসূচি অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। মতিয়া চৌধুরী বলেন, আজ আওয়ামী লীগ ক্ষমতা আছে সেটা নয়, আওয়ামী লীগ যখন বিরোধী দলে থাকে তখনও তারা জনগণ থেকে দূরে সরে যায় না। সামর্থ্য অনুযায়ী তারা জনগণের মধ্যে থাকে। শুধু রিলিফের সময় তা নয়, রোজা বলেন, ঈদ বলেন, সবসময় তারা তাদের ছোট উপহারের ব্যবস্থা করেন। আজ এই কম্বল শেখ হাসিনার পক্ষ থেকে উপহার। জাতীয় সংসদের উপনেতা বলেন, রসুল (সা.) দান-খয়রাতে উৎসাহ করেছেন। একদিকে রসুলে পার্কের শিক্ষা, অন্যদিকে মানবতার শিক্ষা, সব মিলে জনগণের সেবা করা, বঙ্গবন্ধুর আওয়ামী লীগ সেটাই গ্রহণ করেছে। লালবাগ আওয়ামী লীগ তার অনুসারী। ২৪ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগ নেতা হাজি মো. জামিল হোসেনের সার্বিক ব্যবস্থাপনায় কম্বল বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আবু আহমেদ মন্নাফী, সাধারণ সম্পাদক মো. হুমায়ুন কবির, সহ-সভাপতি আব্দুস সাত্তার, সাংগঠনিক সম্পাদক মো. আকতার হোসেন। এছাড়াও উপস্থিত ছিলেন ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সহ-সভাপতি শরফুদ্দিন আহমেদ সেন্টু, লালবাগ থানা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক মতিউর রহমান জামাল প্রমুখ।

ট্যাগস :

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : [email protected]
আপলোডকারীর তথ্য

আওয়ামী লীগ হালাল রুজিতে রাজনীতি করে: মতিয়া চৌধুরী

আপডেট সময় : ০১:৫২:৫৪ অপরাহ্ন, বুধবার, ১৮ জানুয়ারী ২০২৩

নিজস্ব প্রতিবেদক : আওয়ামী লীগ হালাল রুজিতে রাজনীতি করে বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের উপনেতা ও আওয়ামী লীগের সভাপতিম-লীর সদস্য বেগম মতিয়া চৌধুরী। তিনি বলেছেন, আওয়ামী লীগ কোটি টাকা দিয়ে রাজনীতি করে না। সবাই হালাল রুজিতে, পরিশ্রম করে চলে ও পার্টি করে। পার্টিকে দিন দিন এগিয়ে নিয়ে যায়। মা-বোনরা যদি উৎসাহ না দেয়, বাড়িতে তারা সহযোগিতা না করে, তাহলে আমার ভাইয়েরা ও চাচারা কি শান্তিতে রাজনীতি করতে পারবে? কাজেই মা-বোনদেরও সালাম জানাই। শেখ হাসিনার পক্ষ থেকে শুভেচ্ছা জানাই।
গতকাল বুধবার দুপুরে লালবাগ শহীদনগর খেলার মাঠে কম্বল বিতরণ কর্মসূচি অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। মতিয়া চৌধুরী বলেন, আজ আওয়ামী লীগ ক্ষমতা আছে সেটা নয়, আওয়ামী লীগ যখন বিরোধী দলে থাকে তখনও তারা জনগণ থেকে দূরে সরে যায় না। সামর্থ্য অনুযায়ী তারা জনগণের মধ্যে থাকে। শুধু রিলিফের সময় তা নয়, রোজা বলেন, ঈদ বলেন, সবসময় তারা তাদের ছোট উপহারের ব্যবস্থা করেন। আজ এই কম্বল শেখ হাসিনার পক্ষ থেকে উপহার। জাতীয় সংসদের উপনেতা বলেন, রসুল (সা.) দান-খয়রাতে উৎসাহ করেছেন। একদিকে রসুলে পার্কের শিক্ষা, অন্যদিকে মানবতার শিক্ষা, সব মিলে জনগণের সেবা করা, বঙ্গবন্ধুর আওয়ামী লীগ সেটাই গ্রহণ করেছে। লালবাগ আওয়ামী লীগ তার অনুসারী। ২৪ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগ নেতা হাজি মো. জামিল হোসেনের সার্বিক ব্যবস্থাপনায় কম্বল বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আবু আহমেদ মন্নাফী, সাধারণ সম্পাদক মো. হুমায়ুন কবির, সহ-সভাপতি আব্দুস সাত্তার, সাংগঠনিক সম্পাদক মো. আকতার হোসেন। এছাড়াও উপস্থিত ছিলেন ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সহ-সভাপতি শরফুদ্দিন আহমেদ সেন্টু, লালবাগ থানা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক মতিউর রহমান জামাল প্রমুখ।