ঢাকা ০২:৩৯ অপরাহ্ন, সোমবার, ১১ অগাস্ট ২০২৫

শ্যামবর্ণা হয়েও যারা তারকাখ্যাতির শীর্ষে

  • আপডেট সময় : ১০:৩৯:৫৬ পূর্বাহ্ন, সোমবার, ৫ জুলাই ২০২১
  • ১০৬ বার পড়া হয়েছে

বিনোদন ডেস্ক : সকলেই সুন্দরের পূজারি। বিনোদন জগতও এর ব্যতিক্রম নয়। বিশেষ করে নারীদের। যে নায়িকা বা গায়িকা দেখতে যত সুন্দর, ফর্সা, আকর্ষণীয়, তার কদর তত বেশি। কিন্তু শ্যামবর্ণের হয়েও এ জগতে অনেকেই খ্যাতির শীর্ষে পৌছেছেন। শুরু করা যাক বলিউডের এই সময়ের সবচেয়ে বেশি পারিশ্রমিকপ্রাপ্ত অভিনেত্রী দীপিকা পাড়ুকোনকে দিয়ে। তার উচ্চতা, স্টাইল, অভিনয় দক্ষতা- সবকিছুতেই তিনি অনবদ্য। ঝুলিতে রয়েছে বেশ কিছু সুপারহিট ছবি। তিনি শ্যামবর্ণের। কিন্তু গায়ের রঙ তার সাফল্যের পথে বাধা হতে পারেনি।
নব্বইয়ের দশকের অন্যতম জনপ্রিয় বলিউড অভিনেত্রী কাজল। শ্যামবর্ণা হওয়ার পরেও অভিনেত্রী হিসাবে দর্শকদের অগাধ ভালোবাসা পেয়েছেন তিনি। বলিউডের অন্যতম সফল নায়িকা তিনি। তার সঙ্গে শাহরুখ খানের জুটি বলিউড ইতিহাসের সেরা। এই নায়িকার ঝুলিতেও আছে বহু হিট সিনেমা। ডাস্কি স্কিন টোনের জন্য ক্যারিয়ারের শুরুতে বর্ণবৈষম্যের মুখে পড়তে হয়েছিল প্রিয়াঙ্কা চোপড়াকে। কিন্তু নিজের বুদ্ধিমত্তা ও অভিনয় দক্ষতার জোরে তিনি এখন সুপ্রতিষ্ঠিত। এক সাক্ষাৎকারে প্রিয়াঙ্কা বলেছিলেন, শ্যামবর্ণের হওয়ার কারণে প্রথমদিকে আমার কাজ পেতে সমস্যা হয়েছিল। কিন্তু নিজেকে প্রমাণ করার জন্য কাজই যথেষ্ট। বলিউডের মোস্ট ‘সেক্সিয়েস্ট ওম্যান’ মালাইকা অরোরা। গায়ের রং কখনোই তার ক্যারিয়ারে বাধা হয়ে দাঁড়ায়নি। বয়স ৪০ পার করার পরেও মালাইকার সৌন্দর্যে মুগ্ধ হন বহু পুরুষ। অর্জুন কাপুর তারই বড় প্রমাণ। গত পাঁচ বছর ধরে বয়সে বড় মালাইকার সঙ্গে সম্পর্কে রয়েছেন এই অভিনেতা। ছোট থেকেই গায়ের রঙের জন্য নানা মন্তব্যের শিকার হতে হয়েছে মডেল, অভিনেত্রী বিপাশা বসুকে। এ নিয়ে তিনি সোশ্যাল মিডিয়ায় সরবও হয়েছেন। লিখেছিলেন, ‘বড় হওয়ার সময়ে আমাকে বার বার শুনতে হয়েছে আমি কালো। আমার মাও ডাস্কি বিউটি, তবে বলিউডে নিজের ক্যারিয়ারে যথেষ্ট সফল বিপাশা। দর্শকদের ভালোবাসাও পেয়েছেন।
তবে শুধু বলিউড নয়। হলিউডেও এমন কয়েকজন তারকা আছেন, যারা শ্যামবর্ণা হয়েও নিজ নিজ জায়গায় খ্যাতির শীর্ষে পৌছেছেন। এই যেমন লেবানিজ, স্পেনীয় এবং ইতালিয়ান বংশোদ্ভূত শ্যামবর্ণা শাকিরার সুরের জাদুতে মুগ্ধ গোটা বিশ্বের বহু সঙ্গীতপ্রেমী। জেনিফার লোপেজ একজন আমেরিকান অভিনেত্রী, সংগীতশিল্পী, বিনোদন তারকা, উদ্যোগপতি এবং প্রযোজক। শ্যামবর্ণা জেনিফার বিশ্বের ১০ লাখ নারীর মধ্যে অন্যতম সেক্সিয়েস্ট ডিভা বলে গন্য হন। মার্কিন সঙ্গীতশিল্পী বিয়ন্সে নোলস এই শতকের প্রথম দশকে যুক্তরাষ্ট্রের সবচেয়ে সফল গায়িকা নির্বাচিত। এমনকি ২০১২ সালে জনপ্রিয় একটি মার্কিন পত্রিকা শ্যামবর্ণা বিয়ন্সেকে বিশ্বের সবচেয়ে সুন্দরী নারী হিসেবে মনোনীত করে।
নাওমি ক্যাম্পবেলের শিকড়ে রয়েছে আফ্রিকান, জ্যামাইকান রক্ত। তার বেড়ে ওঠা লন্ডনে। তিনি একজন বিখ্যাত ব্রিটিশ মডেল, অভিনেত্রী ও গায়িকা। বিশ্বের সেরা তিনজন মডেলের মধ্যে তিনি একজন বলে মানা হয়। ফ্যাশন শিল্পে স্বীকৃত তার প্রজন্মের ছয়জন সুপারমডেলদের একজন তিনি। পুরো নাম রবেইন রিহানা ফেন্টি। বার্বাডিয়ান এই গায়িকা, গীতিকার, মডেল এবং অভিনেত্রী শ্যামবর্ণা। তাতে কী! ১০০ জন সেক্সিয়েস্ট নারীদের তালিকায় রয়েছে তার নাম। তার গান, তার ফ্যাশন স্টেটমেন্টের মতোই প্রভাবশালী।

ট্যাগস :

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : [email protected]
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

শ্যামবর্ণা হয়েও যারা তারকাখ্যাতির শীর্ষে

আপডেট সময় : ১০:৩৯:৫৬ পূর্বাহ্ন, সোমবার, ৫ জুলাই ২০২১

বিনোদন ডেস্ক : সকলেই সুন্দরের পূজারি। বিনোদন জগতও এর ব্যতিক্রম নয়। বিশেষ করে নারীদের। যে নায়িকা বা গায়িকা দেখতে যত সুন্দর, ফর্সা, আকর্ষণীয়, তার কদর তত বেশি। কিন্তু শ্যামবর্ণের হয়েও এ জগতে অনেকেই খ্যাতির শীর্ষে পৌছেছেন। শুরু করা যাক বলিউডের এই সময়ের সবচেয়ে বেশি পারিশ্রমিকপ্রাপ্ত অভিনেত্রী দীপিকা পাড়ুকোনকে দিয়ে। তার উচ্চতা, স্টাইল, অভিনয় দক্ষতা- সবকিছুতেই তিনি অনবদ্য। ঝুলিতে রয়েছে বেশ কিছু সুপারহিট ছবি। তিনি শ্যামবর্ণের। কিন্তু গায়ের রঙ তার সাফল্যের পথে বাধা হতে পারেনি।
নব্বইয়ের দশকের অন্যতম জনপ্রিয় বলিউড অভিনেত্রী কাজল। শ্যামবর্ণা হওয়ার পরেও অভিনেত্রী হিসাবে দর্শকদের অগাধ ভালোবাসা পেয়েছেন তিনি। বলিউডের অন্যতম সফল নায়িকা তিনি। তার সঙ্গে শাহরুখ খানের জুটি বলিউড ইতিহাসের সেরা। এই নায়িকার ঝুলিতেও আছে বহু হিট সিনেমা। ডাস্কি স্কিন টোনের জন্য ক্যারিয়ারের শুরুতে বর্ণবৈষম্যের মুখে পড়তে হয়েছিল প্রিয়াঙ্কা চোপড়াকে। কিন্তু নিজের বুদ্ধিমত্তা ও অভিনয় দক্ষতার জোরে তিনি এখন সুপ্রতিষ্ঠিত। এক সাক্ষাৎকারে প্রিয়াঙ্কা বলেছিলেন, শ্যামবর্ণের হওয়ার কারণে প্রথমদিকে আমার কাজ পেতে সমস্যা হয়েছিল। কিন্তু নিজেকে প্রমাণ করার জন্য কাজই যথেষ্ট। বলিউডের মোস্ট ‘সেক্সিয়েস্ট ওম্যান’ মালাইকা অরোরা। গায়ের রং কখনোই তার ক্যারিয়ারে বাধা হয়ে দাঁড়ায়নি। বয়স ৪০ পার করার পরেও মালাইকার সৌন্দর্যে মুগ্ধ হন বহু পুরুষ। অর্জুন কাপুর তারই বড় প্রমাণ। গত পাঁচ বছর ধরে বয়সে বড় মালাইকার সঙ্গে সম্পর্কে রয়েছেন এই অভিনেতা। ছোট থেকেই গায়ের রঙের জন্য নানা মন্তব্যের শিকার হতে হয়েছে মডেল, অভিনেত্রী বিপাশা বসুকে। এ নিয়ে তিনি সোশ্যাল মিডিয়ায় সরবও হয়েছেন। লিখেছিলেন, ‘বড় হওয়ার সময়ে আমাকে বার বার শুনতে হয়েছে আমি কালো। আমার মাও ডাস্কি বিউটি, তবে বলিউডে নিজের ক্যারিয়ারে যথেষ্ট সফল বিপাশা। দর্শকদের ভালোবাসাও পেয়েছেন।
তবে শুধু বলিউড নয়। হলিউডেও এমন কয়েকজন তারকা আছেন, যারা শ্যামবর্ণা হয়েও নিজ নিজ জায়গায় খ্যাতির শীর্ষে পৌছেছেন। এই যেমন লেবানিজ, স্পেনীয় এবং ইতালিয়ান বংশোদ্ভূত শ্যামবর্ণা শাকিরার সুরের জাদুতে মুগ্ধ গোটা বিশ্বের বহু সঙ্গীতপ্রেমী। জেনিফার লোপেজ একজন আমেরিকান অভিনেত্রী, সংগীতশিল্পী, বিনোদন তারকা, উদ্যোগপতি এবং প্রযোজক। শ্যামবর্ণা জেনিফার বিশ্বের ১০ লাখ নারীর মধ্যে অন্যতম সেক্সিয়েস্ট ডিভা বলে গন্য হন। মার্কিন সঙ্গীতশিল্পী বিয়ন্সে নোলস এই শতকের প্রথম দশকে যুক্তরাষ্ট্রের সবচেয়ে সফল গায়িকা নির্বাচিত। এমনকি ২০১২ সালে জনপ্রিয় একটি মার্কিন পত্রিকা শ্যামবর্ণা বিয়ন্সেকে বিশ্বের সবচেয়ে সুন্দরী নারী হিসেবে মনোনীত করে।
নাওমি ক্যাম্পবেলের শিকড়ে রয়েছে আফ্রিকান, জ্যামাইকান রক্ত। তার বেড়ে ওঠা লন্ডনে। তিনি একজন বিখ্যাত ব্রিটিশ মডেল, অভিনেত্রী ও গায়িকা। বিশ্বের সেরা তিনজন মডেলের মধ্যে তিনি একজন বলে মানা হয়। ফ্যাশন শিল্পে স্বীকৃত তার প্রজন্মের ছয়জন সুপারমডেলদের একজন তিনি। পুরো নাম রবেইন রিহানা ফেন্টি। বার্বাডিয়ান এই গায়িকা, গীতিকার, মডেল এবং অভিনেত্রী শ্যামবর্ণা। তাতে কী! ১০০ জন সেক্সিয়েস্ট নারীদের তালিকায় রয়েছে তার নাম। তার গান, তার ফ্যাশন স্টেটমেন্টের মতোই প্রভাবশালী।