ক্রীড়া ডেস্ক : আগামী বুধবার স্বাগতিক জিম্বাবুয়ের বিপক্ষে একমাত্র টেস্ট ম্যাচে মাঠে নামবে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। ম্যাচের সময় ঘনিয়ে এলেও দলের ড্যাশিং ওপেনার তামিম ইকবালকে নিয়ে এখনো সংশয় থেকেই গেছে। পুরনো হাঁটুর চোট আবারো ফিরে এসেছে বলে এই ম্যাচে অনেকটাই অনিশ্চিত এই টাইগার ওপেনার। তামিম সম্পর্কে এমনই তথ্য দিয়েছেন জিম্বাবুয়েতে দলের সঙ্গে থাকা চিকিৎসক মনজুর হোসাইন চৌধুরী। এ বিষয়ে তিনি বলেন, ‘তামিম ইকবালকে টেস্টে পাওয়া যাবে কিনা সেটি নিশ্চিত হয়ে বলা যাচ্ছে না। তার আগের চোট ফের দেখা দিয়েছে। এখনো পুরোপুরি সুস্থ হয়ে উঠতে পারেননি তিনি। আজ স্কিল ও ফিটনেস অনুশীলন আছে। সেখানে দলের ফিজিও তাকে দেখবেন, এর পরেই খেলবেন কিনা সেই সিদ্ধান্ত নেয়া হবে।’
মনজুর হোসাইন চৌধুরী আরো বলেন, ‘তামিম ইকবালের চোটের যে ধরণ তাতে তার বিশ্রাম ও রিহ্যাব মিলিয়ে প্রায় ৮ সপ্তাহের প্রয়োজন। এর পরেও পুরো বিষয়টি তার নিজের উপর নির্ভর করছে। তিনি যদি খেলতে চান তবে খেলতে পারেন।’ তামিম ইকবালের টেস্ট ম্যাচ অনিশ্চিত হলেও পরের দুই সিরিজ ঠিকই ফিরবেন বলেও জানা গেছে। এদিকে তামিম ইকবাল প্রস্তুতি ম্যাচের প্রথম ইনিংসে ব্যাট করতে না নামলেও দ্বিতীয় ইনিংসে তাকে জিম্বাবুয়ের বোলারদের বিপক্ষে ব্যাট করতে দেখা গেছে। অন্যদিকে চোটের কারণে পুরো ম্যাচেই অনুপস্থিত ছিলেন দলের নির্ভর যোগ্য উইকেটকিপার ব্যাটসম্যান মুশফিকুর রহিম। তবে টেস্টে তাকে বাংলাদেশের জার্সি যাবে বলে নিশ্চিত করেছেন চিকিৎসক মনজুর হোসাইন চৌধুরী। উল্লেখ্য, ৭-১১ জুলাই পর্যন্ত টেস্ট ম্যাচ অনুষ্ঠিত হওয়ার পর ১৬, ১৮ এবং ২গ জুলাই তিন ম্যাচের ওয়ানডে সিরিজে মাঠে নামবে বাংলাদেশ-জিম্বাবুয়ে। এরপর ২৩, ২৫ এবং ২৯ জুলাই পরস্পরের বিপক্ষে তিনটি টি-টোয়েন্টি ম্যাচের সিরিজও রয়েছে।
জিম্বাবুয়ের বিপক্ষে টেস্টে অনিশ্চিত তামিম
ট্যাগস :
জনপ্রিয় সংবাদ