অর্থনৈতিক প্রতিবেদক :ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা উপলক্ষ্যে সুস্বাদু ও পুষ্টিকর মি. নুডলস ক্রেতাদের দিচ্ছে বিশেষ মূল্যছাড় ও আকর্ষণীয় উপহার। একই সঙ্গে রয়েছে দর্শনার্থীদের জন্য নুডলস খাওয়ার সুব্যবস্থা। বৃহস্পতিবার (৫ জানুয়ারি) মেলা প্রাঙ্গণে মি. নুডলসের প্যাভিলিয়নে ক্রেতাদের ভিড় ছিল চোখে পড়ার মতো। মেলায় মি. নুডলসের ৮ পিসের ইজি প্যাক ও ৪ পিসের কোরিয়ান প্যাক নিলে ক্রেতা পাচ্ছেন ৩০ টাকা ছাড়। ৮ পিসের মাসালা ও ৮ পিসের চিকেন নুডলসের প্যাকেজ কিনলে ক্রেতা বিনামূল্যে পাচ্ছেন ১৬০ গ্রামের প্রাণ হট টমেটো সস। এছাড়াও ৮ পিসের কোরিয়ান প্যাক, ১২ পিসের মাসালা প্যাক ও ২৫০ গ্রাম প্রাণ হট টমেটো সসের প্যাকেজটি ৫০ টাকা ছাড়ে বিক্রি হচ্ছ ৪৪৫ টাকায়। ১৬ পিসের মি. নুডলস ফ্যামিলি প্যাকে ২০ টাকা ছাড়ে ২৬০ টাকায় কিনতে পারছেন ক্রেতারা। ২৮ পিসের ফ্যামিলি বক্সে ৩৫ টাকা ছাড় দিয়ে ৪৫০ টাকায় বিক্রি হচ্ছে। এ প্যাকেজে বিনামূল্যে প্লাস্টিকের বক্স পাচ্ছেন ক্রেতা। ৫ পিসের কাপ মি. নুডলস ৩০ টাকা ছাড় দিয়ে ১৩০ টাকায় পাওয়া যাচ্ছে।মি. নুডলসের ব্র্যান্ড ম্যানেজার আবদুর রাজ্জাক রানা বলেন, এসব অফার ছাড়াও ১০০ টাকার বেশি পণ্য কিনলে ক্রেতা পাচ্ছেন ১০ শতাংশ ছাড়। মি. নুডলস চাইনিজ চাউমিন ২ পিস কিনলে বিনামূল্যে দেওয়া হচ্ছে আরও এক পিস। ১৮০ গ্রামের ৪ পিস মি. নুডলস এগ নুডলস কিনলে বিনামূল্যে দেওয়া হচ্ছে আরও এক পিস। মেলায় নুডলসের অফারে ক্রেতাদের ভালো সাড়া মিলছে জানিয়ে তিনি বলেন, গ্রাহকরা আসছেন, আমাদের প্যাকেজগুলো সম্পর্কে জানছেন। কম্বোসহ অন্যান্য প্যাকেজ খুব ভালো চলছে।