ঢাকা ০৪:৪১ পূর্বাহ্ন, বুধবার, ১০ সেপ্টেম্বর ২০২৫

‘ক্যাপিটাল মার্কেট শক্তিশালী রাখতে বিনিয়োগকারীদের দক্ষতা দরকার’

  • আপডেট সময় : ০১:২৩:৪৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ জানুয়ারী ২০২৩
  • ৯৩ বার পড়া হয়েছে

অর্থনৈতিক প্রতিবেদক : বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি বলেছেন, ক্যাপিটাল মার্কেট দেশের অর্থনীতির জন্য খুবই গুরুত্বপূর্ণ। পুঁজিবাজারে ভালো কোম্পানির পাশাপাশি দক্ষ বিনিয়োগকারীও দরকার। বিনিয়োগকারীদের এবিষয়ে উপযুক্ত শিক্ষা দরকার। তবেই ক্যাপিটাল মার্কেট থেকে ভালো কিছু আশা করা যায়। শেয়ার বাজারে বিনিয়োগকারীদের এবিষয়ে পর্যাপ্ত জ্ঞান থাকা দরকার। ক্যাপিটাল মার্কেট শক্তিশালী রাখতে বিনিয়োগকারীদের দক্ষতা দরকার। বৃহস্পতিবার (৫ জানুয়ারি) ঢাকায় ইনস্টিটিউট অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ (আইডিইবি) মিলনায়তনে ব্যবসা-বাণিজ্য ও অর্থনীতি বিষয়ক অনলাইন পত্রিকা ‘অর্থসূচক’ আয়োজিত ‘আঁধার শেষে আসেই আলো পুঁজিবাজারও হবেই ভালো’ স্লোগান সামনে রেখে তিন দিনব্যাপী ‘ক্যাপিটাল মার্কেট এক্সপো-২০২৩’ এর উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। এ সময় বাণিজ্যমন্ত্রী বলেন, ‘আমাদের অর্থনীতি এখন অনেক শক্তিশালী। দ্রুত এগিয়ে যাচ্ছে বাংলাদেশ। বাংলাদেশের উন্নয়ন এখন দৃশ্যমান। প্রধানমন্ত্রী শেখ হাসিনার যোগ্য নেতৃত্বে দেশের অর্থনীতি অনেক শক্তিশালী হয়েছে। আমরা সফলভাবে এমডিজি অর্জন করে পুরস্কৃত হয়েছি। আগামী ২০৩০ সালের আগেই এসডিজি সফলভাবে অর্জন করে ২০৪১ সালে বাংলাদেশ উন্নত দেশে পরিণত হবে। এজন্য নিজ নিজ অবস্থান থেকে সবাইকেই কাজ করতে হবে। কোভিড-১৯ এর কারনে সারাবিশ্ব যখন কঠিন পরিস্থিতি মোকাবিলা করছিল, প্রধানমন্ত্রী শেখ হাসিনার দুরদর্শী সিদ্ধান্তের কারণে বাংলাদেশের অর্থনীতি সচল ছিল। তিনি প্রণোদনা প্যাকেজের মাধ্যমে দেশে ব্যবসা-বাণিজ্য টিকিয়ে রেখেছিলেন। যার সুফল আমরা এখন পাচ্ছি। পুঁজিবাজারের প্রতি বিনিয়োগকারীদের আস্থা প্রতিঠিত করতে হবে।’ টিপু মুনশি বলেন, ‘দেশের প্রধান রফতানি খাত তৈরি পোশাক। অপ্রত্যাশিত রানা প্লাজা দুর্ঘটনার পর অনেক প্রতিকূল পরিবেশ মোকাবিলা করে তৈরি পোশাক খাত ঘুরে দাঁড়িয়েছে। পুঁজিবাজারকেও খারাপ অবস্থা থেকে ভালোর দিকে নিয়ে আসতে হবে। এজন্য এ সেক্টরের সবাইকে দায়িত্ব নিয়ে কাজ করতে হবে। এলডিসি গ্র্যাজুয়েশনের পর আমাদের সামনে অনেক চ্যালেঞ্জ আসবে। আমাদের দক্ষতা অভিজ্ঞতা দিয়ে এ চ্যালেঞ্জ মোকাবিলা করতে হবে, সফলভাবে সামনের দিকে এগিয়ে যেতে হবে।’ অর্থসূচকের সম্পাদক জিয়াউর রহমানের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান প্রফেসর শিবলী রুবাইয়াত উল ইসলাম, ঢাকা স্টক এক্সঞ্জের চেয়ারম্যান ইউনুসুর রহমান, চট্টগ্রাম স্টক এক্সঞ্জের চেয়ারম্যান আসিফ ইব্রাহীম, বাংলাদেশ পাবলিকলি লিস্টেড কোম্পানিজ অ্যাসোসিয়েশন (বিএপিএলসি) প্রেসিডেন্ট আনিস উদ দৌলা, বাংলাদেশ মার্চেন্ট ব্যাংকার্স অ্যাসোসিয়েশন(ডিবিএ) এর প্রেসিডেন্ট রিচার্ড ডি রোজারিও উপস্থিত ছিলেন।

ট্যাগস :

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : [email protected]
আপলোডকারীর তথ্য

‘ক্যাপিটাল মার্কেট শক্তিশালী রাখতে বিনিয়োগকারীদের দক্ষতা দরকার’

আপডেট সময় : ০১:২৩:৪৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ জানুয়ারী ২০২৩

অর্থনৈতিক প্রতিবেদক : বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি বলেছেন, ক্যাপিটাল মার্কেট দেশের অর্থনীতির জন্য খুবই গুরুত্বপূর্ণ। পুঁজিবাজারে ভালো কোম্পানির পাশাপাশি দক্ষ বিনিয়োগকারীও দরকার। বিনিয়োগকারীদের এবিষয়ে উপযুক্ত শিক্ষা দরকার। তবেই ক্যাপিটাল মার্কেট থেকে ভালো কিছু আশা করা যায়। শেয়ার বাজারে বিনিয়োগকারীদের এবিষয়ে পর্যাপ্ত জ্ঞান থাকা দরকার। ক্যাপিটাল মার্কেট শক্তিশালী রাখতে বিনিয়োগকারীদের দক্ষতা দরকার। বৃহস্পতিবার (৫ জানুয়ারি) ঢাকায় ইনস্টিটিউট অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ (আইডিইবি) মিলনায়তনে ব্যবসা-বাণিজ্য ও অর্থনীতি বিষয়ক অনলাইন পত্রিকা ‘অর্থসূচক’ আয়োজিত ‘আঁধার শেষে আসেই আলো পুঁজিবাজারও হবেই ভালো’ স্লোগান সামনে রেখে তিন দিনব্যাপী ‘ক্যাপিটাল মার্কেট এক্সপো-২০২৩’ এর উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। এ সময় বাণিজ্যমন্ত্রী বলেন, ‘আমাদের অর্থনীতি এখন অনেক শক্তিশালী। দ্রুত এগিয়ে যাচ্ছে বাংলাদেশ। বাংলাদেশের উন্নয়ন এখন দৃশ্যমান। প্রধানমন্ত্রী শেখ হাসিনার যোগ্য নেতৃত্বে দেশের অর্থনীতি অনেক শক্তিশালী হয়েছে। আমরা সফলভাবে এমডিজি অর্জন করে পুরস্কৃত হয়েছি। আগামী ২০৩০ সালের আগেই এসডিজি সফলভাবে অর্জন করে ২০৪১ সালে বাংলাদেশ উন্নত দেশে পরিণত হবে। এজন্য নিজ নিজ অবস্থান থেকে সবাইকেই কাজ করতে হবে। কোভিড-১৯ এর কারনে সারাবিশ্ব যখন কঠিন পরিস্থিতি মোকাবিলা করছিল, প্রধানমন্ত্রী শেখ হাসিনার দুরদর্শী সিদ্ধান্তের কারণে বাংলাদেশের অর্থনীতি সচল ছিল। তিনি প্রণোদনা প্যাকেজের মাধ্যমে দেশে ব্যবসা-বাণিজ্য টিকিয়ে রেখেছিলেন। যার সুফল আমরা এখন পাচ্ছি। পুঁজিবাজারের প্রতি বিনিয়োগকারীদের আস্থা প্রতিঠিত করতে হবে।’ টিপু মুনশি বলেন, ‘দেশের প্রধান রফতানি খাত তৈরি পোশাক। অপ্রত্যাশিত রানা প্লাজা দুর্ঘটনার পর অনেক প্রতিকূল পরিবেশ মোকাবিলা করে তৈরি পোশাক খাত ঘুরে দাঁড়িয়েছে। পুঁজিবাজারকেও খারাপ অবস্থা থেকে ভালোর দিকে নিয়ে আসতে হবে। এজন্য এ সেক্টরের সবাইকে দায়িত্ব নিয়ে কাজ করতে হবে। এলডিসি গ্র্যাজুয়েশনের পর আমাদের সামনে অনেক চ্যালেঞ্জ আসবে। আমাদের দক্ষতা অভিজ্ঞতা দিয়ে এ চ্যালেঞ্জ মোকাবিলা করতে হবে, সফলভাবে সামনের দিকে এগিয়ে যেতে হবে।’ অর্থসূচকের সম্পাদক জিয়াউর রহমানের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান প্রফেসর শিবলী রুবাইয়াত উল ইসলাম, ঢাকা স্টক এক্সঞ্জের চেয়ারম্যান ইউনুসুর রহমান, চট্টগ্রাম স্টক এক্সঞ্জের চেয়ারম্যান আসিফ ইব্রাহীম, বাংলাদেশ পাবলিকলি লিস্টেড কোম্পানিজ অ্যাসোসিয়েশন (বিএপিএলসি) প্রেসিডেন্ট আনিস উদ দৌলা, বাংলাদেশ মার্চেন্ট ব্যাংকার্স অ্যাসোসিয়েশন(ডিবিএ) এর প্রেসিডেন্ট রিচার্ড ডি রোজারিও উপস্থিত ছিলেন।