প্রত্যাশা ডেস্ক : গোপনে দ্রুত নিজেদের পরমাণু শক্তি বাড়িয়ে চলেছে চীন। চিনের উত্তর-পশ্চিমের ইউমেন শহরের অদূরে, গ্যানসু প্রদেশের মরুভূমি অঞ্চলে ক্ষেপণাস্ত্র মজুত রাখার প্রকোষ্ঠ গড়ে তোলা হয়েছে। এক মহাদেশ থেকে অন্য মহাদেশে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র রাখার মতো করেই তৈরি করা হয়েছে এই গর্তগুলো সংখ্যায় এগুলো ১১৯টি। সম্প্রতি উপগ্রহচিত্র বিশ্লেষণ করেই এই তথ্য উঠে এসেছে বলে জানা গেছে। চীনের পরমাণু অস্ত্র সংক্রান্ত আমেরিকার বিশেষজ্ঞ জেফরি লুইস এই খবর প্রকাশ করেছেন। যা ঘিরে সাড়া পড়ে গিয়েছে বিশ্ব জুড়ে। নিউক্লিয়ার টিপড ব্যালেস্টিক মিসাইল ছোড়ার জন্য তৈরি চীনের এই প্রকোষ্ঠগুলোর বয়স মাস ছয়েকের বেশি নয় বলেই দাবি তার। সপ্তাহখানেকের মধ্যেই এগুলোর নির্মাণ প্রায় শেষের পথে দেখে বিষয়টি নিয়ে আমেরিকাসহ পশ্চিমী শক্তিগুলোর প্রতিরক্ষা কর্তাদের উদ্বেগ স্পষ্ট।