ঢাকা ০৮:৫০ অপরাহ্ন, বুধবার, ২৩ জুলাই ২০২৫

ডেকে নিয়ে ‘হত্যা’, সাবেক স্বামী গ্রেপ্তার

  • আপডেট সময় : ০১:৫৩:২০ অপরাহ্ন, সোমবার, ২ জানুয়ারী ২০২৩
  • ৯৬ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক : ঢাকার বোটানিক্যাল গার্ডেনে ছুরিকাঘাতে এক নারীকে খুনের অভিযোগে তার সাবেক স্বামীকে গ্রেপ্তারের পর পুলিশ বলছে, তাদের মধ্যে ছয় মাস আগে বিবাহ বিচ্ছেদ হয়। গত রোববার বিকালে ফারজানা আফরিন তুলির (২২) নিহত হওয়ার পর পুলিশ ওই নারীর সাবেক স্বামী সাইদুল ইসলামকে (৩০) গ্রেপ্তার করেছে। শাহ আলী থানার ওসি আমিনুল ইসলাম জানান, গত বছরের জুলাইয়ে তুলির সঙ্গে সাইদুলের বিচ্ছেদ হয়। দিনমজুর সাইদুল থাকেন ময়মনসিংহে। তুলি ঢাকার মোহাম্মদুপুরের বছিলায় থাকতেন। “বিকাল ৫টার দিকে বোটানিক্যাল গার্ডেনে সাইদুল ও তুলি বেড়াতে যায়। এক পর্যায়ে সাইদুল তুলির গলায় ছুরি দিয়ে আঘাত করে পালিয়ে যাওয়ার চেষ্টা করে।” এ সময় স্থানীয়রা সাইদুলকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করে বলে জানান ওসি। তিনি বলেন, তুলির প্রথম বিয়ে হলেও সাইদুলের এটি ছিল দ্বিতীয় বিয়ে। সাইদুলের প্রথম স্ত্রীর একটি সন্তান আছে। “পারিবারিক বিরোধ থেকে গত জুলাই মাসে তাদের মধ্যে ছাড়াছাড়ি হয়। কিছুদিন আগে থেকে তারা নিজেদের মধ্যে আবার যোগাযোগ রেখে চলছিল। এই যোগাযোগের সূত্র ধরে সাইদুল বোটানিক্যাল গার্ডেনে তুলিকে ডেকে আনে।” হত্যার কারণ জানার চেষ্টা চলছে বলেও জানান এ পুলিশ কর্মকর্তা।

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : [email protected]
আপলোডকারীর তথ্য

ডেকে নিয়ে ‘হত্যা’, সাবেক স্বামী গ্রেপ্তার

আপডেট সময় : ০১:৫৩:২০ অপরাহ্ন, সোমবার, ২ জানুয়ারী ২০২৩

নিজস্ব প্রতিবেদক : ঢাকার বোটানিক্যাল গার্ডেনে ছুরিকাঘাতে এক নারীকে খুনের অভিযোগে তার সাবেক স্বামীকে গ্রেপ্তারের পর পুলিশ বলছে, তাদের মধ্যে ছয় মাস আগে বিবাহ বিচ্ছেদ হয়। গত রোববার বিকালে ফারজানা আফরিন তুলির (২২) নিহত হওয়ার পর পুলিশ ওই নারীর সাবেক স্বামী সাইদুল ইসলামকে (৩০) গ্রেপ্তার করেছে। শাহ আলী থানার ওসি আমিনুল ইসলাম জানান, গত বছরের জুলাইয়ে তুলির সঙ্গে সাইদুলের বিচ্ছেদ হয়। দিনমজুর সাইদুল থাকেন ময়মনসিংহে। তুলি ঢাকার মোহাম্মদুপুরের বছিলায় থাকতেন। “বিকাল ৫টার দিকে বোটানিক্যাল গার্ডেনে সাইদুল ও তুলি বেড়াতে যায়। এক পর্যায়ে সাইদুল তুলির গলায় ছুরি দিয়ে আঘাত করে পালিয়ে যাওয়ার চেষ্টা করে।” এ সময় স্থানীয়রা সাইদুলকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করে বলে জানান ওসি। তিনি বলেন, তুলির প্রথম বিয়ে হলেও সাইদুলের এটি ছিল দ্বিতীয় বিয়ে। সাইদুলের প্রথম স্ত্রীর একটি সন্তান আছে। “পারিবারিক বিরোধ থেকে গত জুলাই মাসে তাদের মধ্যে ছাড়াছাড়ি হয়। কিছুদিন আগে থেকে তারা নিজেদের মধ্যে আবার যোগাযোগ রেখে চলছিল। এই যোগাযোগের সূত্র ধরে সাইদুল বোটানিক্যাল গার্ডেনে তুলিকে ডেকে আনে।” হত্যার কারণ জানার চেষ্টা চলছে বলেও জানান এ পুলিশ কর্মকর্তা।