নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশ ব্যাংকের রিজার্ভের অর্থচুরির মামলার তদন্ত প্রতিবেদন জমার তারিখ আবারও পিছিয়েছে। গতকাল রোববার ঢাকা মহানগর হাকিম রাজেশ চৌধুরী আগামী ১৪ ফেব্রুয়ারি প্রতিবেদন দাখিলের নতুন দিন ঠিক করেছেন।
সংশ্লিষ্ট আদালত পুলিশের সাধারণ নিবন্ধন কমকর্তা এসআই শাহ আলম জানান, গতকাল রোববার এ মামলার তদন্ত প্রতিবেদন দেওয়ার কথা থাকলেও তদন্ত সংস্থা সিআইডি সেটি দাখিল করতে না পারায় বিচারক তারিখ পিছিয়ে দেন।
এর আগে গত ১৬ নভেম্বর এই প্রতিবেদন জমার তারিখ ছিল। সেদিনও প্রতিবেদন জমা না পড়ায় ১ জানুয়ারি তারিখ রেখেছিলেন বিচারক।
২০১৬ সালের ৪ ফেব্রুয়ারি বাংলাদেশ ব্যাংকের সিস্টেম হ্যাক করে সুইফট মেসেজের মাধ্যমে ফেডারেল রিজার্ভ ব্যাংক অব নিউ ইয়র্কে বাংলাদেশের সঞ্চিত অর্থ থেকে দশ কোটি ডলার ফিলিপিন্স ও শ্রীলঙ্কায় পাঠাতে বলা হয়। শ্রীলঙ্কায় যাওয়া ২ কোটি ডলার আটকানো গেলেও ফিলিপিন্সে যাওয়া ৮ কোটি ডলারের অধিকাংশই জুয়ার আখড়া হয়ে দেশটি থেকে পাচার হয়ে গেছে বলে গণমাধ্যমের খবর। ঘটনার প্রায় এক মাস পর মার্চের শুরুতে বিষয়টি প্রকাশ্যে এলে ১৫ মার্চ রাজধানীর মতিঝিল থানায় মুদ্রা পাচার প্রতিরোধ এবং তথ্য প্রযুক্তি আইনে মামলা করে বাংলাদেশ ব্যাংক। দেশের অভ্যন্তরেরই কোনো একটি চক্রের সহায়তায় এই অর্থ পাচার হয়েছে বলে তখন ধারণা করেছিলেন সংশ্লিষ্টরা। কেন্দ্রীয় ব্যাংক প্রধান কার্যালয়ের একাউন্টস অ্যান্ড বাজেটিং বিভাগের যুগ্ম পরিচালক মো. জোবায়ের বিন হুদা বাদী হয়ে করা এই মামলার তদন্তের দায়িত্ব দেওয়া হয় সিআইডিকে। চুরির জন্য হ্যাকারদের দায়ী করে করা মামলাটিতে আসামির তালিকায় কারও নাম নেই।
রিজার্ভ চুরির প্রতিবেদন জমার তারিখ ফের পেছালো
ট্যাগস :
জনপ্রিয় সংবাদ