ঢাকা ০৫:১৬ পূর্বাহ্ন, শুক্রবার, ১৬ মে ২০২৫

পরীমণির জীবনটা আমার মতো: তসলিমা নাসরিন

  • আপডেট সময় : ১১:৪২:২৩ পূর্বাহ্ন, শনিবার, ৩১ ডিসেম্বর ২০২২
  • ৮১ বার পড়া হয়েছে

বিনোদন ডেস্ক : ভালোবেসে বিয়ের এক বছর যেতে না যেতেই বিচ্ছেদের সুর বাজছে চিত্রনায়িকা পরীমণি ও অভিনেতা শরিফুল রাজের সংসারে। গত শুক্রবার (৩০ ডিসেম্বর) রাতে পরী নিজেই সে ইঙ্গিত দিয়েছেন। জানান, তিনি রাজকে তার জীবন থেকে মুক্তি দিয়েছে। একটি অসুস্থ সম্পর্ক থেকে তিনি বেরিয়ে এসেছেন।
ফেসবুকে পরী লিখেছেন, ‘আমি আজ রাজকে আমার জীবন থেকে ছুটি দিয়ে দিলাম এবং নিজেকেও একটা অসুস্থ সম্পর্ক থেকে মুক্ত করলাম। জীবনে সুস্থভাবে বেঁচে থাকার তুলনায় জরুরি আর কিছু নেই।’
এরপর পরী জানান, শুক্রবার রাত সাড়ে আটটার দিকে রাজের বাসা থেকে ছেলে রাজ্যকে নিয়ে বের হয়ে আসেন তিনি। এরপর মধ্যরাতে দেন স্ট্যাটাস। কিছুদিনের মধ্যে বিচ্ছেদের নোটিশও পাঠাবেন বলে জানিয়েছেন ‘স্বপ্নজাল’ অভিনেত্রী।
এদিকে পরীমণির এমন পরিস্থিতিতে নিজের জীবনের ছায়া খুঁজে পেলেন লেখক তসলিমা নাসরিন। তিনি সোশ্যাল হ্যান্ডেলে বলেছেন, ‘পরীমণির জীবনটা অনেকটা আমার জীবনের মতো। মানুষকে ভালোবাসে, বিশ্বাস করে, আঘাত পায়, কাঁদে, সরে আসে, আবার বিশ্বাস করে, আবার আঘাত পায়, আবার কাঁদে, আবার সরে আসে, আবার বিশ্বাস করে…। এ যেন একটা চক্রের মতো। সৎ, সরল এবং সংবেদনশীল মানুষই এই চক্রের মধ্যে পড়ে যায়।’
পরীর সমর্থনে তসলিমা আরও লিখেছেন, ‘পরীমণি নিজের পায়ে দাঁড়িয়েছে। ও যদি মাথা উঁচু করে, মেরুদ- সোজা করে একা বাঁচতে না পারে, তবে আর পারবে কে? আমি পেরেছি। আরও অনেকেই পেরেছে। নিজেকে ভালোবাসলে পারা যায়। আমাদের তো এই দোষ, আমরা নিজেকে ভালোবাসি না। জগতের আর কোনও প্রাণী নয়, এই আমরা মেয়েরাই আমাদের আততায়ীকে ভালোবেসে তার সঙ্গে এক ঘরে, এক ছাদের তলায় বাস করি!’
এর আগে ঢাকার বোট ক্লাবের ঘটনা ও বাসায় র‌্যাবের অভিযান কা-ে পরীমণির সমর্থনে কথা বলেছিলেন তসলিমা নাসরিন।
উল্লেখ্য, ২০২১ সালের ১৭ অক্টোবর গোপনে বিয়ে করেন পরীমণি ও রাজ। পরিচয় হওয়ার মাত্র সাত দিনের মাথায় তারা বিয়ে করেছিলেন। এরপর ২০২২ সালের ২২ জানুয়ারি পারিবারিক আয়োজনে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন করেন। এ বছরের ১০ আগস্ট তাদের ঘরে আসে একমাত্র পুত্র শাহীম মুহাম্মদ রাজ্য।

ট্যাগস :

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : [email protected]
আপলোডকারীর তথ্য

পরীমণির জীবনটা আমার মতো: তসলিমা নাসরিন

আপডেট সময় : ১১:৪২:২৩ পূর্বাহ্ন, শনিবার, ৩১ ডিসেম্বর ২০২২

বিনোদন ডেস্ক : ভালোবেসে বিয়ের এক বছর যেতে না যেতেই বিচ্ছেদের সুর বাজছে চিত্রনায়িকা পরীমণি ও অভিনেতা শরিফুল রাজের সংসারে। গত শুক্রবার (৩০ ডিসেম্বর) রাতে পরী নিজেই সে ইঙ্গিত দিয়েছেন। জানান, তিনি রাজকে তার জীবন থেকে মুক্তি দিয়েছে। একটি অসুস্থ সম্পর্ক থেকে তিনি বেরিয়ে এসেছেন।
ফেসবুকে পরী লিখেছেন, ‘আমি আজ রাজকে আমার জীবন থেকে ছুটি দিয়ে দিলাম এবং নিজেকেও একটা অসুস্থ সম্পর্ক থেকে মুক্ত করলাম। জীবনে সুস্থভাবে বেঁচে থাকার তুলনায় জরুরি আর কিছু নেই।’
এরপর পরী জানান, শুক্রবার রাত সাড়ে আটটার দিকে রাজের বাসা থেকে ছেলে রাজ্যকে নিয়ে বের হয়ে আসেন তিনি। এরপর মধ্যরাতে দেন স্ট্যাটাস। কিছুদিনের মধ্যে বিচ্ছেদের নোটিশও পাঠাবেন বলে জানিয়েছেন ‘স্বপ্নজাল’ অভিনেত্রী।
এদিকে পরীমণির এমন পরিস্থিতিতে নিজের জীবনের ছায়া খুঁজে পেলেন লেখক তসলিমা নাসরিন। তিনি সোশ্যাল হ্যান্ডেলে বলেছেন, ‘পরীমণির জীবনটা অনেকটা আমার জীবনের মতো। মানুষকে ভালোবাসে, বিশ্বাস করে, আঘাত পায়, কাঁদে, সরে আসে, আবার বিশ্বাস করে, আবার আঘাত পায়, আবার কাঁদে, আবার সরে আসে, আবার বিশ্বাস করে…। এ যেন একটা চক্রের মতো। সৎ, সরল এবং সংবেদনশীল মানুষই এই চক্রের মধ্যে পড়ে যায়।’
পরীর সমর্থনে তসলিমা আরও লিখেছেন, ‘পরীমণি নিজের পায়ে দাঁড়িয়েছে। ও যদি মাথা উঁচু করে, মেরুদ- সোজা করে একা বাঁচতে না পারে, তবে আর পারবে কে? আমি পেরেছি। আরও অনেকেই পেরেছে। নিজেকে ভালোবাসলে পারা যায়। আমাদের তো এই দোষ, আমরা নিজেকে ভালোবাসি না। জগতের আর কোনও প্রাণী নয়, এই আমরা মেয়েরাই আমাদের আততায়ীকে ভালোবেসে তার সঙ্গে এক ঘরে, এক ছাদের তলায় বাস করি!’
এর আগে ঢাকার বোট ক্লাবের ঘটনা ও বাসায় র‌্যাবের অভিযান কা-ে পরীমণির সমর্থনে কথা বলেছিলেন তসলিমা নাসরিন।
উল্লেখ্য, ২০২১ সালের ১৭ অক্টোবর গোপনে বিয়ে করেন পরীমণি ও রাজ। পরিচয় হওয়ার মাত্র সাত দিনের মাথায় তারা বিয়ে করেছিলেন। এরপর ২০২২ সালের ২২ জানুয়ারি পারিবারিক আয়োজনে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন করেন। এ বছরের ১০ আগস্ট তাদের ঘরে আসে একমাত্র পুত্র শাহীম মুহাম্মদ রাজ্য।