ঢাকা ১১:১৬ পূর্বাহ্ন, শুক্রবার, ২৪ অক্টোবর ২০২৫

আফগানিস্তানে নারীদের ওপর নিষেধাজ্ঞা, নিরাপত্তা পরিষদে নিন্দা

  • আপডেট সময় : ০১:৫৪:৩৪ অপরাহ্ন, বুধবার, ২৮ ডিসেম্বর ২০২২
  • ১১৯ বার পড়া হয়েছে

বিদেশের খবর ডেস্ক: আফগানিস্তানে বিশ্ববিদ্যালয়ে নারীদের পড়াশোনা ও এনজিও-তে কাজ করার ওপর নিষেধাজ্ঞা দিয়েছে ক্ষমতাসীন তালেবান সরকার। এ বিষয়ে নিন্দা জানিয়েছে জাতিসংঘের নিরাপত্তা পরিষদ। আন্তর্জাতিক গণমাধ্যম বলছে, ১৫ সদস্যের নিরাপত্তা পরিষদ এ নিন্দা জানিয়েছে। সেই সঙ্গে দেশটিতে বিভিন্ন ক্ষেত্রে নারী ও মেয়েদের পূর্ণ, সমান ও অর্থপূর্ণ অংশগ্রহণের সুযোগ সৃষ্টির জন্য কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানানো হয়েছে।
এক বিবৃতিতে নিরাপত্তা পরিষদ জানিয়েছে, আফগানিস্তানে হাই স্কুলে, বিশ্ববিদ্যালয়ে মেয়ে ও নারীদের পড়াশোনার ওপর যে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে, তা মানবাধিকার ও মৌলিক স্বাধীনতার প্রতি শ্রদ্ধার ক্ষেত্রে ক্রমবর্ধমান ক্ষয়ের প্রতিনিধিত্ব করে।
বিবিসি জানিয়েছে, আফগানিস্তানের ক্ষমতাসীন তালেবানরা ক্রমাগতভাবে নারীদের অধিকার দমন করে আসছে। বিশ্ববিদ্যালয়ে নারীদের উপস্থিতি নিষিদ্ধের দিন কয়েকের মধ্যে এনজিওতেও নারীদের কাজ পুরোপুরি নিষিদ্ধ করা হয়।
নারীদের কাজ করার ওপর নিষেধাজ্ঞার দেওয়ার পর আফগানিস্তানের পাঁচটি শীর্ষ বেসরকারি সংস্থা (এনজিও) সেদেশে কাজ স্থগিত করেছে। কেয়ার ইন্টারন্যাশনাল, নরওয়েজিয়ান রিফিউজি কাউন্সিল (এনআরসি) এবং সেভ দ্য চিলড্রেন সাফ জানিয়ে দিয়েছে, ‘আমাদের নারীকর্মী’ ছাড়া কাজ করা সম্ভব নয়।

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : prottashasmf@yahoo.com
আপলোডকারীর তথ্য

জামায়াত ক্ষমতায় গেলে ভারতের সঙ্গে সম্পর্ক হবে পারস্পরিক সম্মানের ভিত্তিতে

আফগানিস্তানে নারীদের ওপর নিষেধাজ্ঞা, নিরাপত্তা পরিষদে নিন্দা

আপডেট সময় : ০১:৫৪:৩৪ অপরাহ্ন, বুধবার, ২৮ ডিসেম্বর ২০২২

বিদেশের খবর ডেস্ক: আফগানিস্তানে বিশ্ববিদ্যালয়ে নারীদের পড়াশোনা ও এনজিও-তে কাজ করার ওপর নিষেধাজ্ঞা দিয়েছে ক্ষমতাসীন তালেবান সরকার। এ বিষয়ে নিন্দা জানিয়েছে জাতিসংঘের নিরাপত্তা পরিষদ। আন্তর্জাতিক গণমাধ্যম বলছে, ১৫ সদস্যের নিরাপত্তা পরিষদ এ নিন্দা জানিয়েছে। সেই সঙ্গে দেশটিতে বিভিন্ন ক্ষেত্রে নারী ও মেয়েদের পূর্ণ, সমান ও অর্থপূর্ণ অংশগ্রহণের সুযোগ সৃষ্টির জন্য কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানানো হয়েছে।
এক বিবৃতিতে নিরাপত্তা পরিষদ জানিয়েছে, আফগানিস্তানে হাই স্কুলে, বিশ্ববিদ্যালয়ে মেয়ে ও নারীদের পড়াশোনার ওপর যে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে, তা মানবাধিকার ও মৌলিক স্বাধীনতার প্রতি শ্রদ্ধার ক্ষেত্রে ক্রমবর্ধমান ক্ষয়ের প্রতিনিধিত্ব করে।
বিবিসি জানিয়েছে, আফগানিস্তানের ক্ষমতাসীন তালেবানরা ক্রমাগতভাবে নারীদের অধিকার দমন করে আসছে। বিশ্ববিদ্যালয়ে নারীদের উপস্থিতি নিষিদ্ধের দিন কয়েকের মধ্যে এনজিওতেও নারীদের কাজ পুরোপুরি নিষিদ্ধ করা হয়।
নারীদের কাজ করার ওপর নিষেধাজ্ঞার দেওয়ার পর আফগানিস্তানের পাঁচটি শীর্ষ বেসরকারি সংস্থা (এনজিও) সেদেশে কাজ স্থগিত করেছে। কেয়ার ইন্টারন্যাশনাল, নরওয়েজিয়ান রিফিউজি কাউন্সিল (এনআরসি) এবং সেভ দ্য চিলড্রেন সাফ জানিয়ে দিয়েছে, ‘আমাদের নারীকর্মী’ ছাড়া কাজ করা সম্ভব নয়।