ঢাকা ০৫:১৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ জুলাই ২০২৫

গিটার জাদুকর নিলয় দাশকে নিয়ে বই

  • আপডেট সময় : ১২:১৫:৪৩ অপরাহ্ন, বুধবার, ২৮ ডিসেম্বর ২০২২
  • ৮৭ বার পড়া হয়েছে

বিনোদন প্রতিবেদক : নিলয় দাশ। যাকে সবাই ভালোবেসে ডাকেন নিলয় দা। বাংলাদেশের এক ক্ষণজন্মা গিটার জাদুকর। যিনি জাগতিক মায়া ছেড়ে অনেক আগেই অজানায় পাড়ি দিলেন। রেখে গেছেন তার গিটারের কিছু সুর আর নীল কণ্ঠের মোহনীয়তা। সেই নিলয় দাশকে নিয়ে এবার বই লিখেছেন হক ফারুক ও মিলু আমান। তাদের সংকলন ও সম্পাদনায় ‘‘নিলয়’দা’’ শিরোনামে বইটি প্রকাশ হচ্ছে এবারের একুশে গ্রন্থমেলায়। বইটিতে নিলয় দাশকে নিয়ে কথা বলেছেন সংগীতাঙ্গনের শীর্ষরা। এরমধ্যে অন্যতম ফোয়াদ নাসের বাবু, ইব্রাহিম আহমেদ কমল, বাবনা করিম, ফুয়াদ ইবনে রাব্বি, সাঈদ করিম, রেজাউল রাসেল ও মিলু আমান। এমনকি নিলয় দাশকে নিয়ে এই বইতে কথা বলেছেন অকাল প্রয়াত মিউজিশিয়ান রুমী রহমান-ও। বইটিতে নিলয় দাশের দুটি সাক্ষাৎকারও সংকলিত হয়েছে। যেগুলো নিয়েছিলেন আর্ক ব্যান্ডে স্রষ্টা আশীকুজ্জামান টুলু এবং সাংবাদিক নাসির কায়সার। আরও থাকছে নিলয়ের কিছু ক্যামেরাবন্দি হওয়া মুহূর্ত, প্রকাশিত অ্যালবামের ছবি ও সম্পূর্ণ ডিসকোগ্রাফি।বইটি প্রসঙ্গে লেখক-সাংবাদিক হক ফারুক বলেন, ‘আশির দশকে নিও ক্লাসিক্যাল, ফ্ল্যামেনকো, জ্যাজ, ব্লুজ এবং রক ধারার বাংলা সংগীতে নিলয় এমন কিছু সুরের সম্মিলন ঘটিয়েছিলেন, যা সে সময়ে এক বিস্ময়! সবার প্রিয় নিলয় দা ছিলেন গিটারিস্টদেরও গিটারিস্ট। পরবর্তী সময়ে দেশের খ্যাতনামা অনেক গিটারিস্টের তিনি ছিলেন সংগীত গুরু। অনেকে তার কাছ থেকে শিখে ও দেখে গিটারে সিদ্ধহস্ত হয়েছিলেন।’‘এই বইয়ের মধ্য দিয়ে আমরা নিলয় দাশকে আরেকটু বিশেষভাবে জানবার প্রয়াস চালিয়েছি। নতুন প্রজন্ম এই বইয়ের মধ্য দিয়ে নতুনভাবে নিলয় দাকে আবিষ্কার করবেন বলে বিশ্বাস।’ যোগ করেন হক ফারুক। গ্রন্থের অন্য লেখক মিলু আমান বলেন, ‘‘নিলয় দা ছিলেন নিভৃতচারী এক মানুষ। প্রচারবিমুখ। সংগীত জগতে সমাদৃত হলেও অনেক প্রজন্মই তাকে জেনে উঠতে পারেনি। আমাদের সংগীতের এই ‘আনসাং হিরো’ নিলয় দা-কে সবার মাঝে ছড়িয়ে দিতে, তাকে আরেকটু জানতেই আমাদের এই উদ্যোগ।’’গ্রন্থটির প্রচ্ছদ করেছেন গীতিকবি নিয়াজ আহমেদ অংশু, প্রচ্ছদে ব্যবহৃত ছবি তুলেছেন ইমতিয়াজ আলম বেগ। একুশে গ্রন্থমেলায় বইটি সরাসরি কিনতে পাওয়া গেলেও ১ জানুয়ারি থেকে চলবে প্রি-অর্ডার। জানায় প্রকাশনা সংস্থা আজব। ২০০৬ সালে মাত্র ৪৫ বছর বয়সে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান নিলয় দাশ। তার আগে রেখে গেছেন ‘সেই যে চলে গেলে’, ‘এ শহর ডুবে যায়’, ‘লাশ কাটা ঘরে’, ‘যখনই নিবিড় করে’র মতো কালজয়ী প্রেম-বিরহী অনেক গান।

ট্যাগস :

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : [email protected]
আপলোডকারীর তথ্য

গিটার জাদুকর নিলয় দাশকে নিয়ে বই

আপডেট সময় : ১২:১৫:৪৩ অপরাহ্ন, বুধবার, ২৮ ডিসেম্বর ২০২২

বিনোদন প্রতিবেদক : নিলয় দাশ। যাকে সবাই ভালোবেসে ডাকেন নিলয় দা। বাংলাদেশের এক ক্ষণজন্মা গিটার জাদুকর। যিনি জাগতিক মায়া ছেড়ে অনেক আগেই অজানায় পাড়ি দিলেন। রেখে গেছেন তার গিটারের কিছু সুর আর নীল কণ্ঠের মোহনীয়তা। সেই নিলয় দাশকে নিয়ে এবার বই লিখেছেন হক ফারুক ও মিলু আমান। তাদের সংকলন ও সম্পাদনায় ‘‘নিলয়’দা’’ শিরোনামে বইটি প্রকাশ হচ্ছে এবারের একুশে গ্রন্থমেলায়। বইটিতে নিলয় দাশকে নিয়ে কথা বলেছেন সংগীতাঙ্গনের শীর্ষরা। এরমধ্যে অন্যতম ফোয়াদ নাসের বাবু, ইব্রাহিম আহমেদ কমল, বাবনা করিম, ফুয়াদ ইবনে রাব্বি, সাঈদ করিম, রেজাউল রাসেল ও মিলু আমান। এমনকি নিলয় দাশকে নিয়ে এই বইতে কথা বলেছেন অকাল প্রয়াত মিউজিশিয়ান রুমী রহমান-ও। বইটিতে নিলয় দাশের দুটি সাক্ষাৎকারও সংকলিত হয়েছে। যেগুলো নিয়েছিলেন আর্ক ব্যান্ডে স্রষ্টা আশীকুজ্জামান টুলু এবং সাংবাদিক নাসির কায়সার। আরও থাকছে নিলয়ের কিছু ক্যামেরাবন্দি হওয়া মুহূর্ত, প্রকাশিত অ্যালবামের ছবি ও সম্পূর্ণ ডিসকোগ্রাফি।বইটি প্রসঙ্গে লেখক-সাংবাদিক হক ফারুক বলেন, ‘আশির দশকে নিও ক্লাসিক্যাল, ফ্ল্যামেনকো, জ্যাজ, ব্লুজ এবং রক ধারার বাংলা সংগীতে নিলয় এমন কিছু সুরের সম্মিলন ঘটিয়েছিলেন, যা সে সময়ে এক বিস্ময়! সবার প্রিয় নিলয় দা ছিলেন গিটারিস্টদেরও গিটারিস্ট। পরবর্তী সময়ে দেশের খ্যাতনামা অনেক গিটারিস্টের তিনি ছিলেন সংগীত গুরু। অনেকে তার কাছ থেকে শিখে ও দেখে গিটারে সিদ্ধহস্ত হয়েছিলেন।’‘এই বইয়ের মধ্য দিয়ে আমরা নিলয় দাশকে আরেকটু বিশেষভাবে জানবার প্রয়াস চালিয়েছি। নতুন প্রজন্ম এই বইয়ের মধ্য দিয়ে নতুনভাবে নিলয় দাকে আবিষ্কার করবেন বলে বিশ্বাস।’ যোগ করেন হক ফারুক। গ্রন্থের অন্য লেখক মিলু আমান বলেন, ‘‘নিলয় দা ছিলেন নিভৃতচারী এক মানুষ। প্রচারবিমুখ। সংগীত জগতে সমাদৃত হলেও অনেক প্রজন্মই তাকে জেনে উঠতে পারেনি। আমাদের সংগীতের এই ‘আনসাং হিরো’ নিলয় দা-কে সবার মাঝে ছড়িয়ে দিতে, তাকে আরেকটু জানতেই আমাদের এই উদ্যোগ।’’গ্রন্থটির প্রচ্ছদ করেছেন গীতিকবি নিয়াজ আহমেদ অংশু, প্রচ্ছদে ব্যবহৃত ছবি তুলেছেন ইমতিয়াজ আলম বেগ। একুশে গ্রন্থমেলায় বইটি সরাসরি কিনতে পাওয়া গেলেও ১ জানুয়ারি থেকে চলবে প্রি-অর্ডার। জানায় প্রকাশনা সংস্থা আজব। ২০০৬ সালে মাত্র ৪৫ বছর বয়সে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান নিলয় দাশ। তার আগে রেখে গেছেন ‘সেই যে চলে গেলে’, ‘এ শহর ডুবে যায়’, ‘লাশ কাটা ঘরে’, ‘যখনই নিবিড় করে’র মতো কালজয়ী প্রেম-বিরহী অনেক গান।