ক্রীড়া প্রতিবেদক : পর্যটন নগরী কক্সবাজারের ডলফিন বিচে শুরু হয়েছে বঙ্গবন্ধু এশিয়ান সেন্ট্রাল জোন ম্যানস ও ওমেনস ইন্টারন্যাশনাল বিচ ভলিবল চ্যাম্পিয়নশিপ-২০২২। গত মঙ্গলবার (২৭ ডিসেম্বর) বিকেলে সমুদ্র সৈকতে জমকালো আয়োজনে বিচ ভলিবল চ্যাম্পিয়নশিপের উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ভলিবল ফেডারেশনের সভাপতি ও ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র মো. আতিকুল ইসলাম। আন্তর্জাতিক এ টুর্নামেন্টে বাংলাদেশ, ভারত, শ্রীলঙ্কা, নেপাল, মালদ্বীপ, ভুটান ও কিরগিজস্তান- এ সাতটি দেশের পুরুষ দল অংশ নিয়েছে। এছাড়া বাংলাদেশ, শ্রীলঙ্কা, নেপাল ও উজবেকিস্তান- এ চারটি দেশের নারী দল অংশ নিয়েছে। এ টুর্নামেন্টের ফাইনাল একই ভেন্যুতে অনুষ্ঠিত হবে আজ ২৯ ডিসেম্বর।