ঢাকা ০৭:৩০ অপরাহ্ন, শুক্রবার, ০৮ অগাস্ট ২০২৫

ট্যাক্স কার্ড পাচ্ছে ১৪১ ব্যক্তি ও প্রতিষ্ঠান

  • আপডেট সময় : ০১:৩৪:০৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ ডিসেম্বর ২০২২
  • ১০১ বার পড়া হয়েছে

অর্থনৈতিক ডেস্ক : ২০২১-২২ কর বছরের জন্য জাতীয় পর্যায়ে ১৪১ ব্যক্তি ও প্রতিষ্ঠানকে সেরা করদাতা নির্বাচিত করা হয়েছে। শীর্ষ করদাতা হিসেবে ব্যক্তি পর্যায়ে ট্যাক্স কার্ড পাচ্ছেন ৭৬ জন। কোম্পানি পর্যায়ে ৫৩টি প্রতিষ্ঠান সেরা করদাতা মনোনীত হয়েছে। এ ছাড়া ট্যাক্স কার্ড পাচ্ছে আরও ১২টি প্রতিষ্ঠান। তাদের সবার নামের তালিকা গেজেট আকারে প্রকাশ করেছে অর্থ মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ সম্পদ বিভাগ। আরেকটি গেজেটের মাধ্যমে সিটি করপোরেশন ও জেলা পর্যায়ে ৫২৫ জন সেরা করদাতার তালিকাও প্রকাশ করা হয়েছে। আগামী ২৮ ডিসেম্বর সেরা করদাতাদের ট্যাক্স কার্ড ও সম্মাননা দেওয়া হবে।এবারও সেরা করদাতার পুরস্কার পাচ্ছেন জর্দা ব্যবসায়ী মো. কাউছ মিয়া। হাকিমপুরী জর্দার স্বত্বাধিকারী তিনি। ব্যক্তি পর্যায়ের সিনিয়র সিটিজেন ক্যাটাগরিতে ট্যাক্স কার্ড পাচ্ছেন তিনি। এর আগেও বেশ কয়েকবার তিনি সেরা করদাতার পুরস্কার পান। গত করবর্ষে ব্যবসায়ী শ্রেণিতে সেরা করদাতা নির্বাচিত হন তিনি। সিনিয়র সিটিজেন ক্যাটাগরিতে শীর্ষ করদাতার তালিকায় আরও আছেন খাজা তাজমহল, ফজলুর রহমান, এম সাহাবুদ্দিন আহমেদ ও ইঞ্জিনিয়ার খন্দকার বদরুল হাসান।যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা ক্যাটাগরিতে সেরা করদাতা নির্বাচিত হয়েছেন এ. মতিন চৌধুরী, মো. নাসির উদ্দিন মৃধা, ডা. মো. আমজাদ হোসেন, মো. জয়নাল আবেদীন, লে. জেনারেল (অব.) আবু সালেহ মো. নাসিম। ব্যবসায়ী ক্যাটাগরিতে সেরা করদাতার পুরস্কার পাচ্ছেন বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী। তিনি গাজী গ্রুপের চেয়ারম্যান। এ ছাড়া এই ক্যাটাগরিতে সেরা করদাতা হয়েছেন এসএম আশরাফুল আলম, এসএম শামসুল আলম, মো. মাহবুবুর রহমান ও গাজী গোলাম মূর্তজা। আইনজীবী ক্যাটাগরিতে শীর্ষ করদাতা হয়েছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র শেখ ফজলে নূর তাপস, আহসানুল করিম, তৌফিকা আফতাব, ব্যারিস্টার নিহাদ কবির ও অ্যাটর্নি জেনারেল আবু মোহাম্মদ আমিন উদ্দিন। সাংবাদিক ক্যাটাগরিতে সেরা করদাতা হিসেবে ট্যাক্স কার্ড পাচ্ছেন চ্যানেল আইয়ের ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগর, দ্য ডেইলি স্টারের সম্পাদক মাহফুজ আনাম, দৈনিক প্রথম আলোর সম্পাদক মতিউর রহমান, চ্যানেল আইয়ের পরিচালক ও বার্তাপ্রধান শাইখ সিরাজ এবং দৈনিক বাংলাদেশ প্রতিদিনের সম্পাদক নঈম নিজাম।খেলোয়াড় ক্যাটাগরিতে শীর্ষ করদাতা নির্বাচিত হয়েছেন ক্রিকেটার সাকিব আল হাসান, তামিম ইকবাল খান ও কাজী নুরুল হাসান সোহান। অভিনেতা-অভিনেত্রী ক্যাটাগরিতে রয়েছেন মাহফুজ আহমেদ, মেহজাবীন চৌধুরী ও পীযূষ বন্দ্যোপাধ্যায়। শিল্পী ক্যাটাগরিতে আছেন তাহসান রহমান খান, এসডি রুবেল ও কুমার বিশ্বজিৎ দে।কোম্পানি পর্যায়ে ব্যাংকিং ক্যাটাগরিতে সেরা করদাতা হয়েছে স্ট্যান্ডার্ড চার্টার্ড বাংলাদেশ, ইসলামী ব্যাংক বাংলাদেশ, এইচএসবিসি ও ডাচ্-বাংলা ব্যাংক। ব্যাংকবহির্ভূত আর্থিক খাতে রয়েছে ইডকল, আইডিএলসি ফাইন্যান্স, আইসিবি ও বাংলাদেশ ইনফ্রাস্ট্রাকচার ফাইন্যান্স ফান্ড। প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়া ক্যাটাগরিতে সেরা করদাতা নির্বাচিত হয়েছে মিডিয়াস্টার, ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ, সময় মিডিয়া এবং হা-মীম গ্রুপের প্রতিষ্ঠান টাইমস মিডিয়া। তৈরি পোশাক ক্যাটাগরিতে হা-মীম গ্রুপের আরেক প্রতিষ্ঠান রিফাত গার্মেন্টস সেরা করদাতা মনোনীত হয়েছে। তৈরি পোশাক খাতে সেরা করদাতার তালিকায় থাকা অন্য প্রতিষ্ঠানগুলো হচ্ছে- স্কয়ার ফ্যাশনস, ইউনিভার্সেল জিন্স, জাবের অ্যান্ড জোবায়ের, ইয়াংওয়ান হাইটেক স্পোর্টসওয়্যার, প্যাসিফিক জিন্স ও স্নোটেক্স আউটারওয়্যার।সেরা করদাতার তালিকায় আরও রয়েছে- টেলিযোগাযোগে গ্রামীণফোন; প্রকৌশলে বাংলাদেশ মেশিন টুলস ফ্যাক্টরি, বিএসআরএম ও ন্যাশনাল ডেভেলপমেন্ট ইঞ্জিনিয়ার্স; খাদ্য ও আনুষঙ্গিক খাতে অলিম্পিক ইন্ডাস্ট্রিজ, প্রাণ ডেইরি ও স্কয়ার ফুড অ্যান্ড বেভারেজ; জ্বালানিতে তিতাস গ্যাস, যমুনা অয়েল ও পেট্রোম্যাক্স রিফাইনারি। এ ছাড়া ব্যক্তি, কোম্পানি ও প্রাতিষ্ঠানিক আরও কিছু ক্যাটাগরিতে সেরা করদাতাদের সম্মাননা ও ট্যাক্স কার্ড দেওয়া হবে।

ট্যাগস :

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : [email protected]
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ট্যাক্স কার্ড পাচ্ছে ১৪১ ব্যক্তি ও প্রতিষ্ঠান

আপডেট সময় : ০১:৩৪:০৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ ডিসেম্বর ২০২২

অর্থনৈতিক ডেস্ক : ২০২১-২২ কর বছরের জন্য জাতীয় পর্যায়ে ১৪১ ব্যক্তি ও প্রতিষ্ঠানকে সেরা করদাতা নির্বাচিত করা হয়েছে। শীর্ষ করদাতা হিসেবে ব্যক্তি পর্যায়ে ট্যাক্স কার্ড পাচ্ছেন ৭৬ জন। কোম্পানি পর্যায়ে ৫৩টি প্রতিষ্ঠান সেরা করদাতা মনোনীত হয়েছে। এ ছাড়া ট্যাক্স কার্ড পাচ্ছে আরও ১২টি প্রতিষ্ঠান। তাদের সবার নামের তালিকা গেজেট আকারে প্রকাশ করেছে অর্থ মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ সম্পদ বিভাগ। আরেকটি গেজেটের মাধ্যমে সিটি করপোরেশন ও জেলা পর্যায়ে ৫২৫ জন সেরা করদাতার তালিকাও প্রকাশ করা হয়েছে। আগামী ২৮ ডিসেম্বর সেরা করদাতাদের ট্যাক্স কার্ড ও সম্মাননা দেওয়া হবে।এবারও সেরা করদাতার পুরস্কার পাচ্ছেন জর্দা ব্যবসায়ী মো. কাউছ মিয়া। হাকিমপুরী জর্দার স্বত্বাধিকারী তিনি। ব্যক্তি পর্যায়ের সিনিয়র সিটিজেন ক্যাটাগরিতে ট্যাক্স কার্ড পাচ্ছেন তিনি। এর আগেও বেশ কয়েকবার তিনি সেরা করদাতার পুরস্কার পান। গত করবর্ষে ব্যবসায়ী শ্রেণিতে সেরা করদাতা নির্বাচিত হন তিনি। সিনিয়র সিটিজেন ক্যাটাগরিতে শীর্ষ করদাতার তালিকায় আরও আছেন খাজা তাজমহল, ফজলুর রহমান, এম সাহাবুদ্দিন আহমেদ ও ইঞ্জিনিয়ার খন্দকার বদরুল হাসান।যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা ক্যাটাগরিতে সেরা করদাতা নির্বাচিত হয়েছেন এ. মতিন চৌধুরী, মো. নাসির উদ্দিন মৃধা, ডা. মো. আমজাদ হোসেন, মো. জয়নাল আবেদীন, লে. জেনারেল (অব.) আবু সালেহ মো. নাসিম। ব্যবসায়ী ক্যাটাগরিতে সেরা করদাতার পুরস্কার পাচ্ছেন বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী। তিনি গাজী গ্রুপের চেয়ারম্যান। এ ছাড়া এই ক্যাটাগরিতে সেরা করদাতা হয়েছেন এসএম আশরাফুল আলম, এসএম শামসুল আলম, মো. মাহবুবুর রহমান ও গাজী গোলাম মূর্তজা। আইনজীবী ক্যাটাগরিতে শীর্ষ করদাতা হয়েছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র শেখ ফজলে নূর তাপস, আহসানুল করিম, তৌফিকা আফতাব, ব্যারিস্টার নিহাদ কবির ও অ্যাটর্নি জেনারেল আবু মোহাম্মদ আমিন উদ্দিন। সাংবাদিক ক্যাটাগরিতে সেরা করদাতা হিসেবে ট্যাক্স কার্ড পাচ্ছেন চ্যানেল আইয়ের ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগর, দ্য ডেইলি স্টারের সম্পাদক মাহফুজ আনাম, দৈনিক প্রথম আলোর সম্পাদক মতিউর রহমান, চ্যানেল আইয়ের পরিচালক ও বার্তাপ্রধান শাইখ সিরাজ এবং দৈনিক বাংলাদেশ প্রতিদিনের সম্পাদক নঈম নিজাম।খেলোয়াড় ক্যাটাগরিতে শীর্ষ করদাতা নির্বাচিত হয়েছেন ক্রিকেটার সাকিব আল হাসান, তামিম ইকবাল খান ও কাজী নুরুল হাসান সোহান। অভিনেতা-অভিনেত্রী ক্যাটাগরিতে রয়েছেন মাহফুজ আহমেদ, মেহজাবীন চৌধুরী ও পীযূষ বন্দ্যোপাধ্যায়। শিল্পী ক্যাটাগরিতে আছেন তাহসান রহমান খান, এসডি রুবেল ও কুমার বিশ্বজিৎ দে।কোম্পানি পর্যায়ে ব্যাংকিং ক্যাটাগরিতে সেরা করদাতা হয়েছে স্ট্যান্ডার্ড চার্টার্ড বাংলাদেশ, ইসলামী ব্যাংক বাংলাদেশ, এইচএসবিসি ও ডাচ্-বাংলা ব্যাংক। ব্যাংকবহির্ভূত আর্থিক খাতে রয়েছে ইডকল, আইডিএলসি ফাইন্যান্স, আইসিবি ও বাংলাদেশ ইনফ্রাস্ট্রাকচার ফাইন্যান্স ফান্ড। প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়া ক্যাটাগরিতে সেরা করদাতা নির্বাচিত হয়েছে মিডিয়াস্টার, ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ, সময় মিডিয়া এবং হা-মীম গ্রুপের প্রতিষ্ঠান টাইমস মিডিয়া। তৈরি পোশাক ক্যাটাগরিতে হা-মীম গ্রুপের আরেক প্রতিষ্ঠান রিফাত গার্মেন্টস সেরা করদাতা মনোনীত হয়েছে। তৈরি পোশাক খাতে সেরা করদাতার তালিকায় থাকা অন্য প্রতিষ্ঠানগুলো হচ্ছে- স্কয়ার ফ্যাশনস, ইউনিভার্সেল জিন্স, জাবের অ্যান্ড জোবায়ের, ইয়াংওয়ান হাইটেক স্পোর্টসওয়্যার, প্যাসিফিক জিন্স ও স্নোটেক্স আউটারওয়্যার।সেরা করদাতার তালিকায় আরও রয়েছে- টেলিযোগাযোগে গ্রামীণফোন; প্রকৌশলে বাংলাদেশ মেশিন টুলস ফ্যাক্টরি, বিএসআরএম ও ন্যাশনাল ডেভেলপমেন্ট ইঞ্জিনিয়ার্স; খাদ্য ও আনুষঙ্গিক খাতে অলিম্পিক ইন্ডাস্ট্রিজ, প্রাণ ডেইরি ও স্কয়ার ফুড অ্যান্ড বেভারেজ; জ্বালানিতে তিতাস গ্যাস, যমুনা অয়েল ও পেট্রোম্যাক্স রিফাইনারি। এ ছাড়া ব্যক্তি, কোম্পানি ও প্রাতিষ্ঠানিক আরও কিছু ক্যাটাগরিতে সেরা করদাতাদের সম্মাননা ও ট্যাক্স কার্ড দেওয়া হবে।