ক্রীড়া ডেস্ক : দীর্ঘ ৩৬ বছর পর ফুটবল বিশ্বকাপের শিরোপা জিতেছে আর্জেন্টিনা। মেসি-মার্তিনেজদের এই সাফল্যের কারণে আর্জেন্টিনা এখন পরিণত হয়েছে উৎসবের দেশে। বাংলাদেশেও আর্জেন্টিনা দলের রয়েছে কোটি কোটি ভক্ত। মেসিদের সাফল্য তাই আনন্দিত করেছে বাংলাদেশিদেরও। সামাজিক যোগাযোগ মাধ্যমে মেসিদের বন্দনায় এখনো মেতে আছে বাংলাদেশের ক্রীড়াপ্রেমীরা। এবার মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ক্রিকেট ম্যাচেও বাংলাদেশের দর্শকরা উপস্থিত হয়েছেন মেসি-ম্যারাডোনার ছবি সংবলিত ব্যানার নিয়ে। বাংলাদেশ ক্রিকেট সাপোর্টাস অ্যাসেসিয়েশনের ব্যানারে বড় করে লিখা, ‘অভিনন্দন আর্জেন্টিনা’। সেখানে জুড়ে দেওয়া হয়েছে মেসি-ম্যারাডোনা ও বিশ্বকাপের ছবি। আর্জেন্টিনা দলের জার্সি পরে খেলা দেখতে এসেছেন অনেক দর্শক। ক্রিকেটাররাও মেতে আছেন আর্জেন্টিনাকে নিয়ে। বাংলাদেশের অধিনায়ক সাকিব আল হাসান তো মেসিদের জার্সি পরেই অনুশীলন পর্ব মাতালেন। মিরপুরে গতকালই শুরু হয়েছে সফরকারী ভারতের বিপক্ষে চলমান সিরিজের দ্বিতীয় টেস্টে। চট্টগ্রাম টেস্টে হেরে যাওয়ায় ঢাকা টেস্টে জয়ের বিকল্প নেই টাইগারদের। প্রতিবেদন লেখার সময় প্রথম ইনিংসে বাংলাদেশের স্কোর ৪ উইকেটে ১৫১ রান। মমিনুল হক ৫৬ ও লিটন দাস ৬ রানে ব্যাট করেছেন।