ডববিসি: পেরুর ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট পেদ্রো ক্যাস্তিয়োর পরিবারকে মেক্সিকো রাজনৈতিক আশ্রয় দেওয়ার পর দেশটির রাষ্ট্রদূতকে ৭২ ঘণ্টার মধ্যে দেশত্যাগের নির্দেশ দিয়েছে লিমা। চলতি মাসের ৭ ডিসেম্বর পেরুর কংগ্রেস অভিশংসনের মাধ্যমে বামপন্থি ক্যাস্তিয়োকে প্রেসিডেন্টের পদ থেকে সরিয়ে দেয়। এরপর ভাইস প্রেসিডেন্ট দিনা বোলুয়ার্তে দেশটির প্রেসিডেন্ট হিসেবে অভিষিক্ত হন। কংগ্রেস ভেঙ্গে দেওয়ার চেষ্টার দায়ে ক্যাস্তিয়োর বিরুদ্ধে ‘বিদ্রোহের’ অভিযোগ আনা হয়েছে। তাকে গ্রেপ্তার করে তার বিরুদ্ধে আনা বিদ্রোহ ও ষড়যন্ত্রের অভিযোগের তদন্ত করা হচ্ছে। কিন্তু মেক্সিকো ক্ষমতাচ্যুত এ প্রেসিডেন্টকে সমর্থন করে আসছে এবং তাকে রাজনৈতিক আশ্রয় দেওয়ার কথা বিবেচনা করছে বলে জানিয়েছিল। মেক্সিকোর প্রেসিডেন্ট আন্দ্রেস ম্যানুয়েল লোপেজ ওব্রাদর ক্যাস্তিয়োর অপসারণকে ‘অগণতান্ত্রিক’ বলে অবহিত করেছেন। মঙ্গলবার মেক্সিকোর পররাষ্ট্রমন্ত্রী মার্সেলো ইবরার জানান, পেরুর রাজধানী লিমায় মেক্সিকোর দূতাবাসে রাজনৈতিক আশ্রয় নেওয়া ক্যাস্তিয়োর পরিবারকে ‘নিরাপদ প্যাসেজ’ দেওয়ার বিষয়ে তার সরকার আলোচনা চালিয়ে যাচ্ছে। পরে পেরুর পররাষ্ট্রমন্ত্রী আনা সিসিলিয়া গেরবাসি জানান, ‘নিরাপদ প্যাসেজ’ মঞ্জুর করা হয়েছে। কিন্তু মেক্সিকোর রাজনৈতিক আশ্রয় দেওয়ার সিদ্ধান্তে পেরুর সরকার ক্ষুব্ধ হয় আর এরপর লিমায় নিযুক্ত মেক্সিকোর রাষ্ট্রদূত পাবলো মনরয়কে ‘অবাঞ্ছিত’ ঘোষণা করে।
পেরুর পররাষ্ট্রমন্ত্রী গেরবাসি নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম একাউন্টে বলেন, “মনরয়কে বহিষ্কার করার কারণ হচ্ছে পেরুর রাজনৈতিক পরিস্থিতি নিয়ে মেক্সিকোর সর্বোচ্চ কর্তৃপক্ষের বিবৃতির পুনরাবৃত্তি।” পেরুর বিরোধীদলীয় আইনপ্রণেতা মারিয়া দেন কারমেন আলভা মেক্সিকো ‘দুর্নীতিবাজদের আশ্রয় দিচ্ছে’ বলে অভিযোগ করেন।
অভিশংসন ভোটের মুখে ক্যাস্তিয়ো বিরোধীদল নিয়ন্ত্রিত কংগ্রেস ভেঙ্গে দেওয়ার ঘোষণা দিয়েছিলেন। কিন্তু কংগ্রেস তাকে অগ্রাহ্য করে অভিশংসন ভোটের আয়োজন করে আর তাতে পর্যাপ্ত ভোট পেয়ে তাকে প্রেসিডেন্ট পদ থেকে অপসারণ করে। মেক্সিকো পেদ্রো ক্যাস্তিয়োর পরিবারকে রাজনৈতিক আশ্রয় দেওয়ার পর লিমায় দেশটির দূতাবাসের সামনে দাঁড়িয়ে আছেন বিক্ষোভকারীরা। ক্যাস্তিয়ো লিমার মেক্সিকো দূতাবাসে আশ্রয় নেওয়ার উদ্যোগ নিলে তার দেহরক্ষীরা তাকে বাধা দেয়। পরে তাকে গ্রেপ্তার করে সরকারি হেফাজতে নেওয়া হয়। এর কয়েক ঘণ্টার মধ্যে কংগ্রেস ভাইস প্রেসিডেন্ট বেলুয়ার্তেকে (৬০) নতুন প্রেসিডেন্ট হিসেবে নিয়োগ দেয়। বেলুয়ার্তে আগাম নির্বাচনের জন্য চাপ দিতে শুরু করেন এবং মঙ্গলবার আইনপ্রণেতারা এ প্রস্তাবের পক্ষের ভোট দিয়ে তাকে সমর্থন জানান। এই ভোটের পর নির্বাচন ২০২৬ এর বদলে দুই বছর এগিয়ে এনে ২০২৪ সালের এপ্রিলে আয়োজন করার সিদ্ধান্ত হয়। নির্বাচিত প্রেসিডেন্ট ক্যাস্তিয়োকে ক্ষমতাচ্যুত করার পর থেকে পেরুজুড়ে সহিংস বিক্ষোভ শুরু হয়। বিক্ষোভকারীরা ক্যাস্তিয়োর মুক্তি ও আগাম নির্বাচন দাবি করছে। দুই সপ্তাহ ধরে চলা সহিংসতায় ২০ জনেরও বেশি মানুষ নিহত হয়েছেন।
মেক্সিকোর রাষ্ট্রদূতকে ৭২ ঘণ্টার মধ্যে পেরু ছাড়ার নির্দেশ
ট্যাগস :
জনপ্রিয় সংবাদ