রয়টার্স : আন্দামান দ্বীপপুঞ্জের কাছে একটি নৌকায় অন্তত ১০০ রোহিঙ্গা আটকা পড়েছে। এছাড়া আরও ১৬ থেকে ২০ জন রোহিঙ্গা হয়তো তৃষ্ণা, ক্ষুধায় বা ডুবে মারা গেছে। মিয়ানমারের দুটি রোহিঙ্গা অধিকার গ্রুপ এ তথ্য জানিয়েছে।
মিয়ানমারের সহিংসতা থেকে বাঁচতে প্রতি বছর জীবনের ঝুঁকি নিয়ে অনেক রোহিঙ্গা ছোট নৌকায় চড়ে অবৈধভাবে মালয়েশিয়া যাওয়ার চেষ্টা করছেন। বাংলাদেশের আশ্রয় শিবির থেকেও অনেক রোহিঙ্গা একইভাবে পালানোর চেষ্টা করছে। একটি সূত্র বার্তা সংস্থা রয়টার্সকে জানিয়েছে, মঙ্গলবার গভীর রাতে পাঁচটি ভারতীয় জাহাজ আটকা পড়া নৌকাটির কাছে এসেছিল। ভারতীয় নৌবাহিনীর একজন মুখপাত্র জানিয়েছেন, তার কাছে এ ব্যাপারে কোনো তথ্য নেই।
মিয়ানমারের রোহিঙ্গাদের সমর্থনে কাজ করা আরাকান প্রজেক্টের পরিচালক ক্রিস লেওয়া বলেন, ‘আমরা অনুমান করছি সম্ভবত ২০ জনের মতো মারা গেছে, কিছু ক্ষুধা ও তৃষ্ণায় এবং অন্যরা হতাশায় ঝাঁপিয়ে পড়েছে। এটা একেবারেই ভয়ঙ্কর ও নিষ্ঠুর।” এশিয়া প্যাসিফিক রিফিউজি রাইটস নেটওয়ার্কের রোহিঙ্গা ওয়ার্কিং গ্রুপ জানিয়েছে, এই দলটি দুই সপ্তাহেরও বেশি সময় ধরে আটকা পড়ে আছে।