বিদেশের খবর ডেস্ক : বুধবার ভারতের মণিপুরের নোনি জেলায় স্থানীয় ইয়ারিপোকের থামবলনু উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের নিয়ে শিক্ষা সফরে যাওয়ার সময় দুটি বাস সড়ক দুর্ঘটনার কবলে পড়ে। এতে অন্তত ১৫ শিক্ষার্থী নিহত হয়েছে বলে ভারতীয় গণমাধ্যম জানিয়েছে। মণিপুরের ননি জেলার বিষ্ণুপুর-খুপুম রোডের ধারে দুর্ঘটনাটি ঘটেছে। দুর্ঘটনায় নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে পুলিশ জানিয়েছে। পুলিশ জানায়, ইয়ারিপোকের থাম্বলনু উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের প্রায় ৩৬ জন ছাত্র ও কর্মচারীকে বহনকারী একটি বাস দুর্ঘটনার সম্মুখীন হয় এবং সকাল ১১ টার দিকে ইম্ফল থেকে ৫০ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে নুংসাই গ্রামে উল্টে যায়। নোনি জেলার একজন ঊর্ধ্বতন কর্মকর্তা জানিয়েছেন, এখন পর্যন্ত হতাহতের সংখ্যা সম্পর্কে কোনো নিশ্চিত প্রতিবেদন নেই, তবে নিহতের সংখ্যা আরও বাড়তে পারে। আহত ছাত্রদের মধ্যে কয়েকজনকে ইম্ফলের বেসরকারি স্বাস্থ্যসেবা কেন্দ্রে নিয়ে যাওয়া হয়েছে। ইতিমধ্যে, রাজ্যের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী ডা. সাপম রঞ্জন সিং কর্মকর্তাদের সঙ্গে দুর্ঘটনাস্থল পরিদর্শন করেন।
মণিপুরে শিক্ষাসফরে যাওয়ার পথে সড়ক দুর্ঘটনা, নিহত ১৫ শিক্ষার্থী
জনপ্রিয় সংবাদ