ঢাকা ০৫:৪৭ অপরাহ্ন, রবিবার, ১০ অগাস্ট ২০২৫

ডোনাল্ড বলছেন, ঢাকায় জেতা সম্ভব

  • আপডেট সময় : ১০:৩৯:০৪ পূর্বাহ্ন, বুধবার, ২১ ডিসেম্বর ২০২২
  • ৮৭ বার পড়া হয়েছে

ক্রীড়া ডেস্ক : চট্টগ্রাম টেস্টে দ্বিতীয় ইনিংসে লড়াই করলেও প্রথম ইনিংসের ব্যর্থতায় ভারতের কাছে ১৮৮ রানে হারতে হয়েছে বাংলাদেশকে। আজ বৃহস্পতিবার ঢাকায় শুরু হচ্ছে দ্বিতীয় ও শেষ টেস্ট। এই টেস্টে জিততে স্বাগতিক দল খুব মরিয়া। ম্যাচ পূর্ববর্তী সংবাদ সম্মেলনে পেস বোলিং কোচ অ্যালান ডোনাল্ডও জানালেন, ঢাকায় এই টেস্ট সম্ভব।সেক্ষেত্রে মিরপুরের কঠিন উইকেটে দায়িত্বটা ব্যাটারদের নিতে হবে। চট্টগ্রামে দ্বিতীয় ইনিংসে যে মানসিকতায় ব্যাটাররা খেলেছেন, একই টেম্পারমেন্ট দেখাতে হবে ঢাকাতেও। বোলিং কোচ মনে করেন, ‘আমরা ভারতের বিপক্ষে খেলছি, নাকি অন্য কারও সঙ্গে সেটা আসলে আমাদের সাফল্েযর পরিকল্পনা স্থির করবে না। জানি ১৫০ রান করে ম্যাচ জেতা সম্ভব নয়। দলের ভেতরে জুটির গ্রহণযোগ্যতা নিয়ে কথা বলেছি। আমাদের আরও স্থির হতে হবে যেমনটা চট্টগ্রামে দ্বিতীয় ইনিংসে দেখিয়েছি। আমরা জিততে মুখিয়ে আছি। আমিসহ দলের অনেকেই জয় নিয়ে বাড়ি ফিরে বিলম্বিত ক্রিসমাস পালন করতে চাই।’চট্টগ্রামে বাংলাদেশ প্রথম ইনিংসে ১৫০ রানে অলআউট হয়েছে। এরপর ৫১৩ রানের কঠিন লক্ষ্যে খেলতে নেমে জাকিরের সেঞ্চুরি ও সাকিবের ৮৪ রানে দ্বিতীয় ইনিংসে থেমেছে ৩২৪ রানে। দ্বিতীয় ইনিংসের এই লড়াকু মানসিকতাই আত্মবিশ্বাসী করে তুলেছে পেস বোলিং কোচকে, ‘দ্বিতীয় ইনিংসে যেভাবে খেলেছি সেটাই হতে পারে সাফল্েযর নীলনকশা।’নিজের অভিষেক ম্যাচে জাকির সেঞ্চুরি পেয়েছেন। ভারতীয় বোলারদের বিপক্ষে কঠিন মানসিকতা দেখিয়ে ১০০ রান করা মোটেও কম কথা নয়। জাকিরের ব্যাটিংয়ের উদাহরণ দিয়ে ডোনাল্ড বলেছেন, ‘আমাদের তরুণ ক্রিকেটাররা অনেককেই চমকে দিয়েছে। আমি প্রথমবার জাকিরকে দেখেছি। তার মনোভাব, সাহস ও আক্রমণাত্মক মানসিকতা আমার মনে ধরেছে। সে এখানে খেলতে এসেছে এবং দেখিয়েছে ভালোমানের বোলারদের বিপক্ষেও সে আগ্রাসী খেলতে পারে।’তবে ঢাকায় জেতার পরিস্থিতি তৈরি করতে হলে প্রথম ইনিংসে ভালো করার বিকল্প দেখেন না পেস বোলিং কোচ, ‘আপনাকে সুযোগগুলো অবশ্যই লুফে নিতে হবে। আপনি টস জিতলেন, যদি ব্যাটিংয়ের সুযোগ পান তাহলে ৩৫০-৩৮০ রান করতে হবে। প্রথম ইনিংসের মূল্য কতটা তা নিশ্চয়ই আমরা বুঝতে পারছি। উইকেট শুষ্ক। এজন্য আপনাকে অবশ্যই প্রথম ইনিংসে ভালো অবস্থানে থাকতে হবে। প্রথম ইনিংসই টেস্ট ম্যাচের নিয়ন্ত্রণ নিজের কাছে নেওয়ার সুযোগ। যদি আগে বোলিং করি…আমরা দেখিয়েছি ভারতের বিপক্ষে ৪৮ রানে ৩ উইকেট নেওয়ার পর্যায়ে ছিলাম। আমরা বেশ কিছু কঠিন সুযোগ হাতছাড়া করেছি। কিন্তু এই স্টেজে এমন ভুল করলে ম্যাচে ফেরা কঠিন।’
বুধবার ম্যাচের আগের দিন গ¬াভস হাতে অনুশীলনে দেখা গেছে লিটন দাসকে। চট্টগ্রাম টেস্টে উইকেটের পেছনে দায়িত্ব পালন করেছিলেন নুরুল হাসান সোহান। ঢাকা টেস্টে কী সোহানকে বাদ দিয়ে বাড়তি একজন বোলার কিংবা ব্যাটার খেলানো হতে পারে? সেক্ষেত্রে কিপিংয়ের দায়িত্ব সামলাতে হতে পারে লিটনকে। এ ব্যাপারে পেস বোলিং কোচ স্পষ্ট কিছু বলতে পারলেন না, ‘হতে পারে, আমি নিশ্চিত নই। সবাই প্রস্তুত হচ্ছে, হুট করে যে কাউকে প্রয়োজন হতে পারে। সে (লিটন) শুধুমাত্র প্রস্তুত হচ্ছে। মুশফিকও তাই। আমি নিশ্চিত নই কে কিপিং করবে, বৃহস্পতিবার সকালে এ নিয়ে সিদ্ধান্ত হবে।’ইনজুরির কারণে চট্টগ্রাম টেস্টের দ্বিতীয় ইনিংসে এবাদত বোলিং করতে পারেননি। যে কারণে ঢাকা টেস্টে তার খেলা হচ্ছে না। স্কোয়াডে তাসকিনের সঙ্গে আছেন খালেদ আহমেদ। ম্যাচে দুই পেসার নিয়ে নামলে দু’জনকেই খেলানো হতে পারে। তবে এক পেসার নিয়ে বোলিং আক্রমণ সাজালে তাসকিনকেই দেখতে পাওয়ার জোর সম্ভাবনা। এই পেসার ম্যাচ খেলতে পুরোপুরি প্রস্তুত বলে জানিয়েছেন ডোনাল্ড, ‘তাসকিন প্রস্তুত আছে। সর্বশেষ টেস্টেও খেলার জন্য প্রস্তুত ছিল। কিন্তু সেরা অবস্থায় নেই বলে তাকে খেলানো হয়নি।’

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : [email protected]
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ডোনাল্ড বলছেন, ঢাকায় জেতা সম্ভব

আপডেট সময় : ১০:৩৯:০৪ পূর্বাহ্ন, বুধবার, ২১ ডিসেম্বর ২০২২

ক্রীড়া ডেস্ক : চট্টগ্রাম টেস্টে দ্বিতীয় ইনিংসে লড়াই করলেও প্রথম ইনিংসের ব্যর্থতায় ভারতের কাছে ১৮৮ রানে হারতে হয়েছে বাংলাদেশকে। আজ বৃহস্পতিবার ঢাকায় শুরু হচ্ছে দ্বিতীয় ও শেষ টেস্ট। এই টেস্টে জিততে স্বাগতিক দল খুব মরিয়া। ম্যাচ পূর্ববর্তী সংবাদ সম্মেলনে পেস বোলিং কোচ অ্যালান ডোনাল্ডও জানালেন, ঢাকায় এই টেস্ট সম্ভব।সেক্ষেত্রে মিরপুরের কঠিন উইকেটে দায়িত্বটা ব্যাটারদের নিতে হবে। চট্টগ্রামে দ্বিতীয় ইনিংসে যে মানসিকতায় ব্যাটাররা খেলেছেন, একই টেম্পারমেন্ট দেখাতে হবে ঢাকাতেও। বোলিং কোচ মনে করেন, ‘আমরা ভারতের বিপক্ষে খেলছি, নাকি অন্য কারও সঙ্গে সেটা আসলে আমাদের সাফল্েযর পরিকল্পনা স্থির করবে না। জানি ১৫০ রান করে ম্যাচ জেতা সম্ভব নয়। দলের ভেতরে জুটির গ্রহণযোগ্যতা নিয়ে কথা বলেছি। আমাদের আরও স্থির হতে হবে যেমনটা চট্টগ্রামে দ্বিতীয় ইনিংসে দেখিয়েছি। আমরা জিততে মুখিয়ে আছি। আমিসহ দলের অনেকেই জয় নিয়ে বাড়ি ফিরে বিলম্বিত ক্রিসমাস পালন করতে চাই।’চট্টগ্রামে বাংলাদেশ প্রথম ইনিংসে ১৫০ রানে অলআউট হয়েছে। এরপর ৫১৩ রানের কঠিন লক্ষ্যে খেলতে নেমে জাকিরের সেঞ্চুরি ও সাকিবের ৮৪ রানে দ্বিতীয় ইনিংসে থেমেছে ৩২৪ রানে। দ্বিতীয় ইনিংসের এই লড়াকু মানসিকতাই আত্মবিশ্বাসী করে তুলেছে পেস বোলিং কোচকে, ‘দ্বিতীয় ইনিংসে যেভাবে খেলেছি সেটাই হতে পারে সাফল্েযর নীলনকশা।’নিজের অভিষেক ম্যাচে জাকির সেঞ্চুরি পেয়েছেন। ভারতীয় বোলারদের বিপক্ষে কঠিন মানসিকতা দেখিয়ে ১০০ রান করা মোটেও কম কথা নয়। জাকিরের ব্যাটিংয়ের উদাহরণ দিয়ে ডোনাল্ড বলেছেন, ‘আমাদের তরুণ ক্রিকেটাররা অনেককেই চমকে দিয়েছে। আমি প্রথমবার জাকিরকে দেখেছি। তার মনোভাব, সাহস ও আক্রমণাত্মক মানসিকতা আমার মনে ধরেছে। সে এখানে খেলতে এসেছে এবং দেখিয়েছে ভালোমানের বোলারদের বিপক্ষেও সে আগ্রাসী খেলতে পারে।’তবে ঢাকায় জেতার পরিস্থিতি তৈরি করতে হলে প্রথম ইনিংসে ভালো করার বিকল্প দেখেন না পেস বোলিং কোচ, ‘আপনাকে সুযোগগুলো অবশ্যই লুফে নিতে হবে। আপনি টস জিতলেন, যদি ব্যাটিংয়ের সুযোগ পান তাহলে ৩৫০-৩৮০ রান করতে হবে। প্রথম ইনিংসের মূল্য কতটা তা নিশ্চয়ই আমরা বুঝতে পারছি। উইকেট শুষ্ক। এজন্য আপনাকে অবশ্যই প্রথম ইনিংসে ভালো অবস্থানে থাকতে হবে। প্রথম ইনিংসই টেস্ট ম্যাচের নিয়ন্ত্রণ নিজের কাছে নেওয়ার সুযোগ। যদি আগে বোলিং করি…আমরা দেখিয়েছি ভারতের বিপক্ষে ৪৮ রানে ৩ উইকেট নেওয়ার পর্যায়ে ছিলাম। আমরা বেশ কিছু কঠিন সুযোগ হাতছাড়া করেছি। কিন্তু এই স্টেজে এমন ভুল করলে ম্যাচে ফেরা কঠিন।’
বুধবার ম্যাচের আগের দিন গ¬াভস হাতে অনুশীলনে দেখা গেছে লিটন দাসকে। চট্টগ্রাম টেস্টে উইকেটের পেছনে দায়িত্ব পালন করেছিলেন নুরুল হাসান সোহান। ঢাকা টেস্টে কী সোহানকে বাদ দিয়ে বাড়তি একজন বোলার কিংবা ব্যাটার খেলানো হতে পারে? সেক্ষেত্রে কিপিংয়ের দায়িত্ব সামলাতে হতে পারে লিটনকে। এ ব্যাপারে পেস বোলিং কোচ স্পষ্ট কিছু বলতে পারলেন না, ‘হতে পারে, আমি নিশ্চিত নই। সবাই প্রস্তুত হচ্ছে, হুট করে যে কাউকে প্রয়োজন হতে পারে। সে (লিটন) শুধুমাত্র প্রস্তুত হচ্ছে। মুশফিকও তাই। আমি নিশ্চিত নই কে কিপিং করবে, বৃহস্পতিবার সকালে এ নিয়ে সিদ্ধান্ত হবে।’ইনজুরির কারণে চট্টগ্রাম টেস্টের দ্বিতীয় ইনিংসে এবাদত বোলিং করতে পারেননি। যে কারণে ঢাকা টেস্টে তার খেলা হচ্ছে না। স্কোয়াডে তাসকিনের সঙ্গে আছেন খালেদ আহমেদ। ম্যাচে দুই পেসার নিয়ে নামলে দু’জনকেই খেলানো হতে পারে। তবে এক পেসার নিয়ে বোলিং আক্রমণ সাজালে তাসকিনকেই দেখতে পাওয়ার জোর সম্ভাবনা। এই পেসার ম্যাচ খেলতে পুরোপুরি প্রস্তুত বলে জানিয়েছেন ডোনাল্ড, ‘তাসকিন প্রস্তুত আছে। সর্বশেষ টেস্টেও খেলার জন্য প্রস্তুত ছিল। কিন্তু সেরা অবস্থায় নেই বলে তাকে খেলানো হয়নি।’