ঢাকা ০২:২২ অপরাহ্ন, শনিবার, ১৬ অগাস্ট ২০২৫

যবিপ্রবির চতুর্থ সমাবর্তন ১৮ ফেব্রুয়ারি

  • আপডেট সময় : ০১:৪০:২১ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ ডিসেম্বর ২০২২
  • ৯২ বার পড়া হয়েছে

ক্যাম্পাস ও ক্যারিয়ার ডেস্ক : যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) চতুর্থ সমাবর্তন আগামী ১৮ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে। রোববার (১৮ ডিসেম্বর) যবিপ্রবির রেজিস্ট্রার প্রকৌশলী মো. আহসান হাবীব স্বাক্ষরিত এক বিজ্ঞাপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করা হয়। সমাবর্তনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ইউনিভার্সিটি অব ওয়েস্টার্ন অস্ট্রেলিয়ার ১৯তম ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. অমিত চাকমা। স্নাতকের ২০১১-২০১২ শিক্ষাবর্ষ থেকে শুরু করে ২০১৭-২০১৮ শিক্ষাবর্ষের বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা সমাবর্তনে অংশগ্রহণ করতে পারবেন। এছাড়া স্নাতকোত্তর ও পিএইচডি প্রোগ্রামের শিক্ষার্থীরাও সমাবর্তনে অংশ নেবেন। সমাবর্তনে অংশগ্রহণের জন্য রেজিস্ট্রেশন শুরু হবে ২০ ডিসেম্বর দুপুর ২টায়। চলবে আগামী ২০ জানুয়ারি বেলা ১১টা ৫৯ মিনিট পর্যন্ত। রেজিস্ট্রেশনের জন্য শিক্ষার্থী প্রতি পাঁচ হাজার টাকা নির্ধারণ করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। কোনো শিক্ষার্থী যদি একাধিক প্রোগ্রামে সমাবর্তন চান তাহলে অতিরিক্ত তিন হাজার টাকা পরিশোধ করতে হবে। সমাবর্তনের রেজিস্ট্রেশন ফি ব্যাংকের পাশাপাশি অনলাইনেও পরিশোধ করা যাবে। ২০১৮ সালের ৭ ফেব্রুয়ারি যবিপ্রবির ৩য় সমাবর্তন এবং ২০১৫ সালের ২৬ নভেম্বর ২য় সমাবর্তন অনুষ্ঠিত হয়। ওই সমাবর্তনে সভাপতিত্ব করেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। এর আগে ২০১৩ সালের ১০ মে বিশ্ববিদ্যালয়ের প্রথম সমাবর্তন অনুষ্ঠিত হয়। সেখানে রাষ্ট্রপতির পক্ষে সভাপতিত্ব করেন তৎকালীন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ।

ট্যাগস :

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : [email protected]
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

যবিপ্রবির চতুর্থ সমাবর্তন ১৮ ফেব্রুয়ারি

আপডেট সময় : ০১:৪০:২১ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ ডিসেম্বর ২০২২

ক্যাম্পাস ও ক্যারিয়ার ডেস্ক : যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) চতুর্থ সমাবর্তন আগামী ১৮ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে। রোববার (১৮ ডিসেম্বর) যবিপ্রবির রেজিস্ট্রার প্রকৌশলী মো. আহসান হাবীব স্বাক্ষরিত এক বিজ্ঞাপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করা হয়। সমাবর্তনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ইউনিভার্সিটি অব ওয়েস্টার্ন অস্ট্রেলিয়ার ১৯তম ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. অমিত চাকমা। স্নাতকের ২০১১-২০১২ শিক্ষাবর্ষ থেকে শুরু করে ২০১৭-২০১৮ শিক্ষাবর্ষের বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা সমাবর্তনে অংশগ্রহণ করতে পারবেন। এছাড়া স্নাতকোত্তর ও পিএইচডি প্রোগ্রামের শিক্ষার্থীরাও সমাবর্তনে অংশ নেবেন। সমাবর্তনে অংশগ্রহণের জন্য রেজিস্ট্রেশন শুরু হবে ২০ ডিসেম্বর দুপুর ২টায়। চলবে আগামী ২০ জানুয়ারি বেলা ১১টা ৫৯ মিনিট পর্যন্ত। রেজিস্ট্রেশনের জন্য শিক্ষার্থী প্রতি পাঁচ হাজার টাকা নির্ধারণ করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। কোনো শিক্ষার্থী যদি একাধিক প্রোগ্রামে সমাবর্তন চান তাহলে অতিরিক্ত তিন হাজার টাকা পরিশোধ করতে হবে। সমাবর্তনের রেজিস্ট্রেশন ফি ব্যাংকের পাশাপাশি অনলাইনেও পরিশোধ করা যাবে। ২০১৮ সালের ৭ ফেব্রুয়ারি যবিপ্রবির ৩য় সমাবর্তন এবং ২০১৫ সালের ২৬ নভেম্বর ২য় সমাবর্তন অনুষ্ঠিত হয়। ওই সমাবর্তনে সভাপতিত্ব করেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। এর আগে ২০১৩ সালের ১০ মে বিশ্ববিদ্যালয়ের প্রথম সমাবর্তন অনুষ্ঠিত হয়। সেখানে রাষ্ট্রপতির পক্ষে সভাপতিত্ব করেন তৎকালীন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ।