ঢাকা ০৯:২৬ অপরাহ্ন, সোমবার, ১৮ অগাস্ট ২০২৫

বিশ্বজিৎ হত্যায় যাবজ্জীবন সাজার আসামি লিমন গ্রেপ্তার

  • আপডেট সময় : ০১:২২:১৩ অপরাহ্ন, সোমবার, ১৯ ডিসেম্বর ২০২২
  • ৮৩ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক : পুরান ঢাকায় বিশ্বজিৎ দাস হত্যা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত এক পলাতক আসামিকে গ্রেপ্তার করেছে র‌্যাব। গতকাল সোমবার এক বিজ্ঞপ্তিতে র‌্যাব-২ জানায়, রোববার রাতে রাজধানীর মোহম্মদপুরের হুমায়ুন রোড এলাকা থেকে মীর মো. নূরে আলম লিমনকে (৩৪) গ্রেপ্তার করা হয়। এ হত্যা মামলায় বিচারিক আদালত লিমনকে মৃত্যুদ- দিলেও পরে হাই কোর্ট সাজা কমিয়ে তাকে যাবজ্জীবন কারাদ- দেয়। সাজার রায় মাথায় নিয়ে গত নয় বছর ধরে পলাতক জীবন কাটাচ্ছিলেন লিমন।
২০১২ সালের ৯ ডিসেম্বর বিএনপি নেতৃত্বাধীন জোটের অবরোধের মধ্যে সূত্রাপুরের বাহাদুর শাহ পার্কের সামনে জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের একটি মিছিল থেকে কুপিয়ে ও পিটিয়ে বিশ্বজিৎকে হত্যা করা হয়। ওই ঘটনায় অজ্ঞাতনামা ২৫ জনকে আসামি করে সূত্রাপুর থানায় মামলা করে পুলিশ। ২০১৩ সালের ৫ মার্চ ২১ জনকে আসামি করে আদালতে অভিযোগপত্র দেন মামলার তদন্ত কর্মকর্তা। চাঞ্চল্যকর এই হত্যা মামলায় রায় আসে ২০১৩ সালের ডিসেম্বরে। ২১ আসামির মধ্যে গতকাল গ্রেপ্তার হওয়া লিমনসহ আটজনকে মৃত্যুদ- এবং ১৩ জনকে যাবজ্জীবন সাজা দেয় দ্রুত বিচার ট্রাইব্যুনাল। মামলাটি হাই কোর্টে গেলে ২০১৭ সালের ৬ অগাস্ট আটজনের মধ্যে দুই আসামির মৃত্যুদ- বহাল রাখে উচ্চ আদালত। বাকি ছয়জনের মধ্যে চারজনকে যাবজ্জীবন সাজা দেওয়া হয়; দুজন খালাস পান। উচ্চ আদালত যে চারজনের সাজা কমিয়ে যাবজ্জীবন দিয়েছিল, তাদের মধ্যে একজন হলেন লিমন। হাই কোর্টে রায় ঘোষণার সময়ও লিমন পলাতক ছিলেন। এ মামলায় বিচারিক আদালতে যাবজ্জীবন দ- পাওয়া ১৩ আসামির দুজন হাই কোর্টে খালাস পান, বকি ১১ জনের যাবজ্জীবন বহাল থাকে।

ট্যাগস :

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : [email protected]
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

গ্রামের বন্ধুদের সঙ্গে একাকার হতেন নায়ক মান্না

বিশ্বজিৎ হত্যায় যাবজ্জীবন সাজার আসামি লিমন গ্রেপ্তার

আপডেট সময় : ০১:২২:১৩ অপরাহ্ন, সোমবার, ১৯ ডিসেম্বর ২০২২

নিজস্ব প্রতিবেদক : পুরান ঢাকায় বিশ্বজিৎ দাস হত্যা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত এক পলাতক আসামিকে গ্রেপ্তার করেছে র‌্যাব। গতকাল সোমবার এক বিজ্ঞপ্তিতে র‌্যাব-২ জানায়, রোববার রাতে রাজধানীর মোহম্মদপুরের হুমায়ুন রোড এলাকা থেকে মীর মো. নূরে আলম লিমনকে (৩৪) গ্রেপ্তার করা হয়। এ হত্যা মামলায় বিচারিক আদালত লিমনকে মৃত্যুদ- দিলেও পরে হাই কোর্ট সাজা কমিয়ে তাকে যাবজ্জীবন কারাদ- দেয়। সাজার রায় মাথায় নিয়ে গত নয় বছর ধরে পলাতক জীবন কাটাচ্ছিলেন লিমন।
২০১২ সালের ৯ ডিসেম্বর বিএনপি নেতৃত্বাধীন জোটের অবরোধের মধ্যে সূত্রাপুরের বাহাদুর শাহ পার্কের সামনে জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের একটি মিছিল থেকে কুপিয়ে ও পিটিয়ে বিশ্বজিৎকে হত্যা করা হয়। ওই ঘটনায় অজ্ঞাতনামা ২৫ জনকে আসামি করে সূত্রাপুর থানায় মামলা করে পুলিশ। ২০১৩ সালের ৫ মার্চ ২১ জনকে আসামি করে আদালতে অভিযোগপত্র দেন মামলার তদন্ত কর্মকর্তা। চাঞ্চল্যকর এই হত্যা মামলায় রায় আসে ২০১৩ সালের ডিসেম্বরে। ২১ আসামির মধ্যে গতকাল গ্রেপ্তার হওয়া লিমনসহ আটজনকে মৃত্যুদ- এবং ১৩ জনকে যাবজ্জীবন সাজা দেয় দ্রুত বিচার ট্রাইব্যুনাল। মামলাটি হাই কোর্টে গেলে ২০১৭ সালের ৬ অগাস্ট আটজনের মধ্যে দুই আসামির মৃত্যুদ- বহাল রাখে উচ্চ আদালত। বাকি ছয়জনের মধ্যে চারজনকে যাবজ্জীবন সাজা দেওয়া হয়; দুজন খালাস পান। উচ্চ আদালত যে চারজনের সাজা কমিয়ে যাবজ্জীবন দিয়েছিল, তাদের মধ্যে একজন হলেন লিমন। হাই কোর্টে রায় ঘোষণার সময়ও লিমন পলাতক ছিলেন। এ মামলায় বিচারিক আদালতে যাবজ্জীবন দ- পাওয়া ১৩ আসামির দুজন হাই কোর্টে খালাস পান, বকি ১১ জনের যাবজ্জীবন বহাল থাকে।