চাঁদপুর প্রতিনিধি : চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলায় অবসরপ্রাপ্ত এক কৃষি কর্মকর্তার বাসায় অভিযান চালিয়ে ১১ জন নারীকে আটক করেছে পুলিশ। গত রোববার সন্ধ্যায় হাজীগঞ্জ পশ্চিম বাজারের কিউসি টাওয়ারের ১১ তলার একটি ফ্ল্যাট থেকে তাঁদের আটক করা হয়। পুলিশের দাবি, এই নারীরা সবাই জামায়াতে ইসলামীর সদস্য। তাঁরা ওই বাসায় বসে ‘গোপন বৈঠক’ করছিলেন। এই নারীদের আটকের তথ্য নিশ্চিত করেছেন হাজীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ জোবাইর সৈয়দ। তবে তিনি এখনো কারও নাম-পরিচয় জানাননি।
পুলিশ বলেছে, কিউসি টাওয়ারের ওই ফ্ল্যাটে পরিবার নিয়ে দীর্ঘদিন ধরে ভাড়ায় থাকেন অবসরপ্রাপ্ত উপসহকারী কৃষি কর্মকর্তা মো. আবদুস সালাম। ওই বাসায় জামায়াতের নারী সদস্যরা আসা-যাওয়া করতেন এবং গোপন বৈঠক করতেন। এমন খবর পেয়ে ভবনটিকে নজরদারিতে রাখে পুলিশ। রোববার সন্ধ্যায় ওই নারীরা বৈঠকে বসলে পুলিশ সেখানে অভিযান চালায়। এ সময় জামায়াতের সক্রিয় ১১ নারী সদস্যকে আটক করে থানায় নিয়ে যায় পুলিশ। এ সময় সাবেক কৃষি কর্মকর্তা আবদুস সালাম কৌশলে সটকে পড়েন। বাসাটি থেকে জামায়াতের মতাদর্শের বই, প্রচারপত্র, চাঁদা আদায়ের রসিদ বই, দাওয়াতি কার্ডসহ বেশ কিছু সরঞ্জাম জব্দ করে পুলিশ। উপসহকারী কৃষি কর্মকর্তা মো. আবদুস সালামের মুঠোফোন বন্ধ থাকায় তাঁর বক্তব্য নেওয়া যায়নি। হাজীগঞ্জ থানার ওসি মোহাম্মদ জোবাইর সৈয়দ বলেন, আটক ব্যক্তিদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। পরে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।
সাবেক কৃষি কর্মকর্তার বাসায় ‘গোপন বৈঠক’ থেকে জামায়াতের ১১ নারী সদস্য আটক
ট্যাগস :
জনপ্রিয় সংবাদ