বিনোদন ডেস্ক : চলতি বছরেই কলকাতার ছবিতে অভিষেক হয় বাংলাদেশি অভিনেত্রী রাফিয়াত রশিদ মিথিলার। অভিনয় করেন রাজর্ষি দে পরিচালিত ‘মায়া’তে। সেই ছবির জন্যই শ্রেষ্ঠ পার্শ্ব অভিনেত্রীর পুরস্কার জিতে নিলেন মিথিলা। সঙ্গে পেলেন মৈত্রী অ্যাওয়ার্ডও। সম্প্রতি ভারতের হায়দ্রাবাদে আয়োজিত হয় তেলেঙ্গানা বেঙ্গলি ফিল্ম ফেস্টিভ্যাল। সেখানেই মিথিলার হাতে এই পুরস্কার তুলে দেওয়া হয়। অভিনয়ের জন্য ভারতে এটাই মিথিলার প্রথম পুরস্কার। স্বাভাবিকভাবেই ভীষণ খুশি অভিনেত্রী। গত ৯ থেকে ১১ ডিসেম্বর পর্যন্ত হায়দ্রাবাদের প্রসাদ প্রিভিউ হলে বসেছিল তেলেঙ্গানা বেঙ্গলি ফিল্ম ফেস্টিভ্যালের আসর। শেষ দিন ১১ ডিসেম্বর মিথিলার হাতে এই পুরস্কার তুলে দেওয়া হয়। সেই ছবি সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেন অভিনেত্রী। তবে শুধু ‘মায়া’ ছবির জন্য পুরস্কার জিতে নেওয়াই নয়, মিথিলা অভিনীত এই ছবিটি তেলেঙ্গানা বেঙ্গলি ফিল্ম ফেস্টিভ্যালে দেখানোও হয়। বিভিন্ন চলচ্চিত্র উৎসবে ‘মায়া’ দেখানো হলেও এই ছবিটি সবার জন্য এখনো মুক্তি পায়নি।