মহানগর প্রতিবেদন : রাজধানীর পশ্চিম সানারপাড় এলাকায় শিশু সন্তানকে নিয়ে পাঁচ তলা থেকে লাফ দিয়ে আত্মহত্যা করেছেন হালিমা (২৪) নামে এক গৃহবধূ।
গতকাল রোববার সকালে ওই নারী সন্তান কোলে নিয়ে লাফ দেন। প্রতিবেশীরা তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে হালিমাকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। দুপুরে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় শিশু সন্তান। এ তথ্য নিশ্চিত করে ডেমরা থানার অফিসার ইনচার্জ (ওসি) শফিকুর রহমান বলেন, ‘পারিবারিক কলহের জের ধরে হালিমা সন্তানসহ লাফিয়ে আত্মহত্যা করে বলে প্রাথমিকভাবে তথ্য পেয়েছি।’ ডেমরা থানা পুলিশের একটি সূত্র জানায়, ওই নারীর স্বামীকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। দায় পাওয়া গেলে তাকে গ্রেপ্তার করা হতে পারে। এ বিষয়ে বিস্তারিত তথ্য সংগ্রহের কাজ করছে পুলিশ।
পাঁচ তলা থেকে লাফিয়ে শিশু সন্তানসহ মায়ের আত্মহত্যা
ট্যাগস :
জনপ্রিয় সংবাদ