ঢাকা ০৬:৫৭ অপরাহ্ন, শনিবার, ১৮ অক্টোবর ২০২৫

কুয়াশাচ্ছন্ন রাজধানীতে শীতের আমেজ

  • আপডেট সময় : ১১:১১:৪৯ পূর্বাহ্ন, রবিবার, ১৮ ডিসেম্বর ২০২২
  • ১৮৭ বার পড়া হয়েছে

মহানগর প্রতিবেদন : রাজধানী ঢাকা গতকাল রোববার ঢাকা পড়েছিল কুয়াশায়। সকালে ঘন কুয়াশার কারণে কয়েক হাত দূরের জিনিস দেখাও দুরূহ ছিল। রোববার সকালে রাজধানীর বিভিন্ন এলাকায় এমন চিত্র দেখা গেছে। পৌষ মাসের তৃতীয় দিনেই ঠান্ডা প্রকৃতি আর এমন কুয়াশা নগর জীবনে অন্যরকম আমেজ তৈরি করেছে।
কুয়াশায় সব ঢেকে গেলেও নেই কর্মজীবী মানুষের চলাচল। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে সড়কগুলোতে কর্মস্থলগামী মানুষের ভিড় দেখা গেছে । সড়কে গাড়ির চাপও ছিল স্বাভাবিক। বেলা বাড়লেও কুয়াশার আধিক্য থাকায় ঢাকার বেশিরভাগ এলাকায় সূর্যের দেখা মেলেনি।
গত শনিবার সন্ধ্যা ৬টায় ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়, শেষ রাত থেকে সকাল পর্যন্ত নদী অববাহিকায় মাঝারি থেকে ঘন কুয়াশা এবং দেশের অন্যত্র হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে। একই সঙ্গে দক্ষিণপূর্ব বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত লঘুচাপটি একই এলাকায় বিরাজমান রয়েছে। এর একটি বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। উপমহাদেশীয় উচ্চচাপ বলয়ের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ এবং তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। এছাড়াও অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে এবং সারা দেশে রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে। দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

ট্যাগস :

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : prottashasmf@yahoo.com
আপলোডকারীর তথ্য

কুয়াশাচ্ছন্ন রাজধানীতে শীতের আমেজ

আপডেট সময় : ১১:১১:৪৯ পূর্বাহ্ন, রবিবার, ১৮ ডিসেম্বর ২০২২

মহানগর প্রতিবেদন : রাজধানী ঢাকা গতকাল রোববার ঢাকা পড়েছিল কুয়াশায়। সকালে ঘন কুয়াশার কারণে কয়েক হাত দূরের জিনিস দেখাও দুরূহ ছিল। রোববার সকালে রাজধানীর বিভিন্ন এলাকায় এমন চিত্র দেখা গেছে। পৌষ মাসের তৃতীয় দিনেই ঠান্ডা প্রকৃতি আর এমন কুয়াশা নগর জীবনে অন্যরকম আমেজ তৈরি করেছে।
কুয়াশায় সব ঢেকে গেলেও নেই কর্মজীবী মানুষের চলাচল। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে সড়কগুলোতে কর্মস্থলগামী মানুষের ভিড় দেখা গেছে । সড়কে গাড়ির চাপও ছিল স্বাভাবিক। বেলা বাড়লেও কুয়াশার আধিক্য থাকায় ঢাকার বেশিরভাগ এলাকায় সূর্যের দেখা মেলেনি।
গত শনিবার সন্ধ্যা ৬টায় ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়, শেষ রাত থেকে সকাল পর্যন্ত নদী অববাহিকায় মাঝারি থেকে ঘন কুয়াশা এবং দেশের অন্যত্র হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে। একই সঙ্গে দক্ষিণপূর্ব বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত লঘুচাপটি একই এলাকায় বিরাজমান রয়েছে। এর একটি বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। উপমহাদেশীয় উচ্চচাপ বলয়ের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ এবং তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। এছাড়াও অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে এবং সারা দেশে রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে। দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।