ঢাকা ১০:৫৮ পূর্বাহ্ন, শনিবার, ২৬ জুলাই ২০২৫

ঢাকায় এক রাতে ৩১ ছিনতাইকারী ধরল র‌্যাব

  • আপডেট সময় : ১১:০৯:০৪ পূর্বাহ্ন, রবিবার, ১৮ ডিসেম্বর ২০২২
  • ১৯৩ বার পড়া হয়েছে

মহানগর প্রতিবেদন : রাজধানীর মতিঝিল, শাহবাগ, সবুজবাগ, পল্টন, যাত্রাবাড়ী এবং বংশাল এলাকা থেকে সংঘবদ্ধ ছিনতাইকারী চক্রের ৩১ জনকে গ্রেপ্তার করেছে র‌্যাব। তাদের কাছ থেকে ছিনতাই কাজে ব্যবহৃত দেশীয় অস্ত্র, অ্যান্টিকাটার, ব্লেড, ছুরি, মোবাইল ফোন এবং নগদ টাকা উদ্ধার করা হয়েছে।
গত শুক্রবার (১৬ ডিসেম্বর) সকালে সংবাদমাধ্যমকে এ তথ্য জানান র‌্যাব-৩ এর অধিনায়ক লে. কর্নেল আরিফ মহিউদ্দিন আহমেদ। তিনি বলেন, বৃহস্পতিবার সন্ধ্যা থেকে শুক্রবার ভোর পর্যন্ত আমাদের আওতাধীন এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়েছে। তুলনামূলক জনশূন্য রাস্তা, বাসস্ট্যান্ড ও রেলস্টেশন এলাকায় তারা ছিনতাই করতো। তাদের ছিনতাই কাজে বাধা দিলে নিরীহ পথচারীদের প্রাণঘাতী আঘাত করতে দ্বিধা করে না।
এদিকে র‌্যাব থেকে পাঠানো বিজ্ঞপ্তিতে জানানো হয়, বৃহস্পতিবার (১৫ ডিসেম্বর) রাতে অভিযান চালিয়ে ছিনতাইকারী চক্রের সদস্যদের ৩১ সদস্যকে আটক করা হয়েছে। এসময় তাদের কাছ থেকে তিনটি অ্যান্টিকাটার, ১৪টি ব্লেড, দুইটি ছুরি, চারটি সুইচ গিয়ার, ১টি ক্ষুর, ১টি কাঁচি, ৩৭টি মোবাইল ফোন এবং নগদ ২৭ হাজার টাকা উদ্ধার করা হয়। সংঘবদ্ধ ছিনতাই চক্রের বিরুদ্ধে র‌্যাবের অভিযান অব্যাহত থাকবে বলে জানান র্যাব-৩ অধিনায়ক আরিফ মহিউদ্দিন আহমেদ। তিনি বলেন, আসামিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

ট্যাগস :

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : [email protected]
আপলোডকারীর তথ্য

নিয়ম না মেনে সাবেক প্রধানমন্ত্রীর দফতরের ১৫ গাড়িচালকের নামে ঝিলমিলে প্লট বরাদ্দ

ঢাকায় এক রাতে ৩১ ছিনতাইকারী ধরল র‌্যাব

আপডেট সময় : ১১:০৯:০৪ পূর্বাহ্ন, রবিবার, ১৮ ডিসেম্বর ২০২২

মহানগর প্রতিবেদন : রাজধানীর মতিঝিল, শাহবাগ, সবুজবাগ, পল্টন, যাত্রাবাড়ী এবং বংশাল এলাকা থেকে সংঘবদ্ধ ছিনতাইকারী চক্রের ৩১ জনকে গ্রেপ্তার করেছে র‌্যাব। তাদের কাছ থেকে ছিনতাই কাজে ব্যবহৃত দেশীয় অস্ত্র, অ্যান্টিকাটার, ব্লেড, ছুরি, মোবাইল ফোন এবং নগদ টাকা উদ্ধার করা হয়েছে।
গত শুক্রবার (১৬ ডিসেম্বর) সকালে সংবাদমাধ্যমকে এ তথ্য জানান র‌্যাব-৩ এর অধিনায়ক লে. কর্নেল আরিফ মহিউদ্দিন আহমেদ। তিনি বলেন, বৃহস্পতিবার সন্ধ্যা থেকে শুক্রবার ভোর পর্যন্ত আমাদের আওতাধীন এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়েছে। তুলনামূলক জনশূন্য রাস্তা, বাসস্ট্যান্ড ও রেলস্টেশন এলাকায় তারা ছিনতাই করতো। তাদের ছিনতাই কাজে বাধা দিলে নিরীহ পথচারীদের প্রাণঘাতী আঘাত করতে দ্বিধা করে না।
এদিকে র‌্যাব থেকে পাঠানো বিজ্ঞপ্তিতে জানানো হয়, বৃহস্পতিবার (১৫ ডিসেম্বর) রাতে অভিযান চালিয়ে ছিনতাইকারী চক্রের সদস্যদের ৩১ সদস্যকে আটক করা হয়েছে। এসময় তাদের কাছ থেকে তিনটি অ্যান্টিকাটার, ১৪টি ব্লেড, দুইটি ছুরি, চারটি সুইচ গিয়ার, ১টি ক্ষুর, ১টি কাঁচি, ৩৭টি মোবাইল ফোন এবং নগদ ২৭ হাজার টাকা উদ্ধার করা হয়। সংঘবদ্ধ ছিনতাই চক্রের বিরুদ্ধে র‌্যাবের অভিযান অব্যাহত থাকবে বলে জানান র্যাব-৩ অধিনায়ক আরিফ মহিউদ্দিন আহমেদ। তিনি বলেন, আসামিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।