পিটিআই : কানাডার আলবার্টা প্রদেশে বন্দুকধারীর গুলিতে ২৪ বছর বয়সী ভারতীয় বংশোদ্ভূত একজন শিখ ব্যক্তি নিহত হয়েছেন। পুলিশ তার মৃত্যুর কারণ হিসেবে হত্যাকে উদ্ধৃত করেছে। চলতি মাসে দেশটিতে এই ধরনের দ্বিতীয় ঘটনা এটি। এডমন্টন পুলিশের একটি সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, নিহত ব্যক্তির নাম সানরাজ সিং। তাকে একটি গাড়িতে বসে থাকা অবস্থায় পাওয়া যায়। পরে পুলিশ তাকে বাঁচানোর জন্য সিপিআর সঞ্চালন করে। তাকে মৃত ঘোষণা করার আগ পর্যন্ত জরুরি চিকিৎসা প্রদান অব্যহত ছিল।
ময়নাতদন্তের প্রতিবেদন বলছে, তাকে হত্যার উদ্দেশ্যে হামলা চালানো হয়েছে। পুলিশের মতে, একটি সন্দেহভাজন গাড়ি এলাকা ছেড়ে যেতে দেখা গেছে এবং হত্যাকা-ের তদন্তকারীরা তার ছবি প্রকাশ করেছে। ৩ ডিসেম্বর রাতে কোনও সন্দেহজনক কার্যকলাপের জন্য বাসিন্দাদের তাদের সিসিটিভি ক্যামেরা বা ড্যাশক্যাম ফুটেজ পরীক্ষা করতে বলা হয়েছিল। অন্টারিও প্রদেশে ৩ ডিসেম্বর ‘টার্গেটেড’ হামলায় ২১ বছর বয়সী শিখ নারী পবনপ্রীত কৌরকে গুলি করে হত্যা করা হয়। নভেম্বরে, ব্রিটিশ কলাম্বিয়া প্রদেশের একটি হাই স্কুল পার্কিং লটে ১৮ বছর বয়সী ভারতীয় বংশোদ্ভূত কিশোর মেহকপ্রীত শেঠিকে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছিল।