বিনোদন ডেস্ক : ২০০২ সালে তাদের প্রথম অ্যালবাম ‘অন্য সময়’ রিলিজ হয়। যেটির গানগুলো এখনও দারুণ দর্শকপ্রিয়। এর ঠিক ৪ বছর পর ২০০৬ সালে প্রকাশ হয় দ্বিতীয় অ্যালবাম। ১৬ বছর পর জানুয়ারিতে আর্টসেলের নতুন অ্যালবাম ‘অতৃতীয়’। দ্বিতীয় অ্যালবাম অনিকেত প্রান্তর রিলিজ হওয়ার পর যেন এক বিপ্লব ঘটে যায়। অনিকেত প্রান্তর অ্যালবামটি রেকর্ড সংখ্যাক বিক্রি হয়। এরপর আর পেছনে ফিরে তাকাতে হয়নি। জনপ্রিয়তার তু্ঙ্েগ থেকে দর্শকদের জন্য করেছেন শত শত কনসার্ট। তবে দর্শকরা একটু হতাশই ছিল। কারণ ‘অনিকেত প্রান্তর’ অ্যালবাম রিলিজের ১৬ বছর পার হলেও নতুন কোনও অ্যালবাম এখনও আসেনি। আশার কথা হলো দর্শকদের আর অপেক্ষায় রাখতে চাননি জনপ্রিয় এই ব্যান্ড। ২০২৩ সালের জানুয়ারি মাসে রিলিজ পাবে তৃতীয় অ্যালবাম। তথ্যটি নিশ্চিত করেছেন আর্টসেলের মিডিয়া ম্যানেজার বাঁধন বর্মন। তৃতীয় অ্যালবামের নাম দেয়া হয়েছে ‘অতৃতীয়া’। অ্যালবামটি জি-সিরিজের ব্যানারে আর্টসেলের অফিশিয়াল ওয়েবসাইট এবং জি-সিরিজের ইউটিউব চ্যানেলে মুক্তি পাবে। এটি রিলিজের আগে একটি সিঙ্গেল ট্র্যাক গান রিলিজ করারও ঘোষণা দিয়েছে আর্টসেল। যদিও গানটি অ্যালবামের অন্তর্ভুক্ত না। গানটির নাম দেয়া হয়েছে ‘হারানো চেতনা’। জানুয়ারির আগে ব্যান্ডটি ব্যস্ত থাকবে বিভিন্ন লাইভ কনসার্ট নিয়ে। দর্শক শ্রোতাদের জন্য সেই কনসার্টগুলোর সময় ও স্থান জানিয়েছে আর্টসেল ব্যান্ডের মিডিয়া ম্যানেজার বাঁধন বর্মন। ১৬ ডিসেম্বর ঢাকার লা মেরিডিয়ান হোটেলে, ১৭ ডিসেম্বর জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে, ১৮ ডিসেম্বর আইসিসিবি এক্সপো জোন বসুন্ধরাতে, ২০ ডিসেম্বর চট্টগ্রামে, ২৪ ডিসেম্বর বনানী বিদ্যানিকেতন প্রাঙ্গণে, ২৭ ডিসেম্বর ঢাকা রকফেস্ট আইসিসিবি এক্সপো জোনে।