ঢাকা ১০:৪০ অপরাহ্ন, রবিবার, ০৭ সেপ্টেম্বর ২০২৫

জেসিআই ‘টয়োপ-২০২২’ পুরস্কার পেলেন ১০ তরুণ

  • আপডেট সময় : ১২:১৪:৩৯ অপরাহ্ন, শনিবার, ১০ ডিসেম্বর ২০২২
  • ৮৯ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক : অসামান্য অর্জনের জন্য দেশের দশ তরুণকে স্বীকৃতি দিয়েছে জুনিয়র চেম্বার ইন্টারন্যাশনাল (জেসিআই) বাংলাদেশ। সেচ্ছাসেবী এ সংগঠনটি সর্বমোট ৮টি ক্যাটাগরিতে বিভিন্ন ক্ষেত্রে অসামান্য সাফল্য ও অবদানের জন্য এ স্বীকৃতি দিয়েছে। শুক্রবার (৯ আগস্ট) রাত ৯টায় কক্সবাজারের ইনানীতে অবস্থিত একটি অভিজাত হোটেলে ‘টয়োপ ২০২২’ শীর্ষক জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের মাধ্যমে তাদের এ স্বীকৃতি দেওয়া হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ তাদের এ সম্মাননা তুলে দেন। টয়োপ-২০২২ পুরস্কারপ্রাপ্তরা হলেন, ব্যবসায় সাফল্যের জন্যে রাশিদ মাইমুনুল ইসলাম এবং শাহরিয়ার জাহান, সামাজিক প্রভাবক হিসেবে তৌহিদ আফ্রিদি, তরুণ উদ্যোক্তা হিসেবে আজিজ আরমান, ব্যক্তিগত কৃতিত্ব অর্জনে মো. আক্তার পারভেজ ও তাহসিন বাহার সূচনা, গণমাধ্যম ও বিনোদন অঙ্গনে মুশফিক আর ফারহান, মুদ্রণ মাধ্যমে সাফল্যের জন্য জাবেদ সুলতান পিয়াস, তথ্য-প্রযুক্তিতে এম আসিফ রহমান এবং স্টার্ট-আপ প্রতিষ্ঠাতা হিসেবে আতাউর রহিম চৌধুরী।

উল্লেখ্য, জুনিয়র চেম্বার ইন্টারন্যাশনাল (জেসিআই) বাংলাদেশ প্রতিবছর টেন আউটস্ট্যান্ডিং ইয়াং পার্সনস (জেসিআই টয়োপ) অ্যাওয়ার্ড শীর্ষক পুরস্কারের মাধ্যমে অসামান্য অর্জনের জন্য অনূর্ধ্ব ৪০ বছরের দশজন তরুণ-তরুণীদের সম্মাননা দিয়ে আসছে। প্রতিবছরের মতো এবারও কক্সবাজারের একটি ৫ তারকা রিসোর্টে জমকালো আয়োজনের মাধ্যমে জেসিআই বাংলাদেশ কর্তৃক টয়োপ-২০২২ সম্মাননা প্রদান অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ বলেন, ‘তারুণ্যের শক্তিকে কাজে লাগিয়ে ২০৪১ সালে বাংলাদেশ পরিণত হবে উন্নত দেশে। সে লক্ষ্যে জাতির পিতার স্বপ্ন পূরণে কাজ করছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।’
তথ্যমন্ত্রী আরও বলেন, ‘কাঠামোগত উন্নয়নে একটি মানবিক রাষ্ট্র পরিণত করতে হবে। ১৪ বছর আগের বাংলাদেশ আর আজকের বাংলাদেশকে দেখলে বুঝা যায়, দেশে কি কি উন্নয়ন হয়েছে। এটি কোনো যাদু নয়, এটি হয়েছে শেখ হাসিনার যাদুকরী নেতৃত্বের কারণে।’
স্বাগত বক্তব্যে জেসিআই বাংলাদেশ ২০২২ সালের জাতীয় সভাপতি নিয়াজ মোর্শেদ এলিট বলেন, ‘জুনিয়র চেম্বার ইন্টারন্যাশনাল বাংলাদেশর তরুণদের অন্যতম বৃহত্তম সংস্থা, যা দেশের ২০৪১ সালের উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নে কাজ করে যাচ্ছে। এছাড়াও বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কক্সবাজার-৩ আসনে সংসদ সদস্য সাইমুম সরওয়ার কমল এবং জেসিআই বাংলাদেশ ফাউন্ডেশনের চেয়ারম্যান সিনেটর সাখাওয়াত হোসেন মামুন ও ট্রাস্টি মেম্বার সিনেটর আমজাদ হুসাইন।’ আরও উপস্থিত ছিলেন টয়োপ-২০২২ এর আহ্বায়ক ও জেসিআই বাংলাদেশের জাতীয় সহ-সভাপতি এজাজ মোহাম্মদ, অনুষ্ঠান পরিচালক ও জাতীয় সহ-সভাপতি এম কামরুল চৌধুরী, জেসিআই বাংলাদেশের ফার্স্ট লেডি ও উদ্যোক্তা তাসমিনা আহমেদ শ্রাবণী, টয়োপ-২০২২ ব্যাবস্থাপনা কমিটির সদস্য-জাতীয় সাধারণ সম্পাদক মো. জিয়াউল হক ভূঁইয়া, জাতীয় সাধারণ আইন উপদেষ্টা ইমরান কাদির, জাতীয় কোষাধ্যক্ষ ইসমাত জাহান এবং জাতীয় পরিচালক মো. আশিকুর রহমান ও ত্বহা ইয়াসিন রামাদানসহ জাতীয় নির্বাহী কমিটির অন্যান্য সদস্য, জেসিআই বাংলাদেশের স্থানীয় ২৮টি সংগঠনের বিভিন্ন সভাপতি এবং সাধারণ সদস্যসহ ব্যবসায়ী, নেতা, কূটনীতিক, সরকারি কর্মকর্তা এবং বিশিষ্ট ব্যক্তিসহ প্রমুখ।

ট্যাগস :

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : [email protected]
আপলোডকারীর তথ্য

জেসিআই ‘টয়োপ-২০২২’ পুরস্কার পেলেন ১০ তরুণ

আপডেট সময় : ১২:১৪:৩৯ অপরাহ্ন, শনিবার, ১০ ডিসেম্বর ২০২২

নিজস্ব প্রতিবেদক : অসামান্য অর্জনের জন্য দেশের দশ তরুণকে স্বীকৃতি দিয়েছে জুনিয়র চেম্বার ইন্টারন্যাশনাল (জেসিআই) বাংলাদেশ। সেচ্ছাসেবী এ সংগঠনটি সর্বমোট ৮টি ক্যাটাগরিতে বিভিন্ন ক্ষেত্রে অসামান্য সাফল্য ও অবদানের জন্য এ স্বীকৃতি দিয়েছে। শুক্রবার (৯ আগস্ট) রাত ৯টায় কক্সবাজারের ইনানীতে অবস্থিত একটি অভিজাত হোটেলে ‘টয়োপ ২০২২’ শীর্ষক জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের মাধ্যমে তাদের এ স্বীকৃতি দেওয়া হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ তাদের এ সম্মাননা তুলে দেন। টয়োপ-২০২২ পুরস্কারপ্রাপ্তরা হলেন, ব্যবসায় সাফল্যের জন্যে রাশিদ মাইমুনুল ইসলাম এবং শাহরিয়ার জাহান, সামাজিক প্রভাবক হিসেবে তৌহিদ আফ্রিদি, তরুণ উদ্যোক্তা হিসেবে আজিজ আরমান, ব্যক্তিগত কৃতিত্ব অর্জনে মো. আক্তার পারভেজ ও তাহসিন বাহার সূচনা, গণমাধ্যম ও বিনোদন অঙ্গনে মুশফিক আর ফারহান, মুদ্রণ মাধ্যমে সাফল্যের জন্য জাবেদ সুলতান পিয়াস, তথ্য-প্রযুক্তিতে এম আসিফ রহমান এবং স্টার্ট-আপ প্রতিষ্ঠাতা হিসেবে আতাউর রহিম চৌধুরী।

উল্লেখ্য, জুনিয়র চেম্বার ইন্টারন্যাশনাল (জেসিআই) বাংলাদেশ প্রতিবছর টেন আউটস্ট্যান্ডিং ইয়াং পার্সনস (জেসিআই টয়োপ) অ্যাওয়ার্ড শীর্ষক পুরস্কারের মাধ্যমে অসামান্য অর্জনের জন্য অনূর্ধ্ব ৪০ বছরের দশজন তরুণ-তরুণীদের সম্মাননা দিয়ে আসছে। প্রতিবছরের মতো এবারও কক্সবাজারের একটি ৫ তারকা রিসোর্টে জমকালো আয়োজনের মাধ্যমে জেসিআই বাংলাদেশ কর্তৃক টয়োপ-২০২২ সম্মাননা প্রদান অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ বলেন, ‘তারুণ্যের শক্তিকে কাজে লাগিয়ে ২০৪১ সালে বাংলাদেশ পরিণত হবে উন্নত দেশে। সে লক্ষ্যে জাতির পিতার স্বপ্ন পূরণে কাজ করছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।’
তথ্যমন্ত্রী আরও বলেন, ‘কাঠামোগত উন্নয়নে একটি মানবিক রাষ্ট্র পরিণত করতে হবে। ১৪ বছর আগের বাংলাদেশ আর আজকের বাংলাদেশকে দেখলে বুঝা যায়, দেশে কি কি উন্নয়ন হয়েছে। এটি কোনো যাদু নয়, এটি হয়েছে শেখ হাসিনার যাদুকরী নেতৃত্বের কারণে।’
স্বাগত বক্তব্যে জেসিআই বাংলাদেশ ২০২২ সালের জাতীয় সভাপতি নিয়াজ মোর্শেদ এলিট বলেন, ‘জুনিয়র চেম্বার ইন্টারন্যাশনাল বাংলাদেশর তরুণদের অন্যতম বৃহত্তম সংস্থা, যা দেশের ২০৪১ সালের উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নে কাজ করে যাচ্ছে। এছাড়াও বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কক্সবাজার-৩ আসনে সংসদ সদস্য সাইমুম সরওয়ার কমল এবং জেসিআই বাংলাদেশ ফাউন্ডেশনের চেয়ারম্যান সিনেটর সাখাওয়াত হোসেন মামুন ও ট্রাস্টি মেম্বার সিনেটর আমজাদ হুসাইন।’ আরও উপস্থিত ছিলেন টয়োপ-২০২২ এর আহ্বায়ক ও জেসিআই বাংলাদেশের জাতীয় সহ-সভাপতি এজাজ মোহাম্মদ, অনুষ্ঠান পরিচালক ও জাতীয় সহ-সভাপতি এম কামরুল চৌধুরী, জেসিআই বাংলাদেশের ফার্স্ট লেডি ও উদ্যোক্তা তাসমিনা আহমেদ শ্রাবণী, টয়োপ-২০২২ ব্যাবস্থাপনা কমিটির সদস্য-জাতীয় সাধারণ সম্পাদক মো. জিয়াউল হক ভূঁইয়া, জাতীয় সাধারণ আইন উপদেষ্টা ইমরান কাদির, জাতীয় কোষাধ্যক্ষ ইসমাত জাহান এবং জাতীয় পরিচালক মো. আশিকুর রহমান ও ত্বহা ইয়াসিন রামাদানসহ জাতীয় নির্বাহী কমিটির অন্যান্য সদস্য, জেসিআই বাংলাদেশের স্থানীয় ২৮টি সংগঠনের বিভিন্ন সভাপতি এবং সাধারণ সদস্যসহ ব্যবসায়ী, নেতা, কূটনীতিক, সরকারি কর্মকর্তা এবং বিশিষ্ট ব্যক্তিসহ প্রমুখ।