ঢাকা ১২:০১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ সেপ্টেম্বর ২০২৫

২৪ রোহিঙ্গা গেলেন যুক্তরাষ্ট্রে

  • আপডেট সময় : ০২:৫৭:২৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৮ ডিসেম্বর ২০২২
  • ১০৬ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক : প্রথম ধাপে মার্কিন যুক্তরাষ্ট্রের উদ্দেশ্যে রওনা হয়েছেন ২৪ জন রোহিঙ্গা শরণার্থী। তারা সেখানে পুনর্বাসিত হবেন।
পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্র বিষয়টি নিশ্চিত করে জানিয়েছে, গতকাল বৃহস্পতিবার এসব রোহিঙ্গা যুক্তরাষ্ট্রের উদ্দেশ্যে রওনা করেন। চলতি সপ্তাহে বাংলাদেশ সফর করেন যুক্তরাষ্ট্রের জনসংখ্যা, শরণার্থী ও অভিবাসনবিষয়ক ব্যুরো’র সহকারী সচিব জুলিয়েটা ভালস নয়েস। তার সফরের পরই যুক্তরাষ্ট্রে রোহিঙ্গাদের পুনর্বাসনের বিষয়টি চূড়ান্ত হয়।
এর আগে গত ৬ ডিসেম্বর পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন জানিয়েছিলেন, প্রতি বছর ৩০০-৮০০ রোহিঙ্গা শরণার্থীকে নেবে যুক্তরাষ্ট্র। তবে এ সংখ্যা খুবই সামান্য। আমরা পুনর্বাসনের পরিবর্তে প্রত্যাবাসনকেই জোর দিতে চাই।

ট্যাগস :

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : [email protected]
আপলোডকারীর তথ্য

২৪ রোহিঙ্গা গেলেন যুক্তরাষ্ট্রে

আপডেট সময় : ০২:৫৭:২৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৮ ডিসেম্বর ২০২২

নিজস্ব প্রতিবেদক : প্রথম ধাপে মার্কিন যুক্তরাষ্ট্রের উদ্দেশ্যে রওনা হয়েছেন ২৪ জন রোহিঙ্গা শরণার্থী। তারা সেখানে পুনর্বাসিত হবেন।
পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্র বিষয়টি নিশ্চিত করে জানিয়েছে, গতকাল বৃহস্পতিবার এসব রোহিঙ্গা যুক্তরাষ্ট্রের উদ্দেশ্যে রওনা করেন। চলতি সপ্তাহে বাংলাদেশ সফর করেন যুক্তরাষ্ট্রের জনসংখ্যা, শরণার্থী ও অভিবাসনবিষয়ক ব্যুরো’র সহকারী সচিব জুলিয়েটা ভালস নয়েস। তার সফরের পরই যুক্তরাষ্ট্রে রোহিঙ্গাদের পুনর্বাসনের বিষয়টি চূড়ান্ত হয়।
এর আগে গত ৬ ডিসেম্বর পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন জানিয়েছিলেন, প্রতি বছর ৩০০-৮০০ রোহিঙ্গা শরণার্থীকে নেবে যুক্তরাষ্ট্র। তবে এ সংখ্যা খুবই সামান্য। আমরা পুনর্বাসনের পরিবর্তে প্রত্যাবাসনকেই জোর দিতে চাই।